PAST HISTORY & SOME VALUABLE INFORMATIONS ABOUT GOA:-
প্রত্যেক বাঙালি তথা ভারতীয়ের ছোটবেলা একটি বিশেষ ভ্রমণমূলক স্বপ্ন থাকে যে জীবনে অন্ততঃ একবার গোয়া ঘুরতে যেতে হবে। সত্যিই সমস্ত গোয়া রাজ্যের নৈসর্গিক শোভা অতুলনীয়। তারসাথে উপরি পাওনা হিসেবে আছে পর্তুগিজদের ফেলে যাওয়া ঐতিহাসিক নিদর্শনসমূহ, হই-হুল্লোড়, সুস্বাদু খাওয়া দাওয়া, জলক্রীড়া ইত্যাদি। সীমানা হিসেবে পশ্চিমে আরব সাগর, পূর্বে গ্রানাইট ও ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত রুক্ষ কঠিন সহ্যাদ্রি পর্বতশ্রেণী, উত্তরে মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলা, দক্ষিণে কর্ণাটকের কারোয়ার জেলা। ম্যাপ অনুসারে এই রাজ্যের আকার অর্ধচন্দ্রের মতো। মূলত কোঙ্কণীরা বাস করে। যাদের গোয়ানিজও ( Goan, Goenkar ) বলা হয়। প্রাচীন আদিবাসী কাসাডিগ এবং আর্যজাতির মিশ্রণের ফলে এই কোঙ্কণীদের ( Konkani ) সৃষ্টি। প্রাচীনভারতে এই স্থানকে গোভাপুরী ( Govapuri ), গোভ ( Gove ) বা গোভারাষ্ট্র ( Govarashtra ) বলা হয়। ১৯৮৭ সালের ৩০শে মে এটি স্বতন্ত্র রাজ্যের মর্যাদা পায়। তার আগে এটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। এর রাজধানী ( Capital City ) পানাজি ( Panaji / Panjim )। বৃহত্তম শহর ( Largest City ) হ'ল ভাস্কো দা গামা ( Vasco Da Gama )।
জেলা ( Districts ) হ'ল দুটি। (১) উত্তর গোয়া ( North Goa )। যা তিন সাবডিভিশনে ( Sub Divisions ) [ যেমন, পানাজি ( Panaji ), মাপুসা ( Mapusa ) এবং বিচোলিম ( Bicholim ) ] এছাড়া পাঁচ তালুক ( Taluks ) [ যেমন, তিসওয়ারি ( Tiswadi ), বারদেজ ( Bardez ), পারনেম ( Pernem ), বিচোলিম ( Bicholim ) এবং সাত্তারি বা ভালপোই ( Sattari / Valpoi ) ] - এ বিভক্ত। তেমনি, (২) দক্ষিণ গোয়া ( South Goa ) পাঁচ সাবডিভিশনে ( Sub Divisions ) [ যেমন, পোন্ডা ( Ponda ), মারমাগাও ( Mormugao ), মারগাও ( Margao ), ক্যুইপেম ( Quepem ), ধারবান্দোরা ( Dharbandora ) ] এবং সাতটি তালুক ( Seven Taluks ) [ যেমন, পোন্ডা ( Ponda ), মারমাগাও ( Mormugao ),সালসেট ( Salcete ), ক্যুইপেম ( Quepem ), কানাকোনা ( Canacona / Chaudi ), সানগুয়েম ( Sanguem ), ধারবান্দোরা ( Dharbandora ) ] - এ বিভক্ত। মোট এলাকা ( Total Area ) বা আয়তন হ'ল ৩৭০২ বর্গ কি.মি. বা ১৪২৯ বর্গ মাইল। মোট জনসংখ্যা ( Total Population ) ১৪৫৮৫৩৭। প্রতি ১০০০ পুরুষে নারী আছেন ৯৭২ জন ( Sex Ratio of Male and Female )। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) ৮৮.৬৫%। সরকারি ভাষা কোঙ্কণী ( Official Language is Konkani )। এছাড়া অন্যান্য প্রচলিত ভাষাগুলি ( Other Languages ) হলো মারাঠি, হিন্দি, ইংরেজি ও পর্তুগিজ। গড় বার্ষিক আয় ( Per Head / Per Capita Yearly Income ) ৪৬৮০০০ টাকা। এই রাজ্যটি প্রধানতঃ অনেকগুলি সুন্দর সুন্দর সমুদ্র সৈকতের ( Beautiful Sea Beaches ) জন্য বিখ্যাত।
AVERAGE WEATHER OR CLIMATE. WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-
মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রচন্ড গরম এড়িয়ে সারা বছরের যে কোন সময়ই এই রাজ্যে ঘুরতে আসতে পারেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ে এখানকার আবহাওয়া থাকে অত্যন্ত মনোরম। আবার, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত বর্ষায় পুরো পশ্চিমঘাট পর্বতমালা সবুজে সবুজে সেজে ওঠে। তাই বর্ষাকালে ভ্রমণে এলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করা অবশ্যই একটি উপরি পাওনা। সত্যিই, গোয়া হলো প্রকৃত অর্থে ভ্রমণপিপাসুদের স্বর্গরাজ্য।
Government of Goa Official Portal -
https://www.goa.gov.in
Tourism Department ( GTDC ) Website -
(1) https://www.goa-tourism.com
(2) http://www.goatourism.gov.in
প্রত্যেক বাঙালি তথা ভারতীয়ের ছোটবেলা একটি বিশেষ ভ্রমণমূলক স্বপ্ন থাকে যে জীবনে অন্ততঃ একবার গোয়া ঘুরতে যেতে হবে। সত্যিই সমস্ত গোয়া রাজ্যের নৈসর্গিক শোভা অতুলনীয়। তারসাথে উপরি পাওনা হিসেবে আছে পর্তুগিজদের ফেলে যাওয়া ঐতিহাসিক নিদর্শনসমূহ, হই-হুল্লোড়, সুস্বাদু খাওয়া দাওয়া, জলক্রীড়া ইত্যাদি। সীমানা হিসেবে পশ্চিমে আরব সাগর, পূর্বে গ্রানাইট ও ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত রুক্ষ কঠিন সহ্যাদ্রি পর্বতশ্রেণী, উত্তরে মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলা, দক্ষিণে কর্ণাটকের কারোয়ার জেলা। ম্যাপ অনুসারে এই রাজ্যের আকার অর্ধচন্দ্রের মতো। মূলত কোঙ্কণীরা বাস করে। যাদের গোয়ানিজও ( Goan, Goenkar ) বলা হয়। প্রাচীন আদিবাসী কাসাডিগ এবং আর্যজাতির মিশ্রণের ফলে এই কোঙ্কণীদের ( Konkani ) সৃষ্টি। প্রাচীনভারতে এই স্থানকে গোভাপুরী ( Govapuri ), গোভ ( Gove ) বা গোভারাষ্ট্র ( Govarashtra ) বলা হয়। ১৯৮৭ সালের ৩০শে মে এটি স্বতন্ত্র রাজ্যের মর্যাদা পায়। তার আগে এটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। এর রাজধানী ( Capital City ) পানাজি ( Panaji / Panjim )। বৃহত্তম শহর ( Largest City ) হ'ল ভাস্কো দা গামা ( Vasco Da Gama )।
জেলা ( Districts ) হ'ল দুটি। (১) উত্তর গোয়া ( North Goa )। যা তিন সাবডিভিশনে ( Sub Divisions ) [ যেমন, পানাজি ( Panaji ), মাপুসা ( Mapusa ) এবং বিচোলিম ( Bicholim ) ] এছাড়া পাঁচ তালুক ( Taluks ) [ যেমন, তিসওয়ারি ( Tiswadi ), বারদেজ ( Bardez ), পারনেম ( Pernem ), বিচোলিম ( Bicholim ) এবং সাত্তারি বা ভালপোই ( Sattari / Valpoi ) ] - এ বিভক্ত। তেমনি, (২) দক্ষিণ গোয়া ( South Goa ) পাঁচ সাবডিভিশনে ( Sub Divisions ) [ যেমন, পোন্ডা ( Ponda ), মারমাগাও ( Mormugao ), মারগাও ( Margao ), ক্যুইপেম ( Quepem ), ধারবান্দোরা ( Dharbandora ) ] এবং সাতটি তালুক ( Seven Taluks ) [ যেমন, পোন্ডা ( Ponda ), মারমাগাও ( Mormugao ),সালসেট ( Salcete ), ক্যুইপেম ( Quepem ), কানাকোনা ( Canacona / Chaudi ), সানগুয়েম ( Sanguem ), ধারবান্দোরা ( Dharbandora ) ] - এ বিভক্ত। মোট এলাকা ( Total Area ) বা আয়তন হ'ল ৩৭০২ বর্গ কি.মি. বা ১৪২৯ বর্গ মাইল। মোট জনসংখ্যা ( Total Population ) ১৪৫৮৫৩৭। প্রতি ১০০০ পুরুষে নারী আছেন ৯৭২ জন ( Sex Ratio of Male and Female )। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) ৮৮.৬৫%। সরকারি ভাষা কোঙ্কণী ( Official Language is Konkani )। এছাড়া অন্যান্য প্রচলিত ভাষাগুলি ( Other Languages ) হলো মারাঠি, হিন্দি, ইংরেজি ও পর্তুগিজ। গড় বার্ষিক আয় ( Per Head / Per Capita Yearly Income ) ৪৬৮০০০ টাকা। এই রাজ্যটি প্রধানতঃ অনেকগুলি সুন্দর সুন্দর সমুদ্র সৈকতের ( Beautiful Sea Beaches ) জন্য বিখ্যাত।
AVERAGE WEATHER OR CLIMATE. WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-
মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রচন্ড গরম এড়িয়ে সারা বছরের যে কোন সময়ই এই রাজ্যে ঘুরতে আসতে পারেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ে এখানকার আবহাওয়া থাকে অত্যন্ত মনোরম। আবার, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত বর্ষায় পুরো পশ্চিমঘাট পর্বতমালা সবুজে সবুজে সেজে ওঠে। তাই বর্ষাকালে ভ্রমণে এলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য চাক্ষুষ করা অবশ্যই একটি উপরি পাওনা। সত্যিই, গোয়া হলো প্রকৃত অর্থে ভ্রমণপিপাসুদের স্বর্গরাজ্য।
Government of Goa Official Portal -
https://www.goa.gov.in
Tourism Department ( GTDC ) Website -
(1) https://www.goa-tourism.com
(2) http://www.goatourism.gov.in
ALL TOTAL LIST OF 15 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-
(1) Goa Carnival, (2) Christmas, (3) Saptah Festival, (4) New Year Celebration, (5) Grape Escapade, (6) Goa Food and Cultural Fest, (7) Cashew and Coconut Fest, (8) Sao Joao, (9) Goa Sunburn Utsav, (10) VH1 Supersonic, (11) Shigmo Festival, (12) Three Kings Feast, (13) Feast of St. Francis Xavier, (14) Bonderam Festival, (15) Vasco Saptah.
এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN GOA WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS :-
পানাজি ( Panaji / Panjim ) - গোয়ার রাজধানী শহর এটি। ঘরবাড়ি, চার্চ, রাস্তাঘাটের ধরন দেখে অনেকে একে পূর্বের লিসবনও ( Lisbon of The East ) বলে থাকেন। দীর্ঘদিন পর্তুগিজ উপনিবেশ থাকার কারণেই পর্তুগালের একটা ধাঁচ লক্ষ করা যায়। প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। আম, কাঁঠাল, নারকেল, কাজু, পাম, দারুচিনি, সুন্দর সমুদ্র সৈকত ও লক্ষাধিক অধিবাসী নিয়ে আরব সাগরের তীরে গর্বের সাথে অবস্থান করছে এই সুন্দর সাজানো ঐতিহাসিক পর্যটনশিল্প কেন্দ্রিক শহরটি। এছাড়া, বছরের প্রত্যেকদিনই পর্যটকদের আনাগোনা লেগে রয়েছে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম নদী মান্ডোভির ( Mandovi River ) দক্ষিণ তীরে উত্তর গোয়ার জেলাসদরও এই পাঞ্জিম। মাকড়সার জালের মতো জলরাশি এই ভূখণ্ডকে ঘিরে রয়েছে। বহুকাল পূর্বে এখানে শুধুমাত্র জেলেরাই বসবাস করতেন। মান্ডোভির অন্য পাড়ে সবুজ পাহাড়ের গায়ে আছে রেইস মাগোস ফোর্ট ( Reis Magos Fort )। অনুমান করা হয় যে এই দূর্গটি ১৫৫১ খ্রিস্টাব্দে তৈরি। ইডালকো প্রাসাদে ( Idalco Palace ) আগে পর্তুগিজ রাজ্যের সেক্রেটারিয়েট দপ্তর ছিল। এখন এখানে পাসপোর্ট অফিস রয়েছে। এর ঠিক উল্টোদিকের প্যালেস স্কোয়ারে ( Palace Square ) রয়েছে আব্বে ফারিয়ার ব্রোঞ্জমূর্তি ( Bronze Statue of Abbe Faria )। খুব কাছেই অবস্থিত ব্রাগাঞ্জা ইনস্টিটিউট ( Braganza Institute )। এখানকার মিউজিয়ামে পর্তুগিজ রাজত্বকালের পেইন্টিং ছবি, ভাস্কর্য, আসবাবপত্র ও অন্যান্য অনেককিছু দেখতে পাবেন। সপ্তাহের সোমবার থেকে শুক্রবার অবধি খোলা থাকে। একই সাথে ইনস্টিটিউট অফ ভাস্কো দ্য গামাও ( Institute of Vasco Da Gama ) অবশ্যই দেখুন। কাছেই রয়েছে জাহাজঘাটা ( Panaji Ferry Terminal )। এখানে যাওয়ার পথে চার্চ স্কোয়ার এলাকা পড়বে। এখানে ভারত সরকারের পর্যটন দপ্তর রয়েছে। আর রয়েছে মিউনিসিপ্যাল পার্ক বা আজাদ ময়দান ( Azad Maidan )। এখানকার Memorial to the Martyrs দেখে নিন। তারপর ঘুরে আসুন বিপরীত দিকের ছোট পাহাড়ের চূড়ায় অবস্থিত সুন্দর স্থাপত্যশৈলীর প্রাচীন ক্যাথলিক গির্জা ( Church of Our Lady of The Immaculate Conception ) থেকে। এই চার্চের সিঁড়ির শিল্পকলাও অপূর্ব। এটি লিসবন হতে আসা নাবিকদের জন্য ১৫৪১ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়।
দাদা বৈদ্য রোডে অবস্থিত অসাধারণ দৃষ্টিনন্দন কারুকার্য মন্ডিত শ্রী মহালক্ষ্মী মন্দিরটিও ( Shree Mahalaxmi Temple, Dada Vaidhya Road ) দেখে নিন। এটি তৈরি করা হয় ১৯১৮ সালে। মহাকরণকে পিছনে ফেলে আকাশবাণী ভবনের দিকে কিছুটা এগুতেই পা রাখবেন অ্যালটিনো পাহাড়ে ( Altinho Hill )। এখনও এখানকার বাড়িঘরে পর্তুগিজ স্থাপত্যশৈলীর ছোঁয়া দেখা যায়। এগুলি গেরুয়া রঙের সাথে ফ্যাকাশে হলুদ, সবুজ বা নীলাভ রঙে রঙিন। দিনদিন বিল্ডিং-এর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ১৯৮৬ খ্রিস্টাব্দে ভারত সফরে এসে তৎকালীন পোপ দ্বিতীয় জন পল এই পাহাড়ের Patriarch Palace-এ অবস্থান করেছিলেন। এই পাহাড় থেকে পুরো শহরের প্যানোরামিক দৃশ্য অসামান্য সুন্দর লাগে। এছাড়া দেখুন (1) Goa Museum, (2) Wax World Museum এবং (3) Archaeological Museum of Goa at Patto আপনার সফরকে সার্থক করতে।
মন্দির, গির্জা ও অন্যান্য স্থাপত্য দর্শনের একঘেয়েমি কাটিয়ে নিতে চলে আসুন ডোনা পাওলা সৈকতে ( Dona Paula Sea Beach )। এই জায়গার একটি করুণ ইতিহাস আছে, যা জানলে আপনি আপনার চোখের জল আটকাতে পারবেন না। যার নামে এই বিচটি তিনি ছিলেন অতীতের কোন এক পর্তুগিজ ভাইসরয়ের মেয়ে। তিনি প্রেমে পড়েছিলেন কোন এক অখ্যাত গ্যাসপার ডায়াস ( Gaspar Dias ) নামের গোয়ানিজ জেলে যুবকের। এতে ডোনার পরিবারের প্রবল আপত্তি ছিল। তাই অগত্যা আরব সাগরের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীকালে এই স্থানের এই নামকরণ হয়। এমনকি স্মৃতিচিহ্ন হিসেবে তাঁর একটি মূর্তিও রয়েছে এখানে। হাতুড়ি আকারের ল্যাটেরাইট পাহাড়ের Dona Paula View Point থেকে অপরূপ সূর্যাস্তের শোভা ও নানা রঙের বর্ণালী প্রত্যক্ষ করলে আপনি আবার এখানে আসতে চাইবেন। নীচের সমুদ্রতট ও সাগরের জলে রয়েছে বিনোদনের নানা পসরা। যেমন, ওয়াটার স্কুটার, ওয়েভ সার্ফিং, পালতোলা ইয়াচ - দেশি নৌকায় জলবিহার, সান বাথ, হার্বাল বডি ম্যাসেজ ইত্যাদি। এখানকার রাস্তাঘাট জুড়ে দিনদিন শহরের পরিধি বেড়েই চলেছে।
এখান থেকে আর একটু উত্তরে এগুলেই পৌঁছে যাবেন ডায়াস সি বিচে ( Dias Sea Beach )। এটিও সুন্দর সাগর সৈকত। আরো প্রায় ১ কি. মি. উত্তরে এগিয়ে গেলেই পরপর দুটি বিখ্যাত ও জনপ্রিয় বালুকাবেলা রয়েছে। প্রথমটি হলো করনজালেম সৈকত ( Caranzalem Beach ) ও দ্বিতীয়টি হল মীরামার সমুদ্রতট ( Miramar Sea Beach )। শহরের একদম লাগোয়া আরব সাগর ও মান্ডোভি নদীর দক্ষিণে পামগাছে ছাওয়া অনিন্দ্যসুন্দর এই সৈকতে না আসলে আপনার গোয়া ভ্রমণই ব্যর্থ হবে। মিহি রুপোলি বালির ২ কিলোমিটার দীর্ঘ এই সাগরবেলা বিশেষ করে সান্ধ্য ভ্রমণ, উৎসব ও শপিং-এর জন্য সুবিখ্যাত। এখান থেকে আগুয়াদা উপসাগর ও ফোর্ট এলাকা ( Aguada Bay ও Fort Area ) দেখা যায়। স্থানীয় কোন গাইড ছাড়া এখানে স্নান করতে যাবেন না। কারণ, জলে চোরাস্রোত রয়েছে। দোকানিদের হৈ-হুল্লোড়ে সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট থাকে এই জায়গা। এখানকার আকর্ষণ আরও বাড়াবার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন, সায়েন্স পার্ক, মিউজিক্যাল ফাউন্টেন, ফিশারিজ অ্যাকোয়ারিয়াম, বৃহৎ ট্যুরিজম হাউস অর্থাৎ যেখানে একই ছাদের তলায় সবকিছু পাওয়া যায়, ১৮ টি তথ্যকেন্দ্র, ১৫ টি হস্তশিল্প এম্পোরিয়াম ইত্যাদি নির্মাণ করা। এছাড়াও, বিভিন্ন বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি, গোয়া ও ভারত সরকারের পর্যটন অফিস আছে পর্যটকদের সুবিধার্থে।
এর খুব কাছেই অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশোনোগ্রাফি সমুদ্র বিজ্ঞানকেন্দ্র ( CSIR - National Institute of Oceanography )। পাশের চড়াই পথ ধরে ৬০০ মিটার উঁচুতে উঠে দেখে আসুন সাগর কিনারায় মান্ডোভি নদীর মোহনার মনোরম পরিবেশের কাবো রাজভবনটি ( Cabo Raj Bhavan )। অনেক আগে পর্তুগিজ ভাইসরয় কাবোর বাসস্থান প্রাসাদ ( Palace of Viceroy Cabo ) ছিল এটি। স্বাধীনতার পর এটি গভর্নরের বাসভবনে পরিণত হয়। কদম্ব বাসস্ট্যান্ড থেকে কিছুক্ষণ বাদে বাদে সিটি বাস মীরামার হয়ে ডোনা পাওলা যাচ্ছে। আবার আপনি ভাস্কো-ডা-গামা ( Vasco Da Gama ) থেকে ফেরি লঞ্চ বা সড়কপথেও সহজে পৌঁছতে পারেন। রেলে করে আসলে আপনি ৩২ কি. মি. দূরের মারগাঁও রেল স্টেশনে ( Madgaon / Margao Railway Junction ) নেমেও এখানে আসতে পারেন। এতো দর্শনীয় স্থান থাকা সত্ত্বেও তবু বেশিরভাগ পর্যটকই পানাজি শহরকে এড়িয়ে সোজা চলে যাচ্ছেন উত্তর বা দক্ষিণ গোয়ায়। হয়তো সঠিকভাবে বিজ্ঞাপন বা মার্কেটিং-এর অভাবেই হয়তো এই ঘটনা ঘটছে।
এই শহরের আর এক আকর্ষণীয় স্থান হলো ডক্টর সেলিম আলি পাখিরালয় ( Dr. Salim Ali Bird Sanctuary )। এই মনোরম স্থানটি Mandovi ও Mapusa River-এর দ্বারা ঘেরা Chorao Island-এর পশ্চিমপ্রান্তে অবস্থিত। এই দ্বীপের ম্যানগ্রোভ অরণ্যে দেশি ও বিদেশি নানা প্রজাতির পাখি দেখা যায়। পাখিরালয়ে ভ্রমণের অনুমতি নিতে হবে Chief Wildlife Warden, Forest Department Office, Junta House, Panaji - এই ঠিকানা থেকে। তারপর Ribandar Ferry Terminal থেকে লঞ্চে বা ভেসেলে করে Chorao Ferry Terminal-এ পৌঁছে এই স্থানে প্রবেশ করতে হবে। শহরের সরকারি ও বেসরকারি নানা ট্রাভেল এজেন্সির যেকোন একটির সাথে চুক্তি করে তাদের মাধ্যমে এখানে ঘুরে আসুন। আর রয়েছে শহরের ১৩ কি. মি. পূর্বে অবস্থিত কারামবোলিম হ্রদ পাখিরালয় ( Carambolim Lake Migratory Bird Sanctuary )। ১২৫ প্রজাতির যাযাবর পাখির বিচরণক্ষেত্র হিসেবে এই জলাশয়ের যথেষ্টই সুখ্যাতি রয়েছে। এর ঠিক পাশ দিয়ে কোঙ্কণ রেলপথ চলে গিয়েছে।
প্রাচীন রেইস মাগোস পর্তুগিজ দূর্গটি ( Reis Magos Fort ) মান্ডোভি নদীর পূর্বে Mandovi Bridge বা Atal Setu থেকে প্রায় ৩ কি. মি. দূরত্বে অবস্থিত। ১৫৫১ খ্রিস্টাব্দে এটি তৈরি করা হয়। বর্তমানে এখানে একটি জেল রয়েছে। ১৫৫৫ সাল নাগাদ নির্মিত গোয়ার সবচেয়ে সুন্দর ও প্রাচীনতম চার্চ বা গির্জাটিও এই দূর্গে রয়েছে। ১৭৭১ খ্রিস্টাব্দে চার্চটির যথেষ্ট সংস্কার হয়েছে। থাকা-খাওয়ার হোটেলও পেয়ে যাবেন।
কনডাকটেড ট্যুর প্যাকেজেস ( Conducted Tour Packages ) - সরকারি ও বেসরকারি ট্রাভেল এজেন্সির বিভিন্ন মানের ও দামের ভ্রমণ প্যাকেজ রয়েছে। আপনার পছন্দের জায়গার তালিকা অনুযায়ী আপনি বেছে নিয়ে নিশ্চিন্তে ঘুরে নিন। খাওয়া, গাইড ইত্যাদি দায়িত্ব ওনারাই যত্ন সহকারে বহন করে থাকেন। আমার পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে গোয়া ট্যুরিজমের নাম। প্যাকেজ ট্যুর সহ ভ্রমণ সংক্রান্ত যেকোন কিছুর জন্য যোগাযোগ করুন এই ঠিকানায় - Goa Tourism Development Corporation Limited ( GTDC Ltd. ), Trionora Apartments, Dr. Alvares Costa Road, Panaji, Goa - 403001, Tel - (0832) 2437132/728/2438515. পাঁচের বেশি বয়সের শিশুদের পুরো ভাড়া লাগবে। ব্যবস্থাপনা যথেষ্টই তারিফ করার যোগ্য। এদের বিখ্যাত প্যাকেজগুলোর কয়েকটি হলো - ব্যাকওয়াটার থ্রিল, কোস্টাল ডিলাইট, হানিমুন স্পেশাল, হেরিটেজ অ্যান্ড হিল রিট্রিট ইত্যাদি। মহারাষ্ট্র পর্যটন দপ্তরও (MTDC) এই ধরনের প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে। এছাড়া, প্রচুর ট্রাভেল এজেন্ট বা এজেন্সি রয়েছে যারা যত্নসহকারে সম্পূর্ণ গোয়া ভ্রমণের বন্দোবস্ত করে থাকেন। সন্ধ্যাবেলায় পাঞ্জিম ফেরি ঘাটের থেকে GTDC ও Goa Sea Travels আলাদা করে জলবিহারের ব্যবস্থা করে থাকেন সানসেট ক্রুজ ও সানডাউন ক্রুজের মাধ্যমে। এই সমস্ত জলযানে আন্তর্জাতিক খ্যাতনামা বাদ্যযন্ত্রী সহযোগিতায় স্থানীয় সঙ্গীতশিল্পীরা এই রাজ্যের লোকসঙ্গীত ও নৃত্যশিল্পীরা লোকনৃত্য পরিবেশন করে থাকেন পর্যটকদের বিনোদনের জন্য। এরসাথে পারলে একবার Santa Monica-র (Ph.- 2226728 ) যাত্রী হয়ে ঘুরে আসুন। সত্যিই দারুণ অভিজ্ঞতা হবে। রয়েছে প্রতি বুধবার, শনিবার ও উৎসবের রাতের ডিনার ক্রুজ। সকাল ও সন্ধ্যায় ঘন্টা তিনেকের সফরে চলে যেতে পারেন মান্ডোভি নদীর ব্যাকওয়াটারে কুমির ও ম্যানগ্রোভ অরণ্যে পাখি দেখতে। যোগাযোগ করে নিন - Crocodile Station ( Contact - 0832 2550334 )। GTDC-র নতুন সংযোজন হলো Santa Lucia House Boat টি। এই সান্তা লুসিয়া হাউস বোটে করে জলপথে রাত্রিবাস, বিনোদনের নানা সুবিধা সহযোগে প্রমোদ ভ্রমণ সেরে নিন। নানারকম ওয়াটার স্পোর্টস যেমন- হোভারক্রাফট, অ্যাকোয়াবাইকস্, রোয়িং, প্যাডেল বোট, প্যারাগ্লাইডিং উপভোগ করুন। এই শহরে গাড়ি ও বাইক ভাড়ায় পাওয়া যায়। কার ড্রাইভিং ও বাইকিং-এর নেশায় মেতে উঠুন।
ভ্রমন সংক্রান্ত যে কোন সমস্যা বা সাহায্যের জন্য যোগাযোগ করার সেরা ঠিকানা ( Please Contact For Any Kind of Travel Related Informations and Help in Panaji ) :-
Directorate of Tourism, Government of Goa, Tourist Home, Patto, Panaji - 403001, Fax - (0832) 2438756, Telephone No. - 2438750.
Tourist Information Counter:-
Name Tel Number
Dabolim Airport 2540031
Margao Railway Station 2715851
Karmali Railway Station 2284090
Santa Monica Jetty 2438754
KTC Bus Terminal 2438329
GTDC Reservation Centre 2424001-03
Mumbai Central Railway Station 022-23086288
Govt. of India Tourist Office,
Communidade Building, Church Sqr. 2223412
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, Don't Spam.
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷