সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

[ Visit Gopiballavpur-Jhargram, West Bengal ]

SOME VALUABLE INFORMATIONS ABOUT GOPIBALLAVPUR:-

→        তৎকালীন অবিভক্ত বাংলায় এবং বর্তমানের পশ্চিমবঙ্গে ( West Bengal ) হাতে গোনা যে কয়টি সুপ্রাচীন ও সুপরিচিত বৈষ্ণব জনপদ আছে সেগুলির মধ্যে একটি হ'ল ঝাড়গ্রাম ( Jhargram ) জেলার গোপীবল্লভপুর। এটি ৬০০ বছরেরও বেশি পুরাতন জনপদ। আগে এটি ছিল একটি বর্ধিষ্ণু গ্রাম, কিন্তু বর্তমানে আধুনিকতার ছোঁয়া, জনসংখ্যার বৃদ্ধি এবং রাস্তাঘাটের উন্নতির কারণে এটি একটি ছোট আধা শহরে পরিণত হয়েছে। তবে প্রধান সড়ক ছেড়ে একটু ভিতরে ঢুকলে এর সরু সরু মান্ধাতা আমলের অলিগলি এবং কিছু জীর্ণ পুরানো বাড়ি এখনও অতীত সময়ের সাক্ষী বহন করে চলেছে। শিব মন্দির  ( Old Shiva Temple ), বৈষ্ণব মঠ Old Vaishnava Math ), বৈষ্ণব সমাধি ক্ষেত্র ( Old Vaishnava Cemetery ) আপনার মনের কল্পনার পর্দায় সেই ঐতিহ্যশালী প্রাচীন বাংলার আবছা আলো-আধারি সাদা-কালো ছবিগুলো একে একে তুলে ধরবে আপনার অজান্তেই।

WHICH PLACES TO VISIT NEAR THIS SPOT? NEAREST TOURIST ATTRACTIONS:-

→              এখান থেকে হাতিবাড়ির ( Hatibari) দূরত্ব ২০ কি. মি.। উড়িষ্যার জামশোলা সীমান্ত হ'ল মাত্র ২২ কি. মি. দূরে। অর্থাৎ, বাংলা-উড়িষ্যা সীমান্তের খুব কাছেই এই গোপীবল্লভপুর ( Gopiballavpur ) মফস্বল শহরটি অবস্থিত। এর ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী ( Subarnarekha River )। নদীর পাশেই সম্প্রতি গড়ে উঠেছে গোপীবল্লভপুর ইকো পার্ক ( Gopiballavpur Eco Park )। এটি সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে। পার্কটি অত্যন্ত সুন্দর। এর পাশেই আছে বৈষ্ণব গোস্বামীদের প্রাচীন সমাধিস্থল। আর তার অনতিদূরে আছে একটি পুরনো শিব মন্দির। তবে এই জায়গার মূল আকর্ষণ হলো প্রায় ৬০০ বছরের পুরাতন ভগ্নপ্রায় বৈষ্ণব মঠ। যাকে স্থানীয় বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা বলেন রাধাগোবিন্দের মন্দির ( Radha-Govinda Temple ) । এই ঐতিহাসিক মূল্যযুক্ত মঠটিকে দেখার জন্য দূরদূরান্ত থেকে নানা ধর্মসম্প্রদায়ের মানুষজন  সারা বছরভর আসেন।

PAST HISTORY:-

→             এখন এই প্রাচীন জনপদের সঠিক ইতিহাস ( History ) সম্পর্কে কিছু কথা তুলে ধরবো। বিভিন্ন পত্রিকা, বই, ইন্টারনেট ঘেঁটে যেটুকু জানতে পেরেছি সেটি হ'ল এই যে ১৪০০ খ্রিস্টাব্দের আগে এর নাম ছিল কাশীপুর ( Kashipur )। তৎকালীন বৈষ্ণব সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ গোস্বামী শ্যামানন্দ মহাপ্রভু সুদূর বৃন্দাবন ধাম থেকে পবিত্র যমুনা নদীর জল নিয়ে এসে সুবর্ণরেখা নদীর তীরে তখনকার কাশীপুরে ১৪০০ খ্রিস্টাব্দে এই বিশাল প্রাচীন বিখ্যাত রাধাগোবিন্দ মঠটি প্রতিষ্ঠা করেন। এই মঠটি সমগ্র বৈষ্ণব সমাজ এবং গোস্বামী-প্রভুপাদগণেদের কাছে একটি খুবই পবিত্র স্থান। বৈষ্ণব মহান্তরা অনেকেই একে গুপ্ত বৃন্দাবন ( Gupta Vrindavan ) বলে থাকেন। এই মঠ স্থাপনের পর থেকেই শ্যামানন্দ মহাপ্রভুর সুমধুর ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় বাচনভঙ্গির প্রভাবে কাশীপুরের বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ অল্প কিছুদিনের মধ্যেই ধর্মান্তরিত হয়ে বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত হয়ে যান। বিশেষজ্ঞদের মত অনুসারে, শ্রী কৃষ্ণের একটি নাম হ'ল গোপীবল্লভ জিউ। তাঁর নাম থেকেই কাশীপুরের ( Kashipur ) নাম পরিবর্তিত হয়ে গোপীবল্লভপুর হয়ে যায়।
বর্তমানে এই মঠটি পরিচালনা করেন গোস্বামী পরিবারের সদস্যরা। এই মঠের যিনি প্রধান তাঁকে মহান্ত বলা হয়। মঠের ভিতরে ঢুকলেই দেখতে পাবেন মঠটির ভিতরের বড়ো অংশই সময়ের কারণে এবং প্রকৃত রক্ষনাবেক্ষনের অভাবে ভেঙে পড়েছে। তবুও বাংলা তথা ভারতের ধর্মীয়-সামাজিক ইতিহাসে এই স্থানের একটা আলাদা ভূমিকা আছে। আর হ্যাঁ, এখানকার বিখ্যাত মিষ্টি হ'ল মগধ মিঠাই ( Magadh Mithai )। মঠ লাগোয়া সমস্ত মিষ্টির দোকানেই এটি পাওয়া যায়। খুবই সুস্বাদু। খেতে ভুলবেন না।

WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS BEAUTIFUL PLACE:-

→            বছরের যে কোন সময়ই এখানে আসতে পারেন। গোপীবল্লভপুরের কাছেই আরো দুটি বিখ্যাত ও অত্যন্ত সুন্দর পর্যটন ক্ষেত্র আছে। সেগুলি হ'ল ১) হাতিবাড়ি Hatibari (২০ কি. মি. ) ও ২) ঝিল্লি পাখিরালয় Jhilli Bird Sanctuary ( ২৩ কি. মি. ) । পারলে এই স্থানগুলিও ঘুরে নিতে পারেন। খুবই ভালো লাগবে।

WHERE IS LOCATED? HOW TO REACH OR GO? TRANSPORTATION BY BIKE / CAR / BUS / TRAIN / AIR LINES:-

→             আপনি যদি কলকাতা থেকে গাড়ি বা বাইকে আসতে চান তাহলে NH-6 ধরে সোজা খড়গপুর ( Kharagpur ), ফেকোঘাট ( Pheko Ghat ), সরডিহা ( Sardiha ) হয়ে গোপীবল্লভপুর পৌঁছে যান। আবার কেশিয়ারী ( Keshiary ), নয়াগ্রামের ( Nayagram ) রাস্তা ধরেও আসতে পারেন। আর যদি ট্রেনে ভারতের যেকোন প্রান্ত থেকে আসেন তাহলে কাছের সবচেয়ে বড়ো রেল স্টেশন ( Rail Station ) খড়গপুরে Kharagpur ) নামুন। কাছের বাস টার্মিনালে ( Bus Terminal ) গিয়ে গোপীবল্লভপুর-হাতিবাড়ি রুটের বাস ধরে বা গাড়ি ভাড়া করে ৫৭ কি. মি. দূরের গোপীবল্লভপুর চলে আসুন। উড়িষ্যার ( Odisha ) দিক দিয়ে বাসে বা গাড়ি-বাইকে আসতে গেলে জামশোলা বর্ডার ও হাতিবাড়ি হয়ে আসতে হবে।

WHERE TO STAY? PLACES FOR STAYING WITH FOODING AND LODGING:-

→                এখানে নিরামিষ ও আমিষ দুই ধরনেরই খাবার হোটেল ( Hotels ) ও রেস্টুরেন্ট ( Restaurants ) প্রচুর সংখ্যায় আছে। থাকার জন্য মাঝারি মানের কয়েকটি হোটেল-লজ ( Hotel-Lodge ) ও গেস্ট হাউস ( Guesthouse) আছে। তবে থাকার আগে দরদাম করে নেওয়া বাঞ্ছনীয়।

Distance By Road -

1) Distance From Balasore to Gopiballavpur is 122 Kilometres.
2) Distance Between Kolkata and Gopiballavpur is 190 Kilometres.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, Don't Spam.

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷