PAST HISTORY & SOME VALUABLE INFORMATIONS ABOUT JHARKHAND:-
এটি পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তের নবতম প্রতিবেশী রাজ্য। স্বাধীনতার আগে ও পরে এই রাজ্যের কিছু সুন্দর দূষণমুক্ত জায়গাই ছিল বাঙালিবাবুদের হাওয়াবদলের এবং স্বাস্থ্য উদ্ধারের সবচেয়ে পছন্দের জায়গা। ডাক্তারবাবুদের পরামর্শমতো চেঞ্জে যাওয়া বেশিরভাগ জায়গা যেগুলো আগে বিহারের মধ্যে ছিল যেমন - রাঁচি, নেতারহাট, হাজারীবাগ, সারান্ডা, বেতলা ইত্যাদি বর্তমানে এই রাজ্যে অবস্থিত।
এটি পশ্চিমবঙ্গের পশ্চিম সীমান্তের নবতম প্রতিবেশী রাজ্য। স্বাধীনতার আগে ও পরে এই রাজ্যের কিছু সুন্দর দূষণমুক্ত জায়গাই ছিল বাঙালিবাবুদের হাওয়াবদলের এবং স্বাস্থ্য উদ্ধারের সবচেয়ে পছন্দের জায়গা। ডাক্তারবাবুদের পরামর্শমতো চেঞ্জে যাওয়া বেশিরভাগ জায়গা যেগুলো আগে বিহারের মধ্যে ছিল যেমন - রাঁচি, নেতারহাট, হাজারীবাগ, সারান্ডা, বেতলা ইত্যাদি বর্তমানে এই রাজ্যে অবস্থিত।
প্রদেশটি খনিজ ও বনজ সম্পদে যথেষ্টই শক্তিশালী। কয়লা, আকরিক লৌহ, তামা, অভ্রের বিশাল ভান্ডার রয়েছে এখানকার মাটির তলায়। বেশ কয়েকটি উল্লেখযোগ্য অভয়ারণ্যও রয়েছে এই রাজ্যে। প্রায় ৬০% অঞ্চলই অরণ্য ও পাহাড় অধ্যুষিত। কয়েকটি সুন্দর ও বিখ্যাত জলপ্রপাতও আছে। অনেকগুলো বৃহৎ শিল্প-কারখানাও আছে, উদাহরণস্বরূপ - বোকারো স্টিল প্ল্যান্ট, রাঁচি হেভি ইঞ্জিনিয়ারিং, TISCO এবং DVC রয়েছে এখানেই। এছাড়া, কুটিরশিল্প, হস্তশিল্প, মাঝারিশিল্প, ক্ষুদ্রশিল্পও রয়েছে যথেষ্ট পরিমাণে। তাই এই রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদও যথেষ্ট মজবুত। পর্যটনশিল্পেরও যথেষ্ট প্রসার ঘটেছে। দারুণ স্বাস্থ্যকর ও মনোরম নৈসর্গিক শোভার জন্য বিখ্যাত পর্যটকদের অত্যন্ত পছন্দের স্থানগুলি যেমন, শিমুলতলা, জসিডি, দেওঘর, মধুপুর, গিরিডি, জামতারা, মিহিজাম, ঘাটশিলা, গালুডি প্রভৃতি সারাবছরই কমবেশি ভ্রমণার্থীদের ভিড়ে জমজমাট থাকে।
দক্ষিণ বিহারের সমস্ত উপজাতিদের সম্মিলিত মুক্তি মোর্চার ( JMM ) দীর্ঘ ৭০ বছরের আন্দোলনের পর ভারত সরকার, বিহার রাজ্য সরকার এবং মুক্তি মোর্চা নেতাদের ত্রিপাক্ষিক সংগঠন Jharkhand Area Autonomous Council ( JAAC ) - এর যৌথ সুপারিশ অনুসারে উপজাতিদের দেবতাস্বরূপ বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মদিন অর্থাৎ ১৫ই নভেম্বর তারিখে, ২০০০ সালের এই পূণ্যতিথিতে দক্ষিণ বিহার থেকে ভেঙে ১৮টি উপজাতি অধ্যুষিত জেলা নিয়ে গঠিত হয় এই নতুন ঝাড়খণ্ড রাজ্য। এখানে মোট ৩০ ধরনের উপজাতি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এঁদের মধ্যে সাঁওতালরাই বর্ণশ্রেষ্ঠ। রাজধানী ( Capital City ) হ'ল রাঁচি ( Ranchi )। সর্ববৃহৎ শহর ( Largest City ) জামশেদপুর ( Jamshedpur )। মোট আয়তন বা Total Area ৭৯৭১৪ বর্গ কি.মি. বা ৩০৭৭৮ বর্গ মাইল। মোট জনসংখ্যা ( Total Population ) ৩২৯৮৮২০০। জনঘনত্ব ( Population Density ) বা প্রতি বর্গ কি.মি.তে বাস করেন ৪২০ জন। প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা ৯৪৮ ( Sex Ratio of Male and Female )। শিক্ষার হার ( Percentage of Literacy ) প্রায় ৬৮%। মাথাপিছু বার্ষিক রোজগার ( Per Capita / Per Head Yearly Income ) ৭৬০২০ টাকা। এখানকার অধিবাসীদের ঝাড়খন্ডী ( Jharkhandi ) বলে। সরকারি ভাষা ( Official Main Languages ) হিন্দি ( Hindi ) ও ইংরেজি ( English )। অন্যান্য প্রচলিত ভাষাগুলি হল ( Other Languages ) - Angika, Bengali, Bhojpuri, Ho, Kharia, Khortha, Kurmali, Kurukh, Magahi, Maithili, Mundari, Nagpuri, Odia, Santali ( Santhali ) and Urdu.
AVERAGE WEATHER OR CLIMATE:-
গ্রীষ্মকালে ২১° থেকে ৩৮° সেলসিয়াস এবং শীতকালে ৮° থেকে ২২° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করে। বর্ষাকালে স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL:-
বেড়াবার সবচেয়ে ভালো মরশুম হলো অক্টোবর থেকে মার্চ মাস।
AVERAGE WEATHER OR CLIMATE:-
গ্রীষ্মকালে ২১° থেকে ৩৮° সেলসিয়াস এবং শীতকালে ৮° থেকে ২২° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করে। বর্ষাকালে স্বাভাবিক বা কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL:-
বেড়াবার সবচেয়ে ভালো মরশুম হলো অক্টোবর থেকে মার্চ মাস।
Govt. Official Portal -
http://www.jharkhand.gov.in
Tourism Web Address Link -
https://www.jharkhandtourism.gov.in
এরাজ্যে বর্তমানে মোট ২৪ টি জেলা ( Number of Districts is 24 ) আছে। নীচে ৫ টি Divisions এর অন্তর্গত ২৪ টি Districts এবং তার সদর শহরের নাম দিলাম।
Divisions Districts Headquarters
Divisions Districts Headquarters
(1) Palamu - Palamu, - Medininagar
Garhwa,
Latehar.
(2) North
Chotanagpur - Chatra, - Hazaribagh
Hazaribagh,
Koderma,
Giridih,
Ramgarh,
Bokaro,
Dhanbad.
(3) South
Chotanagpur - Lohardaga, - Ranchi
Gumla,
Simdega,
Ranchi,
Khunti.
(4) Kolhan - West Singhbhum, - Chaibasa
Saraikela
Kharsawan,
East Singhbhum.
(5) Santhal
Pargana - Jamtara, - Dumka
Deoghar,
Dumka,
Pakur,
Godda,
Sahebganj,
ALL TOTAL LIST OF 18 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS ( Tribal and Other ) -
1) Holi, 2) Diwali, 3) Ramnavami,4) Dussehra, 5) Basant Panchami, 6) Chhath Puja, 7) Jitiya Bhaiya Dooj, 8) Eid - Ul - Fitr, 9) Eid - Ul - Adha, 10) Muharrum, 11) Karma, 12) Sarhul, 13) Hal Punhya, 14) Bhagta Parab, 15) Rohin, 16) Karam, 17) Bandna, 18) Tusu or Makar.
আপনি যদি কলকাতাবাসী হন তাহলে আপনার জন্য একটি সুখবর হলো খাস কলকাতাতেই ঝাড়খণ্ড পর্যটন দপ্তরের অফিস আছে। যদি ওই রাজ্যে ভ্রমণ করতে উদ্যোগ নিয়ে থাকেন তাহলে নিম্নের অফিস থেকেই আপনি বুকিং সহ অন্যান্য খুটিনাটি সমস্ত ব্যাপারে সঠিকভাবে সাহায্য পেয়ে যাবেন। ঠিকানাটি লিখে রাখুন ( Jharkhand Tourism Offices in Kolkata ):-
Usha Kiran Building, 8th Floor, Flat No. 8A, 12A, Camac Street, Kolkata - 17. Tel - 22820601 / 8697094790 .
আর একটি ট্রাভেল এজেন্সি হ'ল -
Mobile Plaza Tour & Travels.
Tel - 9836468178 / 9831390524
এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, Don't Spam.
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷