PAST HISTORY & SOME VALUABLE INFORMATIONS ABOUT DADRA AND NAGAR HAVELI:-
ভারতের পশ্চিম উপকূলের ( West Coast ) মহারাষ্ট্র ও গুজরাট সীমান্ত জুড়ে দমন গঙ্গা নদীর ( Daman Ganga River ) তীরে ৭০ টি গ্রাম নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল ( Union Territory ) দাদরা ও নগর হাভেলি। পৌছবার রাস্তা গিয়েছে গুজরাটের উপর দিয়ে। ১১ আগস্ট, ১৯৬১ সালে এই জায়গা দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়। অনেক আগে এই দুটি অঞ্চল মারাঠা শক্তির অধিনস্ত ছিল। পর্তুগিজদের সাথে সখ্যতা গড়ার জন্য মারাঠারা ১২০০০ টাকার বিনিময়ে ১৭৭৯ সালে তাদেরকে ইজারা দিয়ে দেন। দীর্ঘদিন পর্তুগিজ শাসনে থাকার জন্য এই স্থানগুলির পরতে পরতে পর্তুগাল বা ডাচ প্রভাব সুস্পষ্ট ভাবে বোঝা যায়।
ভারতের পশ্চিম উপকূলের ( West Coast ) মহারাষ্ট্র ও গুজরাট সীমান্ত জুড়ে দমন গঙ্গা নদীর ( Daman Ganga River ) তীরে ৭০ টি গ্রাম নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চল ( Union Territory ) দাদরা ও নগর হাভেলি। পৌছবার রাস্তা গিয়েছে গুজরাটের উপর দিয়ে। ১১ আগস্ট, ১৯৬১ সালে এই জায়গা দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়। অনেক আগে এই দুটি অঞ্চল মারাঠা শক্তির অধিনস্ত ছিল। পর্তুগিজদের সাথে সখ্যতা গড়ার জন্য মারাঠারা ১২০০০ টাকার বিনিময়ে ১৭৭৯ সালে তাদেরকে ইজারা দিয়ে দেন। দীর্ঘদিন পর্তুগিজ শাসনে থাকার জন্য এই স্থানগুলির পরতে পরতে পর্তুগাল বা ডাচ প্রভাব সুস্পষ্ট ভাবে বোঝা যায়।
এখানে জলাভাব যথেষ্টই আছে। তা সত্ত্বেও চাষবাসই এখানকার প্রধান জীবিকা। যদিও পর্তুগিজ সময় থেকেই কৃষির সাথে সাথে শিল্পও গড়ে উঠতে শুরু করে। সবচেয়ে বড়ো শহর এবং রাজধানী ( Largest & Capital City ) হ'ল সিলভাসা ( Silvassa )। দাদরা, নগর হাভেলি এবং সিলভাসা জুড়ে অনেক কিছুই দেখার আছে। নীচে বিস্তারিত আলোচনা করছি। মোট এলাকা ( Total Area ) বা আয়তন ৪৯০ বর্গকিলোমিটার অর্থাৎ ১৯০ বর্গ মাইল। মোট জনসংখ্যা ( Total Population ) ৩৪৩৫৬৭। জনঘনত্ব ( Population Density ) প্রতি বর্গ কি.মি.তে ৭০০ জন। প্রতি ১০০০ পুরুষে ৭৭৫ জন নারীর বসবাস এখানে ( Sex Ratio of Male & Female )। সাক্ষরতার ( Percentage of Literate People ) হার ৭৭.৬৫%। প্রধান ভাষাসমূহ ( Main Languages ) হ'ল হিন্দি, গুজরাটি, ভিলি এবং ভিলোদি। প্রতি জনের গড় বার্ষিক আয় ( Per Capita / Per Head Yearly Income ) ৩০২৮৮২ টাকা।
Dadra and Nagar Haveli Government Official Site - http://www.collectordnh.gov.in
Travel Tourism Website - http://www.dnh.nic.in/Tourism/Destinations.html
AVERAGE WEATHER OR CLIMATE. WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS UNION TERRITORY:-
এই কেন্দ্রশাসিত অঞ্চলে শীত বা গ্রীষ্ম কোনটারই সেরকম আধিক্য নেই। এই সমস্ত স্থানে সারাবছরই অতি মনোরম আবহাওয়া বিরাজমান। জুন ও জুলাই দুই মাস বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই এই দুই মাস বাদ দিয়ে বছরের যে কোন সময় ভ্রমণে আসুন। খুব সুন্দর উপভোগ করতে পারবেন।
ALL TOTAL LIST OF 7 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-
(i) Akhatrij, (ii) Divasol, (iii) Nariyal Purnima, (iv) Tarpa Festival and Craft Fair, (v) Mansoon Magic Festival, (vi) Children's Film Utsav, (vii) Kite Festival.
কিভাবে যাবেন? How to Reach / Go?
ভারতের যেকোন প্রান্ত থেকে রেলপথে যাওয়ার নিকটতম স্টেশন হল গুজরাটের ভাপী ( Vapi Railway Station, Gujarat )। মুম্বাই সেন্ট্রাল স্টেশন ও গুজরাটের আমেদাবাদ, সুরাট, ভাদোদরা থেকে ঘনঘন বিভিন্ন লোকাল ও এক্সপ্রেস ট্রেন রয়েছে যেগুলো ভাপী স্টেশনে হল্ট করে। আকাশপথে আসতে হলে নিকটবর্তী আমেদাবাদে ও মুম্বাই বিমানবন্দরে নেমে তারপর সড়কপথে জাতীয় সড়ক ধরে গাড়িতে বা বাসে করে অথবা রেলপথে এখানে সহজেই পৌঁছতে পারবেন। সরাসরি নিজস্ব গাড়িতে যদি আসতে চান তাহলে মুম্বাই-আমেদাবাদ ন্যাশনাল হাইওয়ে ধরে সোজা গুজরাট ও মহারাষ্ট্র সীমান্তের কাছে চলে আসুন। তারপর ভাপী ( Vapi ) বা ভিলাড ( Bhilad ) থেকে পূর্ব দিকে রাজ্য সড়কপথে কিছুটা গেলেই সিলভাসাসহ এই কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে সহজেই পৌঁছে যাবেন।
কি কি কিনবেন? What are The Things You Should Buy ( Marketing ) While Traveling in Dadra and Nagar Haveli?
উপজাতিদের হাতে তৈরি কাগজের ব্যাগ, তালপাতা বা পামপাতার মাদুর, বাঁশের তৈরি নানা হস্তসামগ্রী, ধূমপান করার পাইপ ও স্থানীয় পোশাক ইত্যাদি ভ্রমণের স্মৃতিস্বরূপ কিনে নিয়ে আসতে পারেন।
কোথায় থাকবেন? Where to Stay?
ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ভালো ও মাঝারি মানের হোটেল, রেস্টুরেন্ট, লজ, রিসর্ট, গেস্ট হাউস রয়েছে। ওখানে পৌঁছে দরদাম করে সরাসরি বুকিং করে নিন। আর এই সমস্ত ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার জন্য এই পেজের উপরের দিকে দেওয়া Trusted Website Link থেকে ওখানে যাওয়ার আগেই Online Booking করে তারপর যান। আপনার যাত্রা শুভ হোক।
AVERAGE WEATHER OR CLIMATE. WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS UNION TERRITORY:-
এই কেন্দ্রশাসিত অঞ্চলে শীত বা গ্রীষ্ম কোনটারই সেরকম আধিক্য নেই। এই সমস্ত স্থানে সারাবছরই অতি মনোরম আবহাওয়া বিরাজমান। জুন ও জুলাই দুই মাস বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই এই দুই মাস বাদ দিয়ে বছরের যে কোন সময় ভ্রমণে আসুন। খুব সুন্দর উপভোগ করতে পারবেন।
ALL TOTAL LIST OF 7 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-
(i) Akhatrij, (ii) Divasol, (iii) Nariyal Purnima, (iv) Tarpa Festival and Craft Fair, (v) Mansoon Magic Festival, (vi) Children's Film Utsav, (vii) Kite Festival.
এই কেন্দ্রশাসিত অঞ্চলের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN DADRA AND NAGAR HAVELI WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS:-
দেখার জায়গার অভাব নেই দাদরা ও নগর হাভেলি জুড়ে। আর পুরো জায়গাটা জুড়ে কেমন অদ্ভুত মন উদাস করা ভালো লাগা ভাব জড়িয়ে রয়েছে। এখানে ওখানে অলিতে গলিতে পর্তুগিজ শাসনের ইতিহাসের বিভিন্ন নিদর্শন এখনও সেই সময়ের কথা যেন আভাসে ইঙ্গিতে বলে চলেছে। শতাব্দী প্রাচীন চার্চ-গীর্জা, লেডি অফ পিটির পাথরের মূর্তি সত্যিই অসাধারণ। নতুন উদ্যমে নানা দর্শনীয় স্থান ও পর্যটনকেন্দ্র গড়ে তোলা হচ্ছে রাজধানী শহর সিলভাসা ( Silvassa ) ও আশপাশের অঞ্চল জুড়ে। নামটির উৎপত্তিস্থল হলো পর্তুগিজ শব্দ Selva, যার ইংরেজি অর্থ হল Woods and Glades অর্থাৎ কাঠ ও ফাঁকা মাঠ। আর দাদরা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো High Point অর্থাৎ উঁচু স্থান। সিলভাসা শহরটির প্রানকেন্দ্র বলতে বোঝায় সিলভাসা-নারোলি রোড এবং মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলকে। কারণ, বেশিরভাগ নামীদামী হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট, অফিস-দপ্তরের অবস্থান এই চত্বর ও আশপাশের এলাকা জুড়ে। আকারে ছোট হলেও খুবই সুন্দর, পরিচ্ছন্ন, শান্ত শহর এটি। আর একটি বিশেষ বৈশিষ্ট্য হল পুরো নগরী ও তার আশেপাশের অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে প্রচুর সাজানো উদ্যান বা পার্ক। এর মধ্যে প্রধান ইন্দিরা গান্ধী উদ্যান ( Indira Gandhi Memorial Park )। অন্যান্য উল্লেখযোগ্য উদ্যানের মধ্যে রয়েছে খানভেলের প্রজাপতি উদ্যান ( Butterfly Park at Khanvel ), বাণগঙ্গা গার্ডেন ( Vanganga Garden ), সিলভাসা-ভাসনা সিংহ মুক্তাঞ্চল বা সাফারি পার্ক ( Silvassa Vasona Lion Safari Park ), নক্ষত্র গার্ডেন ( Nakshatra Garden ), বাল উদ্যান পার্ক ( Bal Udyan Park ) ইত্যাদি। খানভেল নদীর তীরে ট্যুরিস্ট কমপ্লেক্স ( Khanvel Riverside Tourist Complex ), অতি মনোরম সাজানো উদ্যান বন বিহার ( Van Vihar ), বাণগঙ্গা লেক ও বাগিচা ( Vanganga Lake & Garden ), দামন গঙ্গা ড্যাম ( Daman Ganga Dam ), আইল্যান্ড গার্ডেন। বাস বা অটোতে পুরো সিলভাসা শহরের দর্শনীয় স্থানসমূহ ঘুরে ঘুরে দেখে নিন। এক এক করে Our Lady of Piety Church, Lion Safari Park, পিপারিয়া বন, হিরওয়া বন গার্ডেনস, Zoological Garden অর্থাৎ চিড়িয়াখানা,বনধারা বাগিচা, শিশু বা বাল উদ্যান, দাচা, থাডকেশ্বর, গঙ্গেশ্বর মহাদেব মন্দির ( Gangeshwar Mahadev Temple ), বৃন্দাবন, মধুবন বাঁধ ( Madhuban Dam ), দমন-গঙ্গা নদীতীরে বাণগঙ্গা লেক, বান্দারা উদ্যান। খানবেলে রয়েছে দাদরা বনবিহার ট্যুরিস্ট কমপ্লেক্স। আর এই বন বিহারের ভিতরে আছে কাকতি উদ্যান, উপজাতি সংগ্রহশালা ( Tribal Museum ), মৃগদাব ( Deer Park )। এছাড়াও দাদরা ও নগর হাভেলি জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর সুন্দর পিকনিক স্পট ( Picnic Spots )। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য প্রশংসা পাওয়ার যোগ্য।
অন্যান্য জনবহুল এলাকাগুলি ( Other Localities ) - (i) দাদরা (Dadra), (ii) নারোলি (Naroli), (iii) খারদপাড়া (Kharadpada), (iv) আমলি (Amli), (v) মাসাত (Masat), (vi) রাখোলি (Rakholi), (vii) কুদাচা (Kudacha), (viii) দাপাদা (Dapada), (ix) খাডোলি ( Khadoli), (x) সুরঙ্গি (Surangi), (xi) সেলটি (Shelti), (xii) আঠোলা (Athola), (xiii) গালোন্ডা (Galonda), (xiv) ফালান্ডি (Falandi) ইত্যাদি।
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN DADRA AND NAGAR HAVELI WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS:-
দেখার জায়গার অভাব নেই দাদরা ও নগর হাভেলি জুড়ে। আর পুরো জায়গাটা জুড়ে কেমন অদ্ভুত মন উদাস করা ভালো লাগা ভাব জড়িয়ে রয়েছে। এখানে ওখানে অলিতে গলিতে পর্তুগিজ শাসনের ইতিহাসের বিভিন্ন নিদর্শন এখনও সেই সময়ের কথা যেন আভাসে ইঙ্গিতে বলে চলেছে। শতাব্দী প্রাচীন চার্চ-গীর্জা, লেডি অফ পিটির পাথরের মূর্তি সত্যিই অসাধারণ। নতুন উদ্যমে নানা দর্শনীয় স্থান ও পর্যটনকেন্দ্র গড়ে তোলা হচ্ছে রাজধানী শহর সিলভাসা ( Silvassa ) ও আশপাশের অঞ্চল জুড়ে। নামটির উৎপত্তিস্থল হলো পর্তুগিজ শব্দ Selva, যার ইংরেজি অর্থ হল Woods and Glades অর্থাৎ কাঠ ও ফাঁকা মাঠ। আর দাদরা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো High Point অর্থাৎ উঁচু স্থান। সিলভাসা শহরটির প্রানকেন্দ্র বলতে বোঝায় সিলভাসা-নারোলি রোড এবং মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলকে। কারণ, বেশিরভাগ নামীদামী হোটেল, রেস্তোরাঁ, দোকানপাট, অফিস-দপ্তরের অবস্থান এই চত্বর ও আশপাশের এলাকা জুড়ে। আকারে ছোট হলেও খুবই সুন্দর, পরিচ্ছন্ন, শান্ত শহর এটি। আর একটি বিশেষ বৈশিষ্ট্য হল পুরো নগরী ও তার আশেপাশের অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে প্রচুর সাজানো উদ্যান বা পার্ক। এর মধ্যে প্রধান ইন্দিরা গান্ধী উদ্যান ( Indira Gandhi Memorial Park )। অন্যান্য উল্লেখযোগ্য উদ্যানের মধ্যে রয়েছে খানভেলের প্রজাপতি উদ্যান ( Butterfly Park at Khanvel ), বাণগঙ্গা গার্ডেন ( Vanganga Garden ), সিলভাসা-ভাসনা সিংহ মুক্তাঞ্চল বা সাফারি পার্ক ( Silvassa Vasona Lion Safari Park ), নক্ষত্র গার্ডেন ( Nakshatra Garden ), বাল উদ্যান পার্ক ( Bal Udyan Park ) ইত্যাদি। খানভেল নদীর তীরে ট্যুরিস্ট কমপ্লেক্স ( Khanvel Riverside Tourist Complex ), অতি মনোরম সাজানো উদ্যান বন বিহার ( Van Vihar ), বাণগঙ্গা লেক ও বাগিচা ( Vanganga Lake & Garden ), দামন গঙ্গা ড্যাম ( Daman Ganga Dam ), আইল্যান্ড গার্ডেন। বাস বা অটোতে পুরো সিলভাসা শহরের দর্শনীয় স্থানসমূহ ঘুরে ঘুরে দেখে নিন। এক এক করে Our Lady of Piety Church, Lion Safari Park, পিপারিয়া বন, হিরওয়া বন গার্ডেনস, Zoological Garden অর্থাৎ চিড়িয়াখানা,বনধারা বাগিচা, শিশু বা বাল উদ্যান, দাচা, থাডকেশ্বর, গঙ্গেশ্বর মহাদেব মন্দির ( Gangeshwar Mahadev Temple ), বৃন্দাবন, মধুবন বাঁধ ( Madhuban Dam ), দমন-গঙ্গা নদীতীরে বাণগঙ্গা লেক, বান্দারা উদ্যান। খানবেলে রয়েছে দাদরা বনবিহার ট্যুরিস্ট কমপ্লেক্স। আর এই বন বিহারের ভিতরে আছে কাকতি উদ্যান, উপজাতি সংগ্রহশালা ( Tribal Museum ), মৃগদাব ( Deer Park )। এছাড়াও দাদরা ও নগর হাভেলি জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর সুন্দর পিকনিক স্পট ( Picnic Spots )। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্য প্রশংসা পাওয়ার যোগ্য।
অন্যান্য জনবহুল এলাকাগুলি ( Other Localities ) - (i) দাদরা (Dadra), (ii) নারোলি (Naroli), (iii) খারদপাড়া (Kharadpada), (iv) আমলি (Amli), (v) মাসাত (Masat), (vi) রাখোলি (Rakholi), (vii) কুদাচা (Kudacha), (viii) দাপাদা (Dapada), (ix) খাডোলি ( Khadoli), (x) সুরঙ্গি (Surangi), (xi) সেলটি (Shelti), (xii) আঠোলা (Athola), (xiii) গালোন্ডা (Galonda), (xiv) ফালান্ডি (Falandi) ইত্যাদি।
কিভাবে যাবেন? How to Reach / Go?
ভারতের যেকোন প্রান্ত থেকে রেলপথে যাওয়ার নিকটতম স্টেশন হল গুজরাটের ভাপী ( Vapi Railway Station, Gujarat )। মুম্বাই সেন্ট্রাল স্টেশন ও গুজরাটের আমেদাবাদ, সুরাট, ভাদোদরা থেকে ঘনঘন বিভিন্ন লোকাল ও এক্সপ্রেস ট্রেন রয়েছে যেগুলো ভাপী স্টেশনে হল্ট করে। আকাশপথে আসতে হলে নিকটবর্তী আমেদাবাদে ও মুম্বাই বিমানবন্দরে নেমে তারপর সড়কপথে জাতীয় সড়ক ধরে গাড়িতে বা বাসে করে অথবা রেলপথে এখানে সহজেই পৌঁছতে পারবেন। সরাসরি নিজস্ব গাড়িতে যদি আসতে চান তাহলে মুম্বাই-আমেদাবাদ ন্যাশনাল হাইওয়ে ধরে সোজা গুজরাট ও মহারাষ্ট্র সীমান্তের কাছে চলে আসুন। তারপর ভাপী ( Vapi ) বা ভিলাড ( Bhilad ) থেকে পূর্ব দিকে রাজ্য সড়কপথে কিছুটা গেলেই সিলভাসাসহ এই কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে সহজেই পৌঁছে যাবেন।
কি কি কিনবেন? What are The Things You Should Buy ( Marketing ) While Traveling in Dadra and Nagar Haveli?
উপজাতিদের হাতে তৈরি কাগজের ব্যাগ, তালপাতা বা পামপাতার মাদুর, বাঁশের তৈরি নানা হস্তসামগ্রী, ধূমপান করার পাইপ ও স্থানীয় পোশাক ইত্যাদি ভ্রমণের স্মৃতিস্বরূপ কিনে নিয়ে আসতে পারেন।
কোথায় থাকবেন? Where to Stay?
ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ভালো ও মাঝারি মানের হোটেল, রেস্টুরেন্ট, লজ, রিসর্ট, গেস্ট হাউস রয়েছে। ওখানে পৌঁছে দরদাম করে সরাসরি বুকিং করে নিন। আর এই সমস্ত ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার জন্য এই পেজের উপরের দিকে দেওয়া Trusted Website Link থেকে ওখানে যাওয়ার আগেই Online Booking করে তারপর যান। আপনার যাত্রা শুভ হোক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, Don't Spam.
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷