বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

[ Weekend Trip to Beautiful Sankarda, Tatanagar ]

[ SOME VALUABLE INFORMATIONS ABOUT SHANKARDA VILLAGE ]

WHERE IS LOCATED?:-

 পুরো ভারতকে প্রকৃতি তাঁর সমস্ত ভালোবাসা দিয়ে ঢেলে সাজিয়েছেন। India- র প্রতিটি রাজ্যই যেন তাদের এক এক ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের প্রতিনিয়ত আহ্বান করে চলেছে। ঝাড়খণ্ড রাজ্যও তার ব্যতিক্রম নয়। আর এই ঝাড়খণ্ড রাজ্যের একটি অতি সুন্দর বাঙালি অধ্যুষিত গ্রাম শঙ্করদা ( Sankarda)। এটি দলমা ( Dalma Hill ) পাহাড়ের কোলে অবস্থিত। কলকাতার ( Kolkata ) খুব কাছে মাত্র চার ঘন্টা পথ বা 272 কি. মি. পেরোলেই আপনি পৌঁছে যাবেন শান্ত, নিরিবিলি, সুন্দর, নির্মল পরিবেশের শঙ্করদায়।

WHICH PLACES TO VISIT NEAR THIS SPOT? NEAREST TOURIST ATTRACTIONS / BEST SIGHTSEEING :-

            -        চারিদিকে ছোট ছোট ঢেউখেলানো পাহাড়। আছে চাষের ক্ষেত আর ফলের বাগান। এখানে অরগ্যানিক পদ্ধতিতে সবজি ও ফলের চাষ হয়। আর আছে একটি ছৌ নাচের দল। এর উল্টো দিকে আছে একটি সুন্দর সাওতালি গ্রাম কাসিডি ( Kasidi )। তার কাছে আছে নাড়োয়া পাহাড়। এর গা ঘেঁষে বয়ে চলেছে গররা নদী। এখান থেকে ২০ কি.মি.দূরে আছে রুক্মিণী ( Rankini Temple ) মাতার মন্দির। ৫২ কিলোমিটার দূরে সুবর্ণরেখা ( Subarnarekha River ) নদীর উপর চান্ডিল ( Chandil Dam ) জলাধার। এটি জামশেদপুর ( Jamshedpur ) যাওয়ার রাস্তায় পরে। ভাগ্য সহায় হলে হাতির দলের দেখাও পেতে পারেন। কারন, দলমা পাহাড়ের হাতির দল মাঝে মাঝেই এদিকের গ্রামগুলিতে চলে আসে। আছে ডিমনা লেক ( Dimna Lake ) ও জুবিলী পার্ক ( Jubilee Park )। হাতে সময় থাকলে চাইলে একসাথে মাত্র ৪০ কিলোমিটার দূরের ঘাটশিলা ( Ghatshila ) ও গারুডি ( Garudih ) ভ্রমণ- ও সেরে নিতে পারেন। জঙ্গল, পাহাড়, বাঙালি আদিবাসী অধ্যুষিত এই সুন্দর গ্রামটি। এই গ্রামে কয়েকদিন কাটিয়ে আসলে Weekend- টা বেশ ভালোই জমবে কি বলেন?

           আপনি পায়ে হেঁটে এই গ্রাম এবং আশেপাশের আদিবাসী গ্রামগুলো ঘুরে আদিবাসী জীবনযাত্রা দেখতে এবং সেই দৃশ্য ক্যামেরাবন্দী করতে পারেন। অরগ্যানিক পদ্ধতিতে চাষাবাদ দেখতে পারেন। যারা পক্ষীপ্রেমী তাদের এখানে অবশ্যই অন্ততঃ একবার আসা উচিত। ছৌ নাচের অনুষ্ঠান এবং ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য আপনাকে সমৃদ্ধ ও মুগ্ধ করবেই। আশেপাশের জঙ্গল, পাহাড় ও ঝর্ণার অপরূপ শোভা যেন ফিসফিস করে আরও কয়েকটি দিন তাদের সাথে কাটিয়ে যেতে বলবে।

WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS BEAUTIFUL PLACE:-

             -    বর্ষাকাল ( Monsoon ) ও শীতকাল ( Winter ) এই দুই ঋতুই হ'ল শঙ্করদা ( Shankarda Village) ভ্রমণের সেরা সময়। কারণ, এই দুই ঋতুতে এই অঞ্চলের আবহাওয়া ও সৌন্দর্য থাকে অতি মনোরম অর্থাৎ অতুলনীয়। আনন্দে দিশেহারা হয়ে আপনার নিজেরও হয়তো পেখমতোলা ময়ূরের মতো নাচতে ইচ্ছা করবে।

HOW TO REACH OR GO? TRANSPORTATION BY BIKE / CAR / BUS / TRAIN / AIR LINES:-

             -   কলকাতার ( Kolkata ) দিক দিয়ে যেতে গেলে হাওড়া ( Howrah ), শালিমার ( Shalimaar ) এবং  Santragachi থেকে বারবিল জনশতাব্দী  এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস ও আরো কিছু ট্রেন আছে যা আপনাকে টাটানগর ( Tata Nagar ) পৌঁছে দেবে। ভারতের যে কোন প্রান্ত থেকে ট্রেনে এই স্টেশনে পৌঁছনো যায়। এখান থেকে শঙ্করদার দূরত্ব মাত্র ১৫ কিলোমিটার। বড় গাড়িতে খরচ ৭০০ টাকা, ছোট গাড়িতে খরচ ৬৫০ টাকা।

WHERE TO STAY? PLACES FOR STAYING WITH FOODING AND LODGING:-

               -   এখন পর্যন্ত এখানে একটিই থাকার জায়গা। সেটি হ'ল "The Weekend Resort in Sankarda"। এখানে দ্বিশয্যার কটেজ ( Cottage) আছে ৫ টি। প্রতিটির ভাড়া ২,৪৬৫ টাকা। এছাড়া এ. সি. রুম আছে ৪ টি। যার প্রতিটির ভাড়া ২,৬০০ টাকা। এই টাকার মধ্যে বেড-টি এবং ব্রেকফাস্ট-ও ধরা আছে। দল বেঁধে গেলে ডরমিটরিতে থাকতে পারেন। ১২ জনের ভাড়া ৭,০০০ টাকা। কেউ অতিরিক্ত থাকলে আরও ৭০০ টাকা দিতে হবে। Booking Contact - (1) 09631116648  (2) 9874546628. এছাড়া এই এলাকায় এখনও কোন হোটেল ( Hotel ), রিসর্ট ( Resort ), লজ ( Lodge ) বা গেস্ট হাউস ( Guest House ) গড়ে ওঠেনি। তবে আপনি যদি মনে করেন তাহলে সারা দিন ঘুরে ১৫ কি. মি. দূরের টাটা নগরে ( Tata Nagar ) থাকতে পারেন।

Distance By Road →

1) Distance Between Ranchi and Destination is 146 K. M.
2)  Distance From Ghatshila is 32 K. M.

              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, Don't Spam.

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷