PAST HISTORY & SOME VALUABLE INFORMATIONS ABOUT ARUNACHAL PRADESH:-
হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত উত্তর-পূর্ব ভারতের পাহাড় ও ঘন সবুজ অরন্যে ঘেরা, নির্মল শুদ্ধ বাতাসে পরিপূর্ণ অনিন্দ্য সুন্দর একটি রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এই রাজ্যটি খুবই স্পর্শকাতর কারণ এর একদিকে চিন ও আর একদিকে ভূটান দেশ। রাজ্যের আয়তনের ৬০% - এরও বেশি বনভূমি অধ্যুষিত। তাই এখানকার জীবিকানির্বাহ পুরোপুরি কৃষিকাজ, বনজসম্পদ ও পশুপালন নির্ভর। হাজারো রকমের ঔষধি গাছ আছে এখানকার বনাঞ্চলে। গ্রীষ্মকালে ফুলে ফুলে ভরে উঠে সমস্ত অরুণাচলের নৈসর্গিক শোভা আরও বহুগুণ বেড়ে যায়।
হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত উত্তর-পূর্ব ভারতের পাহাড় ও ঘন সবুজ অরন্যে ঘেরা, নির্মল শুদ্ধ বাতাসে পরিপূর্ণ অনিন্দ্য সুন্দর একটি রাজ্য হলো অরুণাচল প্রদেশ। এই রাজ্যটি খুবই স্পর্শকাতর কারণ এর একদিকে চিন ও আর একদিকে ভূটান দেশ। রাজ্যের আয়তনের ৬০% - এরও বেশি বনভূমি অধ্যুষিত। তাই এখানকার জীবিকানির্বাহ পুরোপুরি কৃষিকাজ, বনজসম্পদ ও পশুপালন নির্ভর। হাজারো রকমের ঔষধি গাছ আছে এখানকার বনাঞ্চলে। গ্রীষ্মকালে ফুলে ফুলে ভরে উঠে সমস্ত অরুণাচলের নৈসর্গিক শোভা আরও বহুগুণ বেড়ে যায়।
প্রাচীন ভারতে এর নাম ছিল উদয়গিরি আর উদয়াচল। অরুণাচল শব্দটিকে ভাঙলে অরুণ ও আচল এই দুটি শব্দ আমরা পাই। যার অর্থ হল উদিত সূর্যের দেশ। ইংরেজিতে একে বলা হয় - [ Land of Dawn-lit Mountains ]। পুরোটাই আদিম উপজাতি অধ্যুষিত অঞ্চল। প্রায় ৮২ রকমের উপজাতি সম্প্রদায় দেখতে পাওয়া যায়। রাজ্যের মোট জনসংখ্যার ৮০% - ই হলো তফসিলি উপজাতি শ্রেণীর। ৬২টিরও বেশি আঞ্চলিক ভাষার প্রচলন রয়েছে এখানে। এদের বেশভূষা, ধর্মাচরণ, সংস্কৃতিও ভিন্ন ভিন্ন ধরনের। এখানকার মানুষেরা অসম্ভব প্রকৃতিপ্রেমী। প্রকৃতিকেই পরম শক্তিশালী ইশ্বর বলে মনে করেন। এদের আরাধ্য দেবতা হ'ল গরু ও মহিষের মিলনের ফলে সৃষ্ট মৈথুন। এরা খুবই সহজ সরল, অতিথি পরায়ন হন। এদের আতিথেয়তায় আপনিও মুগ্ধ হয়ে যাবেন।
এখানকার বিভিন্ন ধরনের হস্তশিল্প ( Handlooms and Handicrafts ), বিশেষ করে বেত ও বাশেঁর তৈরি শিল্পকলা আপনাকে মুগ্ধ করবেই করবে। পান করার অভ্যাস থাকলে মায়াবী চাঁদনী রাতে দেশিয় পদ্ধতিতে তৈরি করা স্থানীয় পানীয় আপম্ ( Local Drinks Apang ) বিয়ারের স্বাদ ও মাদকতা চেখে দেখতে ক্ষতি কি? তাও সেটা যদি হয় বাশেঁর পানপাত্রে! তাহলে তো সোনায় সোহাগা।
HOW TO GET ILP OR RAP EASILY? IMPORTANT OFFICE ADDRESSES, CONTACT TELEPHONE NUMBERS FOR EMERGENCY, WHEN YOU ARE TRAVELLING IN DIFFERENT PLACES IN ARUNACHAL / ESSENTIAL ADDRESSES OF GOVT. TOURISM OFFICES FOR ALL TOURISTS:-
তবে, এখানে যদি ভ্রমণ করতে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে Inner Line Permit করাতে হবে। ভারতীয়রা খুব সহজেই পেয়ে যান। নিজস্ব গাড়িতে ঘুরতে চাইলে নিজের Driving License অবশ্যই সঙ্গে রাখবেন। নাহলে স্থানীয় যুবকদের হাতে মারও খেতে হতে পারে। Permit - এর আবেদনের জন্য নিজেদের Pan Card, Voter Identity Card - এর Xerox Copy আর Two Stamp Size Photos সহ নিম্নলিখিত যে কোন অফিসে গিয়ে নির্ধারিত Offline Form Fillup করে জমা দিতে হবে। এখন আবার https://www.arunachalilp.com - এই Website থেকেও Online ILP সংগ্রহ করা যায়। তাতে খরচ বাড়লেও লাইনে দাঁড়ানোর হ্যাপা এড়ানো যায়। আপনার উচিত হবে প্রতিটি Tourist Point - এর জন্য ১৪ দিন করে Tourist Card করে নেওয়া। কারন, হাতে একটু বেশি সময় রাখা ভালো। এতে দিন বাড়লেও খরচা বাড়বে না। অনুমোদনের খরচের হিসাব নিচে দেওয়া আছে। এব্যাপারে সঠিকভাবে বিস্তারিত জানতে ও সরকারি সহযোগিতা পেতে যোগাযোগ করুন -
(1) Joint Secretary Political, Govt. of Arunachal, Itanagar 791111.
(2) Deputy Commissioner of Tezu, Along, Ziro, Bomdila, Khonso.
(3) Liaison Officer, Arunachal Pradesh, Parbati Nagar, Tezpur, Assam.
(4) Deputy Resident Commissioner, Government of Arunachal, Arunachal Bhawan, Block - CE 109 / 110, Sec - 1, Salt Lake, Kolkata - 700064, Tel - 23341243.
(5) Resident Commissioner, Govt. of Arunachal, Kautilya Marg, Chanakyapuri, New Delhi, Tel - 23013956.
(6) Liaison Officer, Govt. of Arunachal, G. S. Road, Rukminigaon, Guwahati - 781021, Tel - (0361) 2229506.
উপরিউক্ত যেকোন ঠিকানা অথবা Jorhat, Mohanbari, Shillong, Lilabari থেকেও এই রাজ্যের দ্রষ্টব্য নানান পয়েন্টের জন্য ৩টি আলাদা জোন ( Divided in 3 Zones ) হিসেবে ILP করে নিতে পারেন। Offline Form - এর দাম ৫ টাকা আর প্রতি জোন পিছু প্রতি পর্যটকের খরচ পড়বে ২৫ টাকা করে। Online - এ Apply করলে প্রতি প্রতি পয়েন্টে মাথাপিছু খরচ হবে ১০০ টাকা করে। জোনগুলি - Zone No. 1 [ Itanagar, Ziro, Along, Pasighat ; Zone No. 2 [ Bhalukpong, Tawang, Bomdila ]; Zone No. 3 [ Namdapha, Lohit, Tezu ].
→ এবার আসছি বিদেশী পর্যটকদের আবেদন করার পদ্ধতিতে [ Apply Method to Get Permit For All Foreigners Who Want to Travel Arunachal Pradesh ] :-
Full Name, Permanent and Temporary Address, Passport Reference, Profession, Duration of Stay, Purpose of Visit - এগুলি বিস্তারিত জানিয়ে RAP ( Restricted Area Permit ) - এর জন্য আবেদন করতে পারবেন নীচের ঠিকানায় -
The Secretary, Ministry of Home Affairs, Govt. of India, F-1 Nayak Bhawan, Khan Market, New Delhi - 110001.
→ এই রাজ্যের রাজধানী ( Capital City ) ইটানগর ( Itanagar )। ১৯৭২ সালের ২১শে জানুয়ারি এটি Union Territoryতে পরিনত হয়। ১৯৮৭ সালের ২০শে ফেব্রুয়ারিতে স্বতন্ত্র রাজ্যের স্বীকৃতি লাভ করে। মোট এলাকা ( Total Area ) বা আয়তন হলো ৮৩৭৪৩ বর্গ কি.মি. ( Square Kilometres ) বা ৩২৩৩৩ বর্গ মাইল ( Sq. Miles )। মোট জনসংখ্যা ( Total Population ) ১৩৮২৬১০। জনঘনত্ব ( Population Density ) অর্থাৎ প্রতি বর্গ কিমিতে বাস করেন ১৭ জন। প্রতি ১০০০ পুরুষ পিছু নারীর সংখ্যা ৯২০ জন ( Sex Ratio of Male and Female )। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) ৬৭%। সরকারি ভাষা ( Official Language ) ইংরেজি। এক ভাষা হিসেবে হিন্দির প্রচলন আছে সারা রাজ্য জুড়ে। এছাড়া, ( Other Languages ) বাংলা ও অসমীয়া ভাষাতেও লোকে কথা বলে থাকেন। মাথাপিছু বার্ষিক আয় ( Per Head / Per Capita Yearly Income ) ১২৭৭৫০ টাকা। এখানকার প্রধান খাদ্য ( Main Food Habit ) হ'ল ভাত।
AVERAGE WEATHER OR CLIMATE. WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-
অঞ্চলভেদে শীত, গ্রীষ্ম ও বর্ষার যথেষ্ট তারতম্য আছে। গড়ে ০° থেকে ৩৭° - এর মধ্যে তাপমাত্রা ওঠানামা করে স্থানভেদে ও ঋতুভেদে। এখানে রেলপথ নেই। তাই সড়ক পরিবহনই ( Road Transportation ) এখানকার যোগাযোগের প্রধান মাধ্যম। বর্ষাকাল বাদ দিয়ে যে কোন ঋতুর যে কোন সময়ই এই রাজ্য ভ্রমণের উপযোগী। তবে শীতকালে অবশ্যই গরম পোশাক সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত।
Govt. Official Site -
http://www.arunachalpradesh.gov.in
Tourism Portal -
http://www.arunachaltourism.com
মোট ২৫টি জেলা আছে ( Total Number of Districts is 25)। সেগুলোর নাম ও প্রথম বন্ধনীতে সদর শহরের ( Headquarters ) নামগুলিও দিয়ে দিলাম। (1) Tawang ( Tawang Town ), (2) West Kameng ( Bomdila ), (3) East Kameng ( Seppa ), (4) Pakkekessang ( Lemmi ), (5) Papum Pare ( Yupia ), (6) Kurung Kumey ( Koloriang ), (7) Kra Daadi ( Jamin ), (8) Lower Subansiri ( Ziro ), (9) Upper Subansiri ( Daporijo ), (10) West Siang ( Along ), (11) Shi-Yomi ( Tato ), (12) East Siang ( Pasighat ), (13) Siang ( Pangin ), (14) Upper Siang ( Ying Kiong ), (15) Lower Siang ( Likabali ), (16) Lepa-Rada ( Basar ), (17) Lower Dibang Valley ( Riong ), (18) Dibang Valley ( Anini ), (19) Anjaw ( Hawai ), (20) Lohit ( Tezu ), (21) Namsai ( Namsai ), (22) Changlang ( Changlang ), (23) Tirap ( Khonsa), (24) Longding ( Longding ), (25) Kamle ( Raga ).
ALL TOTAL LIST OF VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-
(i) Siang River Festival, (ii) Pangsau Pass Winter Fest, (iii) Ziro Festival of Music, (iv) Solung, (v) Nyokum, (vi) Losar Fest, (vii) Dree Utsav, (viii) Boori Boot, (ix) Loku, (x) Sanken, (xi) Khan, (xii) Gomkum Gompa, (xiii) Si Donyi, (xiv) Mopin, (xv) Aran, (xvi) Tamaldu, (xvii) Shapawng Yawng Manau Poi, (xviii) Reh, (xix) Oriah, (xx) Mol, (xxi) Bascon, (xxii) Murung, (xxiii) Pham Kho Sowai, (xxiv) Torgya.
এখানকার বিভিন্ন ধরনের হস্তশিল্প ( Handlooms and Handicrafts ), বিশেষ করে বেত ও বাশেঁর তৈরি শিল্পকলা আপনাকে মুগ্ধ করবেই করবে। পান করার অভ্যাস থাকলে মায়াবী চাঁদনী রাতে দেশিয় পদ্ধতিতে তৈরি করা স্থানীয় পানীয় আপম্ ( Local Drinks Apang ) বিয়ারের স্বাদ ও মাদকতা চেখে দেখতে ক্ষতি কি? তাও সেটা যদি হয় বাশেঁর পানপাত্রে! তাহলে তো সোনায় সোহাগা।
HOW TO GET ILP OR RAP EASILY? IMPORTANT OFFICE ADDRESSES, CONTACT TELEPHONE NUMBERS FOR EMERGENCY, WHEN YOU ARE TRAVELLING IN DIFFERENT PLACES IN ARUNACHAL / ESSENTIAL ADDRESSES OF GOVT. TOURISM OFFICES FOR ALL TOURISTS:-
তবে, এখানে যদি ভ্রমণ করতে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে থেকে Inner Line Permit করাতে হবে। ভারতীয়রা খুব সহজেই পেয়ে যান। নিজস্ব গাড়িতে ঘুরতে চাইলে নিজের Driving License অবশ্যই সঙ্গে রাখবেন। নাহলে স্থানীয় যুবকদের হাতে মারও খেতে হতে পারে। Permit - এর আবেদনের জন্য নিজেদের Pan Card, Voter Identity Card - এর Xerox Copy আর Two Stamp Size Photos সহ নিম্নলিখিত যে কোন অফিসে গিয়ে নির্ধারিত Offline Form Fillup করে জমা দিতে হবে। এখন আবার https://www.arunachalilp.com - এই Website থেকেও Online ILP সংগ্রহ করা যায়। তাতে খরচ বাড়লেও লাইনে দাঁড়ানোর হ্যাপা এড়ানো যায়। আপনার উচিত হবে প্রতিটি Tourist Point - এর জন্য ১৪ দিন করে Tourist Card করে নেওয়া। কারন, হাতে একটু বেশি সময় রাখা ভালো। এতে দিন বাড়লেও খরচা বাড়বে না। অনুমোদনের খরচের হিসাব নিচে দেওয়া আছে। এব্যাপারে সঠিকভাবে বিস্তারিত জানতে ও সরকারি সহযোগিতা পেতে যোগাযোগ করুন -
(1) Joint Secretary Political, Govt. of Arunachal, Itanagar 791111.
(2) Deputy Commissioner of Tezu, Along, Ziro, Bomdila, Khonso.
(3) Liaison Officer, Arunachal Pradesh, Parbati Nagar, Tezpur, Assam.
(4) Deputy Resident Commissioner, Government of Arunachal, Arunachal Bhawan, Block - CE 109 / 110, Sec - 1, Salt Lake, Kolkata - 700064, Tel - 23341243.
(5) Resident Commissioner, Govt. of Arunachal, Kautilya Marg, Chanakyapuri, New Delhi, Tel - 23013956.
(6) Liaison Officer, Govt. of Arunachal, G. S. Road, Rukminigaon, Guwahati - 781021, Tel - (0361) 2229506.
উপরিউক্ত যেকোন ঠিকানা অথবা Jorhat, Mohanbari, Shillong, Lilabari থেকেও এই রাজ্যের দ্রষ্টব্য নানান পয়েন্টের জন্য ৩টি আলাদা জোন ( Divided in 3 Zones ) হিসেবে ILP করে নিতে পারেন। Offline Form - এর দাম ৫ টাকা আর প্রতি জোন পিছু প্রতি পর্যটকের খরচ পড়বে ২৫ টাকা করে। Online - এ Apply করলে প্রতি প্রতি পয়েন্টে মাথাপিছু খরচ হবে ১০০ টাকা করে। জোনগুলি - Zone No. 1 [ Itanagar, Ziro, Along, Pasighat ; Zone No. 2 [ Bhalukpong, Tawang, Bomdila ]; Zone No. 3 [ Namdapha, Lohit, Tezu ].
→ এবার আসছি বিদেশী পর্যটকদের আবেদন করার পদ্ধতিতে [ Apply Method to Get Permit For All Foreigners Who Want to Travel Arunachal Pradesh ] :-
Full Name, Permanent and Temporary Address, Passport Reference, Profession, Duration of Stay, Purpose of Visit - এগুলি বিস্তারিত জানিয়ে RAP ( Restricted Area Permit ) - এর জন্য আবেদন করতে পারবেন নীচের ঠিকানায় -
The Secretary, Ministry of Home Affairs, Govt. of India, F-1 Nayak Bhawan, Khan Market, New Delhi - 110001.
→ এই রাজ্যের রাজধানী ( Capital City ) ইটানগর ( Itanagar )। ১৯৭২ সালের ২১শে জানুয়ারি এটি Union Territoryতে পরিনত হয়। ১৯৮৭ সালের ২০শে ফেব্রুয়ারিতে স্বতন্ত্র রাজ্যের স্বীকৃতি লাভ করে। মোট এলাকা ( Total Area ) বা আয়তন হলো ৮৩৭৪৩ বর্গ কি.মি. ( Square Kilometres ) বা ৩২৩৩৩ বর্গ মাইল ( Sq. Miles )। মোট জনসংখ্যা ( Total Population ) ১৩৮২৬১০। জনঘনত্ব ( Population Density ) অর্থাৎ প্রতি বর্গ কিমিতে বাস করেন ১৭ জন। প্রতি ১০০০ পুরুষ পিছু নারীর সংখ্যা ৯২০ জন ( Sex Ratio of Male and Female )। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) ৬৭%। সরকারি ভাষা ( Official Language ) ইংরেজি। এক ভাষা হিসেবে হিন্দির প্রচলন আছে সারা রাজ্য জুড়ে। এছাড়া, ( Other Languages ) বাংলা ও অসমীয়া ভাষাতেও লোকে কথা বলে থাকেন। মাথাপিছু বার্ষিক আয় ( Per Head / Per Capita Yearly Income ) ১২৭৭৫০ টাকা। এখানকার প্রধান খাদ্য ( Main Food Habit ) হ'ল ভাত।
AVERAGE WEATHER OR CLIMATE. WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-
অঞ্চলভেদে শীত, গ্রীষ্ম ও বর্ষার যথেষ্ট তারতম্য আছে। গড়ে ০° থেকে ৩৭° - এর মধ্যে তাপমাত্রা ওঠানামা করে স্থানভেদে ও ঋতুভেদে। এখানে রেলপথ নেই। তাই সড়ক পরিবহনই ( Road Transportation ) এখানকার যোগাযোগের প্রধান মাধ্যম। বর্ষাকাল বাদ দিয়ে যে কোন ঋতুর যে কোন সময়ই এই রাজ্য ভ্রমণের উপযোগী। তবে শীতকালে অবশ্যই গরম পোশাক সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত।
Govt. Official Site -
http://www.arunachalpradesh.gov.in
Tourism Portal -
http://www.arunachaltourism.com
মোট ২৫টি জেলা আছে ( Total Number of Districts is 25)। সেগুলোর নাম ও প্রথম বন্ধনীতে সদর শহরের ( Headquarters ) নামগুলিও দিয়ে দিলাম। (1) Tawang ( Tawang Town ), (2) West Kameng ( Bomdila ), (3) East Kameng ( Seppa ), (4) Pakkekessang ( Lemmi ), (5) Papum Pare ( Yupia ), (6) Kurung Kumey ( Koloriang ), (7) Kra Daadi ( Jamin ), (8) Lower Subansiri ( Ziro ), (9) Upper Subansiri ( Daporijo ), (10) West Siang ( Along ), (11) Shi-Yomi ( Tato ), (12) East Siang ( Pasighat ), (13) Siang ( Pangin ), (14) Upper Siang ( Ying Kiong ), (15) Lower Siang ( Likabali ), (16) Lepa-Rada ( Basar ), (17) Lower Dibang Valley ( Riong ), (18) Dibang Valley ( Anini ), (19) Anjaw ( Hawai ), (20) Lohit ( Tezu ), (21) Namsai ( Namsai ), (22) Changlang ( Changlang ), (23) Tirap ( Khonsa), (24) Longding ( Longding ), (25) Kamle ( Raga ).
ALL TOTAL LIST OF VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-
(i) Siang River Festival, (ii) Pangsau Pass Winter Fest, (iii) Ziro Festival of Music, (iv) Solung, (v) Nyokum, (vi) Losar Fest, (vii) Dree Utsav, (viii) Boori Boot, (ix) Loku, (x) Sanken, (xi) Khan, (xii) Gomkum Gompa, (xiii) Si Donyi, (xiv) Mopin, (xv) Aran, (xvi) Tamaldu, (xvii) Shapawng Yawng Manau Poi, (xviii) Reh, (xix) Oriah, (xx) Mol, (xxi) Bascon, (xxii) Murung, (xxiii) Pham Kho Sowai, (xxiv) Torgya.
এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN ARUNACHAL PRADESH WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS:-
বমডিলা ( Bomdila ):- অরুণাচলের পশ্চিম কামেঙ জেলার সদরদপ্তর হ'ল ২৫৩০ মিটার উচ্চতায় অবস্থিত বমডিলা। এখানকার বাড়িঘরের জানালা দিয়ে মেঘ ঢুকে পড়ে। যখন তখন কুয়াশার চাদরে সারা শহর ঢেকে যায়। শীতকালে প্রচন্ড শীত অনুভূত হয় অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়ে মাঝেমধ্যেই বরফও পড়ে। এখান থেকে বরফে আবৃত হিমালয়ের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য পরিস্কারভাবে উপভোগ করা যায়। এই কারণেই এই জায়গাটি এত বিখ্যাত। উঁচুনিচু পাহাড় আর তার গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ভিলাধর্মী ঘরবাড়ি। বসবাসকারী বেশিরভাগ মানুষই মনপা উপজাতির। এরা তান্ত্রিক বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ভুক্ত। এনাদের এক বিশেষ লোকাচার হ'ল মৃতদেহ কবর না দিয়ে বা না পুড়িয়ে ১০০ টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া। ২ কি. মি. দূরের পাহাড়ের চূড়ায় রয়েছে ১৯৬২ সালের চীন যুদ্ধের স্মৃতি ভোলাতে শান্তির প্রতীক হিসেবে পরিচিত বৌদ্ধ গুম্ফা আপার মনাস্ট্রি আর নিচুতে বাজারের কাছে আছে প্রাচীন গুম্ফা লোয়ার মনাস্ট্রি থুবটেক গ্যালিঙ। কিছুটা সময় নিয়ে দুটোই ধীরেসুস্থে দেখে নিন। খুবই ভালো লাগবে। এর কাছেই রয়েছে স্থানীয় হস্তশিল্প সামগ্রীর বিশাল ভান্ডার আর্ট অ্যান্ড ক্রাফট সেন্টার। এর কিছুটা নীচে নামলেই পৌঁছে যাবেন লোকসংস্কৃতির বা ফোক কালচারের প্রদর্শনী ডিস্ট্রিক্ট মিউজিয়াম, লাইব্রেরী ও আপেল বাগিচা। শহরের পথে ঘোরার সময় পথপাশে দেখা মেলে চেরি ফুলের সমারোহ। তিব্বতীয় কলোনি তেনজিং গ্যাং দেখে নিন। বমডিলা পাস-ও ঘুরে আসতে পারেন। এখান থেকে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা শুভ্র তুষার শৃঙ্গ এবং ইন্দো-চায়না বর্ডার ম্যাকমোহন লাইন দর্শন করতে ভুলবেন না যেন।
যদিও প্রচলিত আছে যে এই স্থান বেড়াবার আদর্শ সময় হলো ( Best Time to Visit Bomdila ) এপ্রিল-মে মাস এবং সেপ্টেম্বর-অক্টোবর মাস। কিন্তু, যারা ঘুরতে আসে তাদের অভিজ্ঞতা বিচার করলে অবশ্যই বলতে হবে যে অক্টোবর মাসই হ'ল ভ্রমণের সেরা সময়। এই মাসে এই জায়গার সৌন্দর্য এক অন্যমাত্রা ধারণ করে।
বমডিলার নিকটতম রেলস্টেশন হ'ল ভালুকপঙ ( Bhalukpong )। মাত্র ১০০ কি. মি. দূরে অবস্থিত। এখানেও অনেককিছু দেখার আছে। প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য অতি মনোরম। অসুররাজ বাণের নাতি ভালুকের রাজধানী ছিল জিয়াভরালি নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত এই ভালুকপঙে। দুপাশে ঘন জঙ্গল ও সামনে হিমালয় পর্বতশ্রেণী। বিধ্বস্ত দুর্গটিও নাকি অসুররাজের ছিল। এখানে বসবাসকারী আকা উপজাতির মানুষেরা ভালুক রাজার বংশধর। বাসস্ট্যান্ড লাগোয়া দুই রাজ্যের সীমান্ত জুড়ে অসম পর্যটনের ট্যুরিস্ট লজ, কটেজ, গেস্ট হাউস রয়েছে। ৭ কি. মি. দূরে ১৯০ মিটার উঁচুতে অবস্থিত টিপির ( Tipi ) অর্কেডারিয়ামটি অবশ্যই দেখে নেবেন। এই স্থান ৭৫০০-এরও বেশি সংখ্যক প্রজাতির অর্কিড ও ক্যাকটাসে সমৃদ্ধ। গ্লাস হাউসটিও অনবদ্য। টিপিতে নদীর ধারের ফরেস্ট বাংলোয় থাকা-খাওয়ার ভালো ব্যবস্থা আছে। Tipi থেকে কয়েক কিলোমিটার দূরে অসম ও অরুণাচলের সীমান্ত জুড়ে বিস্তৃত রয়েছে নামেরি অভয়ারণ্য ( Nameri National Park and Forest Reserve )। পরিবেশের সাথে খাপ খাইয়ে Eco Park গড়ে তোলা হয়েছে নামেরি অরণ্যে। জিয়াভরালি নদীতে Rafting ও Angling করতে পারেন। টিপির পরে দূর্গা মন্দির অতিক্রম করে বৈজয়ন্তীমালা ঝরণা / জলপ্রপাত দেখে পৌঁছে যান টেঙ্গা ভ্যালি। এই উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে সেনা ছাউনি। আরও কিছুটা যেতে দুই নদীর সঙ্গমে রয়েছে রূপা। এই রূপা থেকে চড়াই পথ বেয়ে পৌঁছতে পারবেন বমডিলায়। পথে পড়বে জিরো পয়েন্ট। এই পথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ১৯৬২-র ইন্দো-চীন যুদ্ধের সময়ের বিভিন্ন ঘটনার সাক্ষীস্বরূপ নানা স্মৃতিফলক।
কিভাবে পৌঁছবেন? ( How to Reach / Go Bomdila Easily? ) :-
১৬০ কি. মি. দূরের তেজপুরে আছে বিমানবন্দর। বিমানে তেজপুরে পৌঁছে তারপর বাসে বা ভাড়ার গাড়িতে করে সহজে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। ১০০ কি. মি. দূরের রেলস্টেশন হ'ল ভালুকপঙ। রাঙ্গাপাড়া নর্থ প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া, ইটানগর, গুয়াহাটি ও নওগাঁ থেকে বাসে বা গাড়িতে করে যাওয়া যায়। গভীর বনের মধ্য দিয়ে চলে যাওয়া কামেঙ নদীর সাথে লুকোচুরি খেলা সাপের মতো আঁকাবাঁকা পথ ধরে অতুলনীয় প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে কখন যে বমডিলা পৌঁছে যাবেন তা নিজেও বুঝতে পারবেন না। আর যাওয়ার সময় অসম-অরুণাচল সীমান্তে ভালুকপঙ চেকপোস্টে ILP অর্থাৎ Inner Line Permit দেখাতে হয়। কলকাতা, শিলিগুড়ি, গুয়াহাটি, তেজপুর ও ইটানগরের ট্রাভেল এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় কন্ডাকটেড ট্যুর প্যাকেজে সমগ্র অরুণাচল ও পার্শ্ববর্তী রাজ্যগুলির প্রধান দর্শনীয় স্থানসমূহ ঘুরে দেখে নিতে পারেন।
থাকা ও খাওয়া ( Where to Stay and Take Foods? / Fooding and Lodging ):-
বাজার এলাকা ছাড়িয়ে নেহেরু পার্কের ডানদিকে আছে অরুণাচল পর্যটন দপ্তর দ্বারা পরিচালিত Tourist Lodge. এর পাশে রয়েছে সার্কিট হাউস, পি. ডব্লিউ. ডি. -র পর্যবেক্ষণ বাংলো। এছাড়া, Market Area ও Nehru Park এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর হোটেল, লজ, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট রয়েছে। কাজেই এই শহরে আসলে থাকা-খাওয়ার কোন সমস্যা হবে না। খাওয়ার ব্যাপারে একটি রেস্তোরাঁর নাম উল্লেখ করা যেতেই পারে। আর সেটি হ'ল Bomdila Restaurant. এখানে সঠিক দামে যথেষ্ট ভালো মানের সুস্বাদু খাবার খেতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, Don't Spam.
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷