SOME VALUABLE INFORMATIONS ABOUT H. P.:-
হিমালয়ের কোলে ভারতের এক উল্লেখযোগ্য রাজ্য হ'ল হিমাচল প্রদেশ। শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য ও ভাস্কর্যে নিজস্ব স্বকীয়তার সাথে সাথে অতুলনীয় নৈসর্গিক শোভাতেও একেবারেই স্বতন্ত্র। ১৯৭১ সালের ২৫শে জানুয়ারি রাজ্যের মর্যাদা লাভ করে। প্রধান রাজধানী শহর ( Capital City in Summer ) হ'ল সিমলা ( Shimla )। কিন্তু, শীতকালে দ্বিতীয় রাজধানী রূপে ধরমশালা ( 2nd Capital City is Dharamshala in Winter ) থেকেও সরকারি কাজকর্ম পরিচালিত হয়। মোট এলাকা ( Total Area ) বা আয়তন হলো ৫৫৬৭৩ বর্গকিলোমিটার ( ২১৪৯৫ বর্গ মাইল )। মোট জনসংখ্যা ( Total Population ) হ'ল ৬৮৬৪৫৯৮ জন। জনঘনত্ব ( Population Density ) হ'ল প্রতি বর্গ কি.মি.তে ১২৩ জন ( প্রতি বর্গ মাইলে ৩২০ জন )। এখানে প্রতি ১০০০ পুরুষ পিছু ৯৭৪ জন নারী আছে ( Sex Ratio of Male and Female )। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) হ'ল ৮৩.৭৮%। প্রধান সরকারি ভাষা ( Main Official Language ) হ'ল হিন্দি। অন্যান্য ব্যবহৃত ভাষা ( Other Languages ) হ'ল সংস্কৃত, পাহাড়ি, পাঞ্জাবী ও ইংরেজি। মাথাপিছু বাৎসরিক আয় ( Per Head / Capita Yearly Income ) ১৭৯১৮৮ টাকা। পুরোপুরি পাহাড়ি রাজ্য।
WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-
জুলাই-আগস্টের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ধ্বসের সময় বাদ দিয়ে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত হ'ল এখানে বেড়াতে আসবার উপযুক্ত সময় বা মরশুম। আবার নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে শীতকাল। তখন সমগ্র হিমাচল প্রদেশই বরফে ঢাকা থাকে।
AVERAGE WEATHER OR CLIMATE:-
গ্রীষ্মে তাপমাত্রা থাকে ১১° থেকে ৩২° সেলসিয়াস পর্যন্ত। শীতকালে এই রাজ্যের কম উচ্চতার জায়গাগুলিতে তাপমাত্রা ৫° থেকে ১৯° সেলসিয়াসের মধ্যে ওঠা নামা করে। আর সিমলা, মানালি বা আরো উচুঁ জায়গাতে শীতে অনেক সময় ০° সেলসিয়াসেরও বেশ খানিকটা নীচে নেমে যায়। এই সময় সিমলার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দেখতে পর্যটকেরা ভিড় করেন। শীতে যথেষ্ট গরম পোশাক এবং ওভারকোট দরকার। বসন্ত ও গ্রীষ্মে সাধারণ উলের পোশাকে কাজ চললেও শরৎকাল থেকেই ওভারকোট দরকার হয়ে পড়ে সিমলা ও মানালি পাহাড়ে।
Government Official Website - https://himachal.nic.in/en-IN/ ,
Himachal Pradesh Tourism Development Corporation Official Website - https://himachaltourism.gov.in
মোট জেলা আছে ১২ টি ( Total Number of District is 12 )। যথাক্রমে - বিলাসপুর ( Bilaspur ), চম্বা ( Chamba ), হামিরপুর ( Hamirpur ), কাংড়া ( Kangra ), কিন্নোর ( Kinnaur ), কুলু ( Kullu ), লাহৌল এবং স্পিতি ( Lahaul and Spiti ), মান্ডি ( Mandi ), সিমলা ( Shimla ), সিরমৌর ( Sirmaur ), সোলান ( Solan ), উনা ( Una )।
SOME REPUTED & RELIABLE HPTDC TRAVEL AGENTS / TOUR AGENCY IN KOLKATA WITH NAME, ADDRESS, TELEPHONE NUMBER, FAX OR E-MAIL ID:-
কলকাতায় HPTDC ( Himachal Pradesh Tourism Development Corporation ) এর অনুমোদিত তিনটি ট্রাভেল এজেন্সির নাম উল্লেখ করা হলো - (ক) Himalchura Travels & Tours, P-263, CIT Road, Scheme IV - M, Kolkata - 10, Tel - 23633000 ; (খ) Diamond Tours & Travels, 30 Jadunath Dey Road, Kol - 12, Tel - 22259639 ; (গ) The Wheels, 171F, R. B. Avenue, Kol - 19, Tel - 24601886 .
ALL TOTAL LIST OF 28 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-
[ TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN HIMACHAL PRADESH, INDIA WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS. ]
(ক) সিমলা:- যারা ঘুরতে ভালোবাসেন তাঁরা Shimla - কে পাহাড়ের রানী বলেন। অত্যন্ত সুন্দর একটি পাহাড়ি শহর ( Hill Station )। শান্ত, নীল আকাশ, চারিদিকে সবুুজ, নির্মল অতি মনোরম প্রাকৃতিক পরিবেশের এই শৈল আবার। খুবই স্বাস্থ্যকর এই জায়গা। এখান থেকে হিমালয়ের তুষারশুভ্র অনেকগুলি শিখর দেখা যায়। সমতলের গ্রীষ্মকালীন দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে বিকল্প রাজধানী গড়ে তোলেন। তারাই এর নাম দেন Jewel of The Crown অর্থাৎ মুকুুুটের রত্ন। এখনও বাড়িঘরে, রাস্তাঘাটে সেকালের ছোঁয়া লক্ষ্য করা যায়। সিমলা পাহাড়ে ফার, ওক, দেবদারু ও পাইন বনের সবুজের সমারোহ দেখা যায়। এখানকার আর এক আকর্ষণ নানা ধরনের নাম না জানা সুুন্দর সুুন্দর পাহাড়ি ফুুুলের প্রাচুর্য। সবসময় সুন্দর সুবাস বাতাসে জড়িয়ে রয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বরফ পড়ে। বর্ষাকালের বৃৃৃষ্টিও সেরকম অসুবিধার সৃৃষ্টি করে না। তাই এখানে বছরের যেকোন সময়়ই নিশ্চিন্তে ঘুরতে আসতে পারেন। কালকা হয়ে যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই World Heritage তালিকাভুক্ত কালকা - সিমলা টয়ট্রেনে ( Kalka Shimla Toy Train ) করে আসুন। আসার পথের অসাধারণ নৈসর্গিক দৃশ্য কোনদিনই ভুুুুলতে পারবেন না।
এই শহরের সবচেয়ে আকর্ষণীয় জমজমাট জায়গা হ'ল এর ম্যাল এরিয়া ( Shimla Mall Area)। এই স্থান থেকে দূরের বেশ কয়েকটি গিরিশিখরও দৃশ্যমান। দোকানপাট, বাজারহাট, হোটেল-রেস্তোরা, সরকারি-বেসরকারি ট্রাভেল এজেন্সি, রেলের বুকিং অফিস ইত্যাদি নিয়ে সেজে উঠেছে এই অভিজাত মল রোড ও তার চারপাশ। সন্ধ্যার পরে আলোক সজ্জায় আরও মোহময়ী হয়ে ওঠে টেলিগ্রাফ অফিস থেকে ক্যামবারমেরে রিজ ( Telegraph Office to Cambermere Ritz ) পর্যন্ত এই রাস্তা। আপনি চাইলে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে পারেন। এখানে যেকোন গাড়ি এবং বাইক চালানো পুরোপুরি নিষিদ্ধ। এর কাছের ম্যাল অন্তে নিও গথিক শৈলীতে তৈরি অ্যাঙ্গলিসিয়ান ক্রাইস্ট চার্চ ( Angolisian Christ Church ) অবশ্যই দেখে নেবেন। এই সুন্দর কারুকার্য করা চার্চটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীন চার্চ এটি। ম্যালের লাজপত রায় চক অর্থাৎ কিপলিংয়ের স্ক্যান্ডাল পয়েন্ট ( Scandal Point ) আর এক বিখ্যাত দর্শনীয় স্থান। এটি এই শৈল শহরের জিরো পয়েন্ট এবং ম্যালের উচ্চতম অংশ। এর ঢালেই আছে পর্যটকদের বিনোদন কেন্দ্র Ice Skating Rink এবং Roller Skating Rink, মনপ্রাণভরে আনন্দ করুন। ম্যাল ধরে চার্চ থেকে ঘন্টাখানেক নেমে ইনভেরাম পাহাড় চূড়ায় অবস্থিত সিমলার স্টেট মিউজিয়াম ( Shimla State Museum )। এখানে হিমাচলের বিভিন্ন মন্দির থেকে নিয়ে আসা কাঠ ও পাথরের পুরাতন ভাস্কর্য, মূর্তি, পোশাক-পরিচ্ছদ ও পাহাড়ি বাসোলী - কাঙড়া শৈলীর মিনিয়েচার পেইন্টিং আকর্ষণ বাড়িয়েছে মিউজিয়ামের। গান্ধী সংগ্রহশালায় গিয়ে ছবি ও কার্টুন সম্ভার দেখে নিতে ভুলবেন না। ঠিক কাছেই বানটনি পাহাড়ে গভর্নর জেনারেল লর্ড বেন্টিংকের বাসভবন এখন গ্রান্ড হোটেল হয়েছে। এই বানটনি পাহাড়েই আছে বিখ্যাত বাঙালি পীঠস্থান সিমলা কালীবাড়ি ( Shimla Kalibari )। এখানে থাকা ও খাওয়ার খুব ভালো বন্দোবস্ত আছে। ভরা মরশুম না হলে থাকার জায়গা পেয়ে যাবেন। পারলে নীচের এই ঠিকানায় যোগাযোগ করে একদিনের টাকা আগে পাঠিয়ে বুক করে যান। এখানে সবচেয়ে বেশি ৭ দিন থাকতে পারবেন। ঠিকানাঃ- The Secretary, Shimla Kalibari, Shimla, Himachal Pradesh. Tel - (0177) 2652964. খাওয়া - থাকায় বাঙালিয়ানার স্বাদ পাবেন। কালীমূর্তিটি জয়পুর থেকে আনা। ডানদিকে আছেন মঙ্গলচণ্ডী এবং বামদিকে শ্যামলা দেবী। এই শ্যামলা দেবীর নামেই এই শহরের নামকরণ হয়েছে। শহরের একমাত্র দূর্গাপূজাটিও হয় এই কালীবাড়িতে। এখানকার একটি সুন্দর ভিউ পয়েন্ট হ'ল জাকু হিলস ( Jakhoo Hills )। এখান থেকে সূর্যোদয়, সূর্যাস্ত এবং গোটা সিমলা শহরের দৃশ্য সত্যিই ভোলার নয়। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত হনুমান মন্দিরটিও ( Shri Hanuman Mandir, Jakhu Hills, Shimla ) খুব সুন্দর। পাশের Temple Park - টিও বেশ মনোরম। মন্দির চত্বরে প্রচুর হনুমান আছে। তাই সঙ্গের জিনিস ও খাদ্য একটু সাবধানে রাখবেন।
শহর থেকে ৪ কি. মি. দূরে অবস্থিত মনোরম পিকনিক স্পট গ্লেন ( Glen Picnic Spot )। দেবদারু, ওক, পাইন গাছে ঘেরা সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে সরু পায়ে চলা পথ ধরে এখানে পৌঁছতে হয়। পথের পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী পাহাড়ি নদী। চলার পথে বন্য প্রাণীর দর্শন পাওয়া অসম্ভব নয়। গ্লেনের পূর্ব দিকে শহরের নীচের দিকে রয়েছে পাহাড় ও পাইন, দেবদারু গাছে ঘেরা জায়গা আনানদেল ( Annandale )। সন্ধ্যার সময় বিভিন্ন বিনোদনের পসরা বসে। রিভোলি বাস স্ট্যান্ডের ( Rivoli Bus Stand ) পাশে নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আইস স্কেটিং-এর আসর বসে। বটানিক্যাল গার্ডেন ( Botanical Garden ), চিড়িয়াখানা ( Shimla Zoo ), নববাহার পুষ্প উদ্যান ( Navbahar Flower Garden ), ব্রাহ্মসমাজ মন্দির, শিল্পকলায় সমৃদ্ধ তিব্বতী মনাষ্ট্রি ( Tibetan Monastery ) দেখে নিতে ভুলবেন না।
সিমলা-কালকা রেলপথে সিমলার ঠিক আগের স্টেশন শহরতলীর সামার হিল ( Summer Hill Station ) স্টেশন। এই জায়গার আলাদা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এখানে আছে রাজকুমারী অমৃত কাউরের জর্জিয়ান শৈলীর Manorville বাড়ি। মহাত্মা গান্ধী এই বাড়িতেই জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আজাদকে সাথে নিয়ে ১৯৪৫ সালের জুন মাসে তৎকালীন ভাইসরয়ের সঙ্গে ভারতের স্বাধীনতা সম্পর্কিত আলোচনায় বসেন। এই সামার হিল স্টেশনের কাছেই আছে বিখ্যাত চাদউইক জলপ্রপাত ( Chadwick Falls )। বর্ষাকালে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। তবে অনেকটা চড়াই বেয়ে জলপ্রপাতের কাছে পৌঁছনো যায়। শহর থেকে ৫ কি. মি. দূরে বয়লৌগঞ্জ থেকে মিনিট কুড়ির পাহাড়ি পথ পেরিয়ে রয়েছে অতি মনোরম প্রসপেক্ট পাহাড় ( Prospect Hill Picnic Spot )। এখানে আছে ৩০০ বছরের প্রাচীন দূর্গার ছোট মন্দির। দেবী দূর্গা কামনাদেবী রূপে পূজিতা হন। প্রচলিত আছে, দেবীর আশির্বাদে সকল কামনা পূরন হয়। মন্দির চত্বর থেকে দূরের প্রবহমান শতদ্রু নদীর দৃশ্য এককথায় অপরূপ। কালকামুখী সড়কপথে পড়বে তারাদেবীর মন্দির, সঙ্কটমোচন মন্দির।
শহর থেকে পশ্চিমে রিজ শেষ হতে চিড়িয়াখানার কাছে অবজারভেটরি হিলের ( Observatory Hill ) মাথায় সুন্দর প্রকৃতির মাঝে লর্ড ডাফরিনের বসবাসের জন্য তৈরি হওয়া প্রাচীন প্রাসাদ দি রিট্রিট ( The Retreat )। মার্বেল পাথরের তৈরি প্রাসাদ। ছাদ বার্মা টিকের, কাঠের সিঁড়ি। এই রিট্রিট মহলেই ১৯৪৭ সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। পন্ডিত জওহরলাল নেহেরু ভারত ভাঙার মর্মান্তিক ঐতিহাসিক সিদ্ধান্তে সম্মত হন। পরবর্তী সময়ে ভারত - পাকিস্তান শান্তিচুক্তিও সাক্ষরিত হয় এর কনফারেন্স রুমে। স্বাধীনতার পরে এটি রাষ্ট্রপতির গ্রীষ্মাবাস হয়। তারও পরে ১৯৫৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ভারতের রাজনৈতিক স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক ভবনটিকে Indian Institute of Advanced Studies - কে উৎসর্গ করেন। টিকিট কেটে দ্বিতীয় তলার মিউজিয়ামটি ( Museum ) দেখে নিতে পারেন। যদিও কয়েক বছর আগের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু ক্ষতি হয়ে যায়। এই ভবনের কাছেই আছে বিখ্যাত পক্ষী উদ্যান ( Himalayan Bird Park, Shimla )।
শহর থেকে ১৪ কি. মি. দূরে কুফরীর রাস্তায় রূপসী তীর্থন উপত্যকায় পাইন গাছে ছাওয়া ২২ হেক্টর ব্যাপী ছড়ানো ওয়াইল্ড ফ্লাওয়ার হল ( Wild Flower Hall ) দেখে নিন। বর্ষার পরে নানা সুন্দর পাহাড়ি ফুলের শোভা ও পাইন বনের পাখির কূজন স্থানটিকে স্বর্গের নন্দন কাননের সমতুল্য করে তোলে। প্যাকেজ ট্যুরে বা সাধারণ যাত্রীবাহী করে যেতে পারেন। তারপর এখান থেকে চলে যান ৪ কি. মি. দূরের দেবদারু বনে ছাওয়া সুন্দর ছবির মতো বিশ্ববিখ্যাত কুফরীতে। এর বিশ্বজোড়া সুখ্যাতি এর নৈসর্গিক সৌন্দর্যের জন্য। কুফরী ( Kufri ) থেকে কেদারনাথ, বদ্রীনাথ, পীরপাঞ্জাল, শিবালিক গিরিচূড়াশ্রেণী সুন্দরভাবে দেখা যায়। আগে শীতকালে স্কি খেলার আসর বসতো। এখন ফেব্রুয়ারির প্রথমে শীতকালীন ক্রীড়ার আসর বসে। এর ঠিক বিপরীতে হিমালয়ান নেচার পার্ক ( Himalayan Nature Park ) ও মিনি জু ( Mini Zoo ) বসেছে। টিকিট কেটে ঢুকতে হয়। ক্যামেরার জন্য আলাদা চার্জ দিতে হয়। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি গুপী গাইন বাঘা বাইনের বরফের দৃশ্যটিও এইখানে তোলা হয়। ঘোড়া অথবা ইয়াকের পিঠে চড়ার বন্দোবস্ত আছে কুফরীতে। যারা ট্রেকিং-এ উৎসাহী তাঁরা ট্রেক করে মাহাসু চূড়ায় ( Mahasu Peak ) উঠতে পারেন। Package Tour বা যাত্রীবাসে এখানে ঘুরে আসতে পারেন। যারা এখানে থেকে যেতে চান তাঁদের জন্য সকাল ও রাতের খাবারসহ থাকার সুবন্দোবস্ত আছে নিম্নলিখিত জায়গাগুলিতে - (1) Kufri Holiday Resort, (2) Hotel Snow Shelter, (3) Hotel Himachal Holidays, (4) Kufri Holiday Inn ( Main Bazar, Tel - (0177) 2648007, (5) Hotel Kufri Pacific, (6) Kufri Chail Road - এ Toshali Royal View ( Mobile - 9937011805 ), (7) Shilon Resorts.
এরপরের গন্তব্য হতে পারে ৭ কি. মি. দূরের হিন্দুস্তান - টিবেট রোডে অবস্থিত ফাগু ( Next Destination is Fagu )। এরও খ্যাতি অপরূপ নৈসর্গিক শোভার জন্য। আলু চাষের গবেষণাগার রয়েছে ফাগুতে। প্যাকেজ ট্যুরে ঘুরে আসা যায়। এখানে থাকার জন্য আছে (1) Hotel Star Resort, (2) Hotel The Apple Blossom of HPTDC, Fagu ( 01784 - 239469 )
সিমলা থেকে ১৪ কিলোমিটার দূরে আর একটি সুন্দর জায়গার নাম মাসোব্রা ( Moshobra )। পাইন, ওক, দেবদারু ও আপেল বাগানে ঘেরা মাসোব্রার সুখ্যাতি পিকনিক স্পট হিসেবে। পাহাড় চূড়ায় মহাকালী, শিব ও ভীমকালীর মন্দির অধিষ্ঠিত। এখান থেকে মাত্র ২ কি. মি. দূরের সিপুরে ( Sipur ) জুন মাসের সিপি উৎসবের যথেষ্ট খ্যাতি আছে। থাকার জন্য ভালো হোটেল আছে Mashobra - তে। যেমন, (১) Wildflower Hall, (২) Koti Resorts, (৩) Hotel Sadrisha, (৪) Whistling Pines Resort ( Mobile No. - 9816048041 ).
এখান থেকে আরোও ৩ কি. মি. দূরে ওক, পাইনের গভীর বনে আছে Craignanor Amusement Park বিনোদন কেন্দ্র। HPTDC, Shimla Municipality এবং Himachal Roapways - এর যৌথ উদ্যোগে ২০ একর জমির উপর গড়ে ওঠা এই পার্কের ভিতর দিয়ে বয়ে চলেছে ধৌলাধার ( Dhauladhar )। এছাড়া আছে মেরি গো রাউন্ড, জায়ান্ট হুইল, ম্যাজিক শো, ডগ শো ইত্যাদি। পার্কে ইয়াক চড়ার ব্যাবস্থা আছে। টিকিট কেটে এই চত্বরে ঢুকতে হয়। সিমলা শহর থেকে ঘনঘন মিনিবাস যাচ্ছে এই উদ্যানে। থাকার জন্য HPTDC - এর Holiday Home এবং কিছু Private Hotel আছে এর পাশে।
আর এক ট্যুরিস্ট প্যারাডাইস হ'ল নলদেরা ( Naldera )। এই জায়গার রূপে মুগ্ধ হয়ে লর্ড কার্জন তাঁর মেয়ের নাম নলদেরা রাখেন। নাইন হোল গলফ কোর্সের জন্য এখানকার বিশ্বজোড়া খ্যাতি আছে। থাকার জন্য Naldehra-তে কয়েকটি উত্তম মানের হোটেল আছে। যেমন, Hotel Golf Glade ( 0177 - 2747739/809 ), Hotel Rock Haven, Mahamaya Palace, The Chalets Naldehra ইত্যাদি। HPTDC প্যাকেজ ট্যুরে এক দিনেই নলদেরা ও তত্তপানি ঘুরে নিতে পারেন। সিমলা মান্ডি হাইওয়েতে তত্তপানি ( Tattapani / Tatapani ) অবস্থিত। বয়ে চলেছে শতদ্রু নদী। গাঢ় নীল আকাশ, চারিদিকে পাহাড়, ঘন সবুজ বনানী, রূপালী বালিয়াড়ি নিয়ে অপরূপ সুন্দর এই স্থান। রঙবেরঙের নুড়িপাথর সমৃদ্ধ এই বালিয়াড়ি। গন্ধক জলের উষ্ণ প্রস্রবণের জন্য তত্তপানি ( Tattapani / Tatapani ) বিখ্যাত। থাকা খাওয়ার বেশ কয়েকটি হোটেল আছে এখানে।
এখান থেকে কি কি জিনিস কিনবেন? What are The Things You Should Buy ( Marketing ) While Traveling There?
ম্যাল থেকে সরু গলিপথে নেমে গেলেই বিখ্যাত বাজার এলাকা অর্থাৎ Shimla Bazaar / Market চত্বর। এই রাজ্যে তৈরি হওয়া নানান জিনিস যেমন, ওয়াকিং স্টিক, কিন্নরী মাফলার, কুলু টুপি, শাল, পশমজাত নানা দ্রব্য কিনে নিয়ে যেতে পারেন স্মৃতি হিসেবে।
কোথায় থাকবেন? Where to Stay? Fooding & Lodging.
এই শহরে খাওয়া ও থাকার জন্য প্রচুর হোটেল, লজ, রেস্টুরেন্ট পেয়ে যাবেন। পৌঁছে ব্যবস্থা করতে পারেন। তবে, আগে থেকে এই পেজের উপরের দিকে দেওয়া Trusted Website Link-এর মাধ্যমে বুকিং করে যাওয়া উচিৎ হবে। কারণ, বছরের সব সময়ই পর্যটকের ভিড় লেগেই রয়েছে।
হিমালয়ের কোলে ভারতের এক উল্লেখযোগ্য রাজ্য হ'ল হিমাচল প্রদেশ। শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য ও ভাস্কর্যে নিজস্ব স্বকীয়তার সাথে সাথে অতুলনীয় নৈসর্গিক শোভাতেও একেবারেই স্বতন্ত্র। ১৯৭১ সালের ২৫শে জানুয়ারি রাজ্যের মর্যাদা লাভ করে। প্রধান রাজধানী শহর ( Capital City in Summer ) হ'ল সিমলা ( Shimla )। কিন্তু, শীতকালে দ্বিতীয় রাজধানী রূপে ধরমশালা ( 2nd Capital City is Dharamshala in Winter ) থেকেও সরকারি কাজকর্ম পরিচালিত হয়। মোট এলাকা ( Total Area ) বা আয়তন হলো ৫৫৬৭৩ বর্গকিলোমিটার ( ২১৪৯৫ বর্গ মাইল )। মোট জনসংখ্যা ( Total Population ) হ'ল ৬৮৬৪৫৯৮ জন। জনঘনত্ব ( Population Density ) হ'ল প্রতি বর্গ কি.মি.তে ১২৩ জন ( প্রতি বর্গ মাইলে ৩২০ জন )। এখানে প্রতি ১০০০ পুরুষ পিছু ৯৭৪ জন নারী আছে ( Sex Ratio of Male and Female )। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) হ'ল ৮৩.৭৮%। প্রধান সরকারি ভাষা ( Main Official Language ) হ'ল হিন্দি। অন্যান্য ব্যবহৃত ভাষা ( Other Languages ) হ'ল সংস্কৃত, পাহাড়ি, পাঞ্জাবী ও ইংরেজি। মাথাপিছু বাৎসরিক আয় ( Per Head / Capita Yearly Income ) ১৭৯১৮৮ টাকা। পুরোপুরি পাহাড়ি রাজ্য।
WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-
জুলাই-আগস্টের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ধ্বসের সময় বাদ দিয়ে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত হ'ল এখানে বেড়াতে আসবার উপযুক্ত সময় বা মরশুম। আবার নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে শীতকাল। তখন সমগ্র হিমাচল প্রদেশই বরফে ঢাকা থাকে।
AVERAGE WEATHER OR CLIMATE:-
গ্রীষ্মে তাপমাত্রা থাকে ১১° থেকে ৩২° সেলসিয়াস পর্যন্ত। শীতকালে এই রাজ্যের কম উচ্চতার জায়গাগুলিতে তাপমাত্রা ৫° থেকে ১৯° সেলসিয়াসের মধ্যে ওঠা নামা করে। আর সিমলা, মানালি বা আরো উচুঁ জায়গাতে শীতে অনেক সময় ০° সেলসিয়াসেরও বেশ খানিকটা নীচে নেমে যায়। এই সময় সিমলার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দেখতে পর্যটকেরা ভিড় করেন। শীতে যথেষ্ট গরম পোশাক এবং ওভারকোট দরকার। বসন্ত ও গ্রীষ্মে সাধারণ উলের পোশাকে কাজ চললেও শরৎকাল থেকেই ওভারকোট দরকার হয়ে পড়ে সিমলা ও মানালি পাহাড়ে।
Government Official Website - https://himachal.nic.in/en-IN/ ,
Himachal Pradesh Tourism Development Corporation Official Website - https://himachaltourism.gov.in
মোট জেলা আছে ১২ টি ( Total Number of District is 12 )। যথাক্রমে - বিলাসপুর ( Bilaspur ), চম্বা ( Chamba ), হামিরপুর ( Hamirpur ), কাংড়া ( Kangra ), কিন্নোর ( Kinnaur ), কুলু ( Kullu ), লাহৌল এবং স্পিতি ( Lahaul and Spiti ), মান্ডি ( Mandi ), সিমলা ( Shimla ), সিরমৌর ( Sirmaur ), সোলান ( Solan ), উনা ( Una )।
SOME REPUTED & RELIABLE HPTDC TRAVEL AGENTS / TOUR AGENCY IN KOLKATA WITH NAME, ADDRESS, TELEPHONE NUMBER, FAX OR E-MAIL ID:-
কলকাতায় HPTDC ( Himachal Pradesh Tourism Development Corporation ) এর অনুমোদিত তিনটি ট্রাভেল এজেন্সির নাম উল্লেখ করা হলো - (ক) Himalchura Travels & Tours, P-263, CIT Road, Scheme IV - M, Kolkata - 10, Tel - 23633000 ; (খ) Diamond Tours & Travels, 30 Jadunath Dey Road, Kol - 12, Tel - 22259639 ; (গ) The Wheels, 171F, R. B. Avenue, Kol - 19, Tel - 24601886 .
ALL TOTAL LIST OF 28 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-
(i) Pori Festival Lahaul, (ii) Minjar Fair Chamba, (iii) Summer Fest Shimla, (iv) Halda, (v) Sazo, (vi) Lohri / Makar Sankranti, (vii) Himachal Winter Carnival, (viii) Losar, (ix) Doongri, (x) Ice Skating Carnival, (xi) International Himalayan Festival, (xii) Kullu Dussehra, (xiii) La Darcha Fair, (xiv) Shivratri Mela Mandi, (xv) Shoolini Mela Solan, (xvi) Mani Mahesh Chhari Yatra Chamba, (xvii) Renuka Fair Sirmaur, (xviii) Lavi Trade Fair Rampur, (xix) Vrajeshwari Mela Kangra, (xx) Jwalamukhi Fair, (xxi) Holi Sujanpur Tira, (xxii) Naina Devi Festival Bilaspur, (xxiii) Fulaich in Kinnaur Valley, (xxiv) Peeplo Fair, (xxv) Mairi Guruduwara Mela, (xxvi) Chintpurni Temple Fest, (xxvii) Fair in Kamakhya Temple, (xxviii) Annual Himachal Hill Festival etc.
এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
[ TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN HIMACHAL PRADESH, INDIA WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS. ]
(ক) সিমলা:- যারা ঘুরতে ভালোবাসেন তাঁরা Shimla - কে পাহাড়ের রানী বলেন। অত্যন্ত সুন্দর একটি পাহাড়ি শহর ( Hill Station )। শান্ত, নীল আকাশ, চারিদিকে সবুুজ, নির্মল অতি মনোরম প্রাকৃতিক পরিবেশের এই শৈল আবার। খুবই স্বাস্থ্যকর এই জায়গা। এখান থেকে হিমালয়ের তুষারশুভ্র অনেকগুলি শিখর দেখা যায়। সমতলের গ্রীষ্মকালীন দাবদাহ থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে বিকল্প রাজধানী গড়ে তোলেন। তারাই এর নাম দেন Jewel of The Crown অর্থাৎ মুকুুুটের রত্ন। এখনও বাড়িঘরে, রাস্তাঘাটে সেকালের ছোঁয়া লক্ষ্য করা যায়। সিমলা পাহাড়ে ফার, ওক, দেবদারু ও পাইন বনের সবুজের সমারোহ দেখা যায়। এখানকার আর এক আকর্ষণ নানা ধরনের নাম না জানা সুুন্দর সুুন্দর পাহাড়ি ফুুুলের প্রাচুর্য। সবসময় সুন্দর সুবাস বাতাসে জড়িয়ে রয়েছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বরফ পড়ে। বর্ষাকালের বৃৃৃষ্টিও সেরকম অসুবিধার সৃৃষ্টি করে না। তাই এখানে বছরের যেকোন সময়়ই নিশ্চিন্তে ঘুরতে আসতে পারেন। কালকা হয়ে যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই World Heritage তালিকাভুক্ত কালকা - সিমলা টয়ট্রেনে ( Kalka Shimla Toy Train ) করে আসুন। আসার পথের অসাধারণ নৈসর্গিক দৃশ্য কোনদিনই ভুুুুলতে পারবেন না।
এই শহরের সবচেয়ে আকর্ষণীয় জমজমাট জায়গা হ'ল এর ম্যাল এরিয়া ( Shimla Mall Area)। এই স্থান থেকে দূরের বেশ কয়েকটি গিরিশিখরও দৃশ্যমান। দোকানপাট, বাজারহাট, হোটেল-রেস্তোরা, সরকারি-বেসরকারি ট্রাভেল এজেন্সি, রেলের বুকিং অফিস ইত্যাদি নিয়ে সেজে উঠেছে এই অভিজাত মল রোড ও তার চারপাশ। সন্ধ্যার পরে আলোক সজ্জায় আরও মোহময়ী হয়ে ওঠে টেলিগ্রাফ অফিস থেকে ক্যামবারমেরে রিজ ( Telegraph Office to Cambermere Ritz ) পর্যন্ত এই রাস্তা। আপনি চাইলে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে পারেন। এখানে যেকোন গাড়ি এবং বাইক চালানো পুরোপুরি নিষিদ্ধ। এর কাছের ম্যাল অন্তে নিও গথিক শৈলীতে তৈরি অ্যাঙ্গলিসিয়ান ক্রাইস্ট চার্চ ( Angolisian Christ Church ) অবশ্যই দেখে নেবেন। এই সুন্দর কারুকার্য করা চার্চটি উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীন চার্চ এটি। ম্যালের লাজপত রায় চক অর্থাৎ কিপলিংয়ের স্ক্যান্ডাল পয়েন্ট ( Scandal Point ) আর এক বিখ্যাত দর্শনীয় স্থান। এটি এই শৈল শহরের জিরো পয়েন্ট এবং ম্যালের উচ্চতম অংশ। এর ঢালেই আছে পর্যটকদের বিনোদন কেন্দ্র Ice Skating Rink এবং Roller Skating Rink, মনপ্রাণভরে আনন্দ করুন। ম্যাল ধরে চার্চ থেকে ঘন্টাখানেক নেমে ইনভেরাম পাহাড় চূড়ায় অবস্থিত সিমলার স্টেট মিউজিয়াম ( Shimla State Museum )। এখানে হিমাচলের বিভিন্ন মন্দির থেকে নিয়ে আসা কাঠ ও পাথরের পুরাতন ভাস্কর্য, মূর্তি, পোশাক-পরিচ্ছদ ও পাহাড়ি বাসোলী - কাঙড়া শৈলীর মিনিয়েচার পেইন্টিং আকর্ষণ বাড়িয়েছে মিউজিয়ামের। গান্ধী সংগ্রহশালায় গিয়ে ছবি ও কার্টুন সম্ভার দেখে নিতে ভুলবেন না। ঠিক কাছেই বানটনি পাহাড়ে গভর্নর জেনারেল লর্ড বেন্টিংকের বাসভবন এখন গ্রান্ড হোটেল হয়েছে। এই বানটনি পাহাড়েই আছে বিখ্যাত বাঙালি পীঠস্থান সিমলা কালীবাড়ি ( Shimla Kalibari )। এখানে থাকা ও খাওয়ার খুব ভালো বন্দোবস্ত আছে। ভরা মরশুম না হলে থাকার জায়গা পেয়ে যাবেন। পারলে নীচের এই ঠিকানায় যোগাযোগ করে একদিনের টাকা আগে পাঠিয়ে বুক করে যান। এখানে সবচেয়ে বেশি ৭ দিন থাকতে পারবেন। ঠিকানাঃ- The Secretary, Shimla Kalibari, Shimla, Himachal Pradesh. Tel - (0177) 2652964. খাওয়া - থাকায় বাঙালিয়ানার স্বাদ পাবেন। কালীমূর্তিটি জয়পুর থেকে আনা। ডানদিকে আছেন মঙ্গলচণ্ডী এবং বামদিকে শ্যামলা দেবী। এই শ্যামলা দেবীর নামেই এই শহরের নামকরণ হয়েছে। শহরের একমাত্র দূর্গাপূজাটিও হয় এই কালীবাড়িতে। এখানকার একটি সুন্দর ভিউ পয়েন্ট হ'ল জাকু হিলস ( Jakhoo Hills )। এখান থেকে সূর্যোদয়, সূর্যাস্ত এবং গোটা সিমলা শহরের দৃশ্য সত্যিই ভোলার নয়। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত হনুমান মন্দিরটিও ( Shri Hanuman Mandir, Jakhu Hills, Shimla ) খুব সুন্দর। পাশের Temple Park - টিও বেশ মনোরম। মন্দির চত্বরে প্রচুর হনুমান আছে। তাই সঙ্গের জিনিস ও খাদ্য একটু সাবধানে রাখবেন।
শহর থেকে ৪ কি. মি. দূরে অবস্থিত মনোরম পিকনিক স্পট গ্লেন ( Glen Picnic Spot )। দেবদারু, ওক, পাইন গাছে ঘেরা সংরক্ষিত বনাঞ্চলের মধ্য দিয়ে সরু পায়ে চলা পথ ধরে এখানে পৌঁছতে হয়। পথের পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী পাহাড়ি নদী। চলার পথে বন্য প্রাণীর দর্শন পাওয়া অসম্ভব নয়। গ্লেনের পূর্ব দিকে শহরের নীচের দিকে রয়েছে পাহাড় ও পাইন, দেবদারু গাছে ঘেরা জায়গা আনানদেল ( Annandale )। সন্ধ্যার সময় বিভিন্ন বিনোদনের পসরা বসে। রিভোলি বাস স্ট্যান্ডের ( Rivoli Bus Stand ) পাশে নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে আইস স্কেটিং-এর আসর বসে। বটানিক্যাল গার্ডেন ( Botanical Garden ), চিড়িয়াখানা ( Shimla Zoo ), নববাহার পুষ্প উদ্যান ( Navbahar Flower Garden ), ব্রাহ্মসমাজ মন্দির, শিল্পকলায় সমৃদ্ধ তিব্বতী মনাষ্ট্রি ( Tibetan Monastery ) দেখে নিতে ভুলবেন না।
সিমলা-কালকা রেলপথে সিমলার ঠিক আগের স্টেশন শহরতলীর সামার হিল ( Summer Hill Station ) স্টেশন। এই জায়গার আলাদা একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এখানে আছে রাজকুমারী অমৃত কাউরের জর্জিয়ান শৈলীর Manorville বাড়ি। মহাত্মা গান্ধী এই বাড়িতেই জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আজাদকে সাথে নিয়ে ১৯৪৫ সালের জুন মাসে তৎকালীন ভাইসরয়ের সঙ্গে ভারতের স্বাধীনতা সম্পর্কিত আলোচনায় বসেন। এই সামার হিল স্টেশনের কাছেই আছে বিখ্যাত চাদউইক জলপ্রপাত ( Chadwick Falls )। বর্ষাকালে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। তবে অনেকটা চড়াই বেয়ে জলপ্রপাতের কাছে পৌঁছনো যায়। শহর থেকে ৫ কি. মি. দূরে বয়লৌগঞ্জ থেকে মিনিট কুড়ির পাহাড়ি পথ পেরিয়ে রয়েছে অতি মনোরম প্রসপেক্ট পাহাড় ( Prospect Hill Picnic Spot )। এখানে আছে ৩০০ বছরের প্রাচীন দূর্গার ছোট মন্দির। দেবী দূর্গা কামনাদেবী রূপে পূজিতা হন। প্রচলিত আছে, দেবীর আশির্বাদে সকল কামনা পূরন হয়। মন্দির চত্বর থেকে দূরের প্রবহমান শতদ্রু নদীর দৃশ্য এককথায় অপরূপ। কালকামুখী সড়কপথে পড়বে তারাদেবীর মন্দির, সঙ্কটমোচন মন্দির।
শহর থেকে পশ্চিমে রিজ শেষ হতে চিড়িয়াখানার কাছে অবজারভেটরি হিলের ( Observatory Hill ) মাথায় সুন্দর প্রকৃতির মাঝে লর্ড ডাফরিনের বসবাসের জন্য তৈরি হওয়া প্রাচীন প্রাসাদ দি রিট্রিট ( The Retreat )। মার্বেল পাথরের তৈরি প্রাসাদ। ছাদ বার্মা টিকের, কাঠের সিঁড়ি। এই রিট্রিট মহলেই ১৯৪৭ সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। পন্ডিত জওহরলাল নেহেরু ভারত ভাঙার মর্মান্তিক ঐতিহাসিক সিদ্ধান্তে সম্মত হন। পরবর্তী সময়ে ভারত - পাকিস্তান শান্তিচুক্তিও সাক্ষরিত হয় এর কনফারেন্স রুমে। স্বাধীনতার পরে এটি রাষ্ট্রপতির গ্রীষ্মাবাস হয়। তারও পরে ১৯৫৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণ ভারতের রাজনৈতিক স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক ভবনটিকে Indian Institute of Advanced Studies - কে উৎসর্গ করেন। টিকিট কেটে দ্বিতীয় তলার মিউজিয়ামটি ( Museum ) দেখে নিতে পারেন। যদিও কয়েক বছর আগের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কিছু ক্ষতি হয়ে যায়। এই ভবনের কাছেই আছে বিখ্যাত পক্ষী উদ্যান ( Himalayan Bird Park, Shimla )।
শহর থেকে ১৪ কি. মি. দূরে কুফরীর রাস্তায় রূপসী তীর্থন উপত্যকায় পাইন গাছে ছাওয়া ২২ হেক্টর ব্যাপী ছড়ানো ওয়াইল্ড ফ্লাওয়ার হল ( Wild Flower Hall ) দেখে নিন। বর্ষার পরে নানা সুন্দর পাহাড়ি ফুলের শোভা ও পাইন বনের পাখির কূজন স্থানটিকে স্বর্গের নন্দন কাননের সমতুল্য করে তোলে। প্যাকেজ ট্যুরে বা সাধারণ যাত্রীবাহী করে যেতে পারেন। তারপর এখান থেকে চলে যান ৪ কি. মি. দূরের দেবদারু বনে ছাওয়া সুন্দর ছবির মতো বিশ্ববিখ্যাত কুফরীতে। এর বিশ্বজোড়া সুখ্যাতি এর নৈসর্গিক সৌন্দর্যের জন্য। কুফরী ( Kufri ) থেকে কেদারনাথ, বদ্রীনাথ, পীরপাঞ্জাল, শিবালিক গিরিচূড়াশ্রেণী সুন্দরভাবে দেখা যায়। আগে শীতকালে স্কি খেলার আসর বসতো। এখন ফেব্রুয়ারির প্রথমে শীতকালীন ক্রীড়ার আসর বসে। এর ঠিক বিপরীতে হিমালয়ান নেচার পার্ক ( Himalayan Nature Park ) ও মিনি জু ( Mini Zoo ) বসেছে। টিকিট কেটে ঢুকতে হয়। ক্যামেরার জন্য আলাদা চার্জ দিতে হয়। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি গুপী গাইন বাঘা বাইনের বরফের দৃশ্যটিও এইখানে তোলা হয়। ঘোড়া অথবা ইয়াকের পিঠে চড়ার বন্দোবস্ত আছে কুফরীতে। যারা ট্রেকিং-এ উৎসাহী তাঁরা ট্রেক করে মাহাসু চূড়ায় ( Mahasu Peak ) উঠতে পারেন। Package Tour বা যাত্রীবাসে এখানে ঘুরে আসতে পারেন। যারা এখানে থেকে যেতে চান তাঁদের জন্য সকাল ও রাতের খাবারসহ থাকার সুবন্দোবস্ত আছে নিম্নলিখিত জায়গাগুলিতে - (1) Kufri Holiday Resort, (2) Hotel Snow Shelter, (3) Hotel Himachal Holidays, (4) Kufri Holiday Inn ( Main Bazar, Tel - (0177) 2648007, (5) Hotel Kufri Pacific, (6) Kufri Chail Road - এ Toshali Royal View ( Mobile - 9937011805 ), (7) Shilon Resorts.
এরপরের গন্তব্য হতে পারে ৭ কি. মি. দূরের হিন্দুস্তান - টিবেট রোডে অবস্থিত ফাগু ( Next Destination is Fagu )। এরও খ্যাতি অপরূপ নৈসর্গিক শোভার জন্য। আলু চাষের গবেষণাগার রয়েছে ফাগুতে। প্যাকেজ ট্যুরে ঘুরে আসা যায়। এখানে থাকার জন্য আছে (1) Hotel Star Resort, (2) Hotel The Apple Blossom of HPTDC, Fagu ( 01784 - 239469 )
সিমলা থেকে ১৪ কিলোমিটার দূরে আর একটি সুন্দর জায়গার নাম মাসোব্রা ( Moshobra )। পাইন, ওক, দেবদারু ও আপেল বাগানে ঘেরা মাসোব্রার সুখ্যাতি পিকনিক স্পট হিসেবে। পাহাড় চূড়ায় মহাকালী, শিব ও ভীমকালীর মন্দির অধিষ্ঠিত। এখান থেকে মাত্র ২ কি. মি. দূরের সিপুরে ( Sipur ) জুন মাসের সিপি উৎসবের যথেষ্ট খ্যাতি আছে। থাকার জন্য ভালো হোটেল আছে Mashobra - তে। যেমন, (১) Wildflower Hall, (২) Koti Resorts, (৩) Hotel Sadrisha, (৪) Whistling Pines Resort ( Mobile No. - 9816048041 ).
এখান থেকে আরোও ৩ কি. মি. দূরে ওক, পাইনের গভীর বনে আছে Craignanor Amusement Park বিনোদন কেন্দ্র। HPTDC, Shimla Municipality এবং Himachal Roapways - এর যৌথ উদ্যোগে ২০ একর জমির উপর গড়ে ওঠা এই পার্কের ভিতর দিয়ে বয়ে চলেছে ধৌলাধার ( Dhauladhar )। এছাড়া আছে মেরি গো রাউন্ড, জায়ান্ট হুইল, ম্যাজিক শো, ডগ শো ইত্যাদি। পার্কে ইয়াক চড়ার ব্যাবস্থা আছে। টিকিট কেটে এই চত্বরে ঢুকতে হয়। সিমলা শহর থেকে ঘনঘন মিনিবাস যাচ্ছে এই উদ্যানে। থাকার জন্য HPTDC - এর Holiday Home এবং কিছু Private Hotel আছে এর পাশে।
আর এক ট্যুরিস্ট প্যারাডাইস হ'ল নলদেরা ( Naldera )। এই জায়গার রূপে মুগ্ধ হয়ে লর্ড কার্জন তাঁর মেয়ের নাম নলদেরা রাখেন। নাইন হোল গলফ কোর্সের জন্য এখানকার বিশ্বজোড়া খ্যাতি আছে। থাকার জন্য Naldehra-তে কয়েকটি উত্তম মানের হোটেল আছে। যেমন, Hotel Golf Glade ( 0177 - 2747739/809 ), Hotel Rock Haven, Mahamaya Palace, The Chalets Naldehra ইত্যাদি। HPTDC প্যাকেজ ট্যুরে এক দিনেই নলদেরা ও তত্তপানি ঘুরে নিতে পারেন। সিমলা মান্ডি হাইওয়েতে তত্তপানি ( Tattapani / Tatapani ) অবস্থিত। বয়ে চলেছে শতদ্রু নদী। গাঢ় নীল আকাশ, চারিদিকে পাহাড়, ঘন সবুজ বনানী, রূপালী বালিয়াড়ি নিয়ে অপরূপ সুন্দর এই স্থান। রঙবেরঙের নুড়িপাথর সমৃদ্ধ এই বালিয়াড়ি। গন্ধক জলের উষ্ণ প্রস্রবণের জন্য তত্তপানি ( Tattapani / Tatapani ) বিখ্যাত। থাকা খাওয়ার বেশ কয়েকটি হোটেল আছে এখানে।
কিভাবে যাবেন? How to Reach / Go Here?
কালকা ও আম্বালার মাধ্যমে সমগ্র ভারতের সাথে সিমলার রেলপথে যোগাযোগ রয়েছে। উত্তর ভারতের বিভিন্ন শহরের সাথে বাসেও যোগাযোগ আছে। রেল স্টেশনের পাশেই আছে বাস স্ট্যান্ড। এখানকার কুলি থেকে একটু সাবধানে থাকবেন। এঁরা প্রায়শই কথার খেলাপ করে থাকেন। তাই প্রথমেই দরদাম করে নেবেন। নাহলে বিপদে পড়তে পারেন।
এখান থেকে কি কি জিনিস কিনবেন? What are The Things You Should Buy ( Marketing ) While Traveling There?
ম্যাল থেকে সরু গলিপথে নেমে গেলেই বিখ্যাত বাজার এলাকা অর্থাৎ Shimla Bazaar / Market চত্বর। এই রাজ্যে তৈরি হওয়া নানান জিনিস যেমন, ওয়াকিং স্টিক, কিন্নরী মাফলার, কুলু টুপি, শাল, পশমজাত নানা দ্রব্য কিনে নিয়ে যেতে পারেন স্মৃতি হিসেবে।
কোথায় থাকবেন? Where to Stay? Fooding & Lodging.
এই শহরে খাওয়া ও থাকার জন্য প্রচুর হোটেল, লজ, রেস্টুরেন্ট পেয়ে যাবেন। পৌঁছে ব্যবস্থা করতে পারেন। তবে, আগে থেকে এই পেজের উপরের দিকে দেওয়া Trusted Website Link-এর মাধ্যমে বুকিং করে যাওয়া উচিৎ হবে। কারণ, বছরের সব সময়ই পর্যটকের ভিড় লেগেই রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, Don't Spam.
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷