PAST HISTORY & SOME VALUABLE INFORMATIONS ABOUT NAGALAND:-
উত্তর-পূর্ব ভারতের আর একটি সুন্দর ও দূষণমুক্ত রাজ্য নাগাল্যান্ড। এখানকার অধিবাসীদের নাগা বলা হয়। ১৬ উপজাতির দেশ এটি। এদের মধ্যে অঙ্গামিরা শিক্ষাদীক্ষা, ভদ্রতা ও অস্ত্রবিদ্যায় সবার সেরা। এখানকার নারীপুরুষ নির্বিশেষে সকলে দেখতে সুন্দর ও সুঠাম স্বাস্থ্যের অধিকারী। এরা হলো আর্য ও মঙ্গোলিয়ানদের মিশ্রণ। তাই এদের নাক টিকালো এবং গায়ের রঙে লালচে ভাব আছে। এই জায়গা সম্পর্কে মহাভারত মহাকাব্যেও উল্লেখ করা আছে। পান্ডুপুত্র অর্জুন এখানকার নাগকন্যা উলুপীকে বিয়ে করেন। রাজ্যটির প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর, ২০০০ থেকে ১০০০০ ফুট উচ্চতার মধ্যে এর অবস্থান। ধূসর নীলচে পাহাড়শ্রেণী, চারিদিকে ফুটন্ত রঙীন ফুল আর অর্কিড, রংবেরঙের উজ্জ্বল পোশাক পরা নারীপুরুষ এই প্রদেশটিকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে।
উত্তর-পূর্ব ভারতের আর একটি সুন্দর ও দূষণমুক্ত রাজ্য নাগাল্যান্ড। এখানকার অধিবাসীদের নাগা বলা হয়। ১৬ উপজাতির দেশ এটি। এদের মধ্যে অঙ্গামিরা শিক্ষাদীক্ষা, ভদ্রতা ও অস্ত্রবিদ্যায় সবার সেরা। এখানকার নারীপুরুষ নির্বিশেষে সকলে দেখতে সুন্দর ও সুঠাম স্বাস্থ্যের অধিকারী। এরা হলো আর্য ও মঙ্গোলিয়ানদের মিশ্রণ। তাই এদের নাক টিকালো এবং গায়ের রঙে লালচে ভাব আছে। এই জায়গা সম্পর্কে মহাভারত মহাকাব্যেও উল্লেখ করা আছে। পান্ডুপুত্র অর্জুন এখানকার নাগকন্যা উলুপীকে বিয়ে করেন। রাজ্যটির প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর, ২০০০ থেকে ১০০০০ ফুট উচ্চতার মধ্যে এর অবস্থান। ধূসর নীলচে পাহাড়শ্রেণী, চারিদিকে ফুটন্ত রঙীন ফুল আর অর্কিড, রংবেরঙের উজ্জ্বল পোশাক পরা নারীপুরুষ এই প্রদেশটিকে আরও বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে।
এখানকার রাস্তাঘাট ভালো না হওয়ায় যেকোন জায়গায় যেতে দূরত্ব অনুপাতে সময় বেশি লাগে। যানবাহনের সংখ্যাও যথেষ্ট নয়। কিন্তু, পথের চারপাশের অতুলনীয় নৈসর্গিক সৌন্দর্য এই প্রতিবন্ধকতাকেও ভুলিয়ে দেয়।
নাগারা স্বাধীনতার বহু আগে থেকেই ইংরেজভক্ত। তাই প্রায় সবাই খ্রীষ্টান ( Majority is Christian By Religion ) ধর্মাবলম্বী। তাই প্রতিটি গ্রামে গীর্জা দেখা যায়। এরা হিংস্র, সাহসী ও বিশ্বাসী হওয়ার কারণে ইংরেজরা এদের জাপানী সৈন্য তাড়ানোর জন্য ব্যাবহার করেছিলেন। পাশ্চাত্য প্রথায় এদের সমাজজীবন গড়ে উঠলেও এঁরা নিজস্ব সংস্কৃতিকে যথেষ্ট সম্মান করেন এবং তা বজায় রেখেছেন। এখানে চাষ হয় পাহাড়ের ধাপ কেটে ঝুম্ পদ্ধতিতে। বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা এখানে মূল শিল্পের রূপ নিয়েছে। এখানকার বাড়িঘরও তৈরি হয় কাঠ ও বাঁশ দিয়ে।
অতিযত্নে সাজানো ফুলের বাগান রয়েছে প্রতিটি বাড়ির সামনে। এরা একদিকে যেমন যুদ্ধবিদ্যায় পারদর্শী তেমনি আর একদিকে স্বাধীনচেতা, সাহসী, সচ্চরিত্রের ও সত্যবাদী। গলায় হাড়ের গয়না ও হাতের চুড়ি দেখে কে কোন উপজাতি সম্প্রদায়ের তা সহজেই বোঝা যায়। চুরি-ডাকাতির লেশমাত্র নেই নাগা সমাজে। তাই বাঁশের খিল বা কামি দিয়ে ঘরের সদর দরজা আটকে এঁরা নিশ্চিন্তে দূরদূরান্তে চলে যান। সহজসরল জীবনযাপন করেন এনারা। আর অসম্ভব অতিথিপরায়ন মানসিকতার। নারীজাতিকে প্রচন্ড সম্মান করেন। নারী এঁদের কাছে বসুন্ধরার প্রতীক।
যে ১৬টি প্রধান উপজাতি সম্প্রদায় ( 16 Major Tribal Groups ) আছে সেগুলি হল - (1) Angami, (2) Ao, (3) Chakhesang, (4) Chang, (5) Kachari, (6) Khiamniungan, (7) Konyak, (8) Kuki, (9) Lotha, (10) Phom, (11) Pochury, (12) Rengma, (13) Sangtam, (14) Sumi, (15) Yimchunger, (16) Zeme-Liangmai ( Zeliang ).
HOW TO GET ILP & RAP EASILY? IMPORTANT OFFICE ADDRESSES, CONTACT TELEPHONE NUMBERS FOR EMERGENCY, WHEN YOU ARE TRAVELLING IN DIFFERENT PLACES IN NAGALAND / ESSENTIAL ADDRESSES OF GOVT. TOURISM OFFICES FOR ALL TOURISTS:-
নাগাল্যান্ডে যেতে Inner Line Permit ( ILP ) লাগে। ভারতীয়দের এখানে ঘুরতে যেতে কোন নিষেধাজ্ঞা নেই। খুব সহজেই ILP মেলে। নীচে উল্লিখিত আপনার নিকটবর্তী যেকোন একটি ঠিকানায় Voter Identity Card - এর Xerox এবং ৫০ টাকা সমেত নির্ধারিত ফর্মে আবেদন করলে সাত দিন বাদে ফর্মে উল্লিখিত জেলায় ৭ দিন বা দশদিনের জন্য ভ্রমণের অনুমতি মেলে।
(1) Deputy Resident Commissioner, Nagaland House, 11 Shakespeare Sarani, Kolkata - 71, Tel - (033) 22825247 / 1967.
(2) Guwahati. Tel - (0361) 2332158.
(3) Deputy Resident Commissioner, Nagaland House, 29 APJ Abdul Kalam Road, New Delhi. Tel - (011) 23012296.
(4) Mokokchung. Tel - (0369) 2226231.
ভারতীয় যারা মণিপুর ভ্রমণ সেরে নাগাল্যান্ডে ঘুরতে যেতে চান তারা SDO, Imphal - এর কাছ থেকে পারমিট করে নিয়ে সড়কপথে কোহিমা পৌঁছে ওখানকার DC - এর কাছ থেকে নতুন করে ILP করে নিতে পারবেন। আর বিদেশীদের ( For Foreigners ) Restricted Area Permit ( RAP ) - এর জন্য Name, Profession, Date of Birth, Permanent Address, Travel Purpose, Time Duration - সহ বিস্তারিত লিখিত জানিয়ে আবেদন করতে হবে নীচের ঠিকানায় -
[ Secretary, Ministry of Home Affairs, Govt. of India, North Block, New Delhi - 110001. ]
বিদেশিদের সাধারণতঃ ১০ দিন, প্রয়োজনে আরও দশ দিনের অনুমতি মেলে।
রাজধানী ( Capital City ) কোহিমা ( Kohima )। বড়ো শহর ( Largest City ) ডিমাপুর ( Dimapur )। Total Area বা আয়তন হলো ১৬৫৮০ বর্গকিলোমিটার বা ৬৪০১ বর্গ মাইল। মোট জনসংখ্যা ( Total Population ) ১৯৮০৬০০। জনঘনত্ব ( Population Density ) বা প্রতি বর্গ কি.মি.তে বাস করেন ১২০ জন। প্রতি ১০০০ পুরুষ পিছু নারীর সংখ্যা ৯৩১ জন ( Sex Ratio of Male and Female )। প্রধান সরকারি ভাষা ( Official Language ) ইংরেজি। কথোপকথনের ভাষাগুলি হল ( Other Languages ) আও, কোরিয়ার, অঙ্গামিরা, সীমা, লোথাল। কিন্তু, ডিমাপুরে বাংলা ভাষার প্রচলন উল্লেখযোগ্য। মাথাপিছু বার্ষিক রোজগার ( Per Head / Per Capita Yearly Income ) ১০২৫৮০ টাকা।
(1) AVERAGE WEATHER OR CLIMATE. (2) WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-
এই রাজ্যের আবহাওয়া সম্পর্কেও কিছুটা ধারণা থাকা দরকার আছে। এখানে শীতকালে ঠান্ডা এবং বর্ষাকালে বৃষ্টি দুটোই পড়ে অধিক পরিমাণে। ঘুরতে যাবার শ্রেষ্ঠ সময় হ'ল মার্চ থেকে মে মাস আর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। ফেব্রুয়ারির সেক্রেনি উৎসব ঘিরেও পর্যটকদের আগমন ঘটে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা থাকে ১৬° থেকে ৩১° সেলসিয়াসের মধ্যে। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাপমাত্রা থাকে ৪° থেকে ২৫° সেলসিয়াসের মধ্যে। গড় বৃষ্টিপাত ( Average Rainfall ) ২৫০ মি. মি.।
Government Official Portal -
https://www.nagaland.gov.in
Tourism Web Address -
http://www.tourism.nagaland.gov.in
১২টি জেলার ( The Number of Total Districts is Twelve ) নাম হ'ল - (1) Dimapur, (2) Kiphire, (3) Kohima, (4) Longleng, (5) Mokokchung, (6) Mon, (7) Peren, (8) Phek, (9) Tuensang, (10) Wokha, (11) Zunheboto, (12) Noklak.
ALL TOTAL LIST OF 19 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS (Tribal) :-
(1) Sekrenyi ( 25th February ),
(2) Moatsu ( 1st Week in May ),
(3) Sukhruhnye ( 15th January ),
(4) Tsukhenye ( 24th April ),
(5) Naknyulem ( 29th - 31st July ),
(6) Tsokum ( 1st Week October ),
(7) Mimkut ( 17th January ),
(8) Aoleang Monyu ( 1st Week April ),
(9) Bushu ( 27th January ),
(10) Tokhu Emong ( 7th November ),
(11) Monyu ( 1st Week April ),
(12) Yemshe ( 1st Week October ),
(13) Ngada ( 1st Week November ),
(14) Tuluni ( July ),
(15) Amongmong ( 1st Week September ),
(16) Metemniu ( 4th to 8th April ),
(17) Meileinyi ( February ),
(18) Hega ( March),
(19) Chegagadi ( October ),
নাগারা স্বাধীনতার বহু আগে থেকেই ইংরেজভক্ত। তাই প্রায় সবাই খ্রীষ্টান ( Majority is Christian By Religion ) ধর্মাবলম্বী। তাই প্রতিটি গ্রামে গীর্জা দেখা যায়। এরা হিংস্র, সাহসী ও বিশ্বাসী হওয়ার কারণে ইংরেজরা এদের জাপানী সৈন্য তাড়ানোর জন্য ব্যাবহার করেছিলেন। পাশ্চাত্য প্রথায় এদের সমাজজীবন গড়ে উঠলেও এঁরা নিজস্ব সংস্কৃতিকে যথেষ্ট সম্মান করেন এবং তা বজায় রেখেছেন। এখানে চাষ হয় পাহাড়ের ধাপ কেটে ঝুম্ পদ্ধতিতে। বাঁশ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা এখানে মূল শিল্পের রূপ নিয়েছে। এখানকার বাড়িঘরও তৈরি হয় কাঠ ও বাঁশ দিয়ে।
অতিযত্নে সাজানো ফুলের বাগান রয়েছে প্রতিটি বাড়ির সামনে। এরা একদিকে যেমন যুদ্ধবিদ্যায় পারদর্শী তেমনি আর একদিকে স্বাধীনচেতা, সাহসী, সচ্চরিত্রের ও সত্যবাদী। গলায় হাড়ের গয়না ও হাতের চুড়ি দেখে কে কোন উপজাতি সম্প্রদায়ের তা সহজেই বোঝা যায়। চুরি-ডাকাতির লেশমাত্র নেই নাগা সমাজে। তাই বাঁশের খিল বা কামি দিয়ে ঘরের সদর দরজা আটকে এঁরা নিশ্চিন্তে দূরদূরান্তে চলে যান। সহজসরল জীবনযাপন করেন এনারা। আর অসম্ভব অতিথিপরায়ন মানসিকতার। নারীজাতিকে প্রচন্ড সম্মান করেন। নারী এঁদের কাছে বসুন্ধরার প্রতীক।
যে ১৬টি প্রধান উপজাতি সম্প্রদায় ( 16 Major Tribal Groups ) আছে সেগুলি হল - (1) Angami, (2) Ao, (3) Chakhesang, (4) Chang, (5) Kachari, (6) Khiamniungan, (7) Konyak, (8) Kuki, (9) Lotha, (10) Phom, (11) Pochury, (12) Rengma, (13) Sangtam, (14) Sumi, (15) Yimchunger, (16) Zeme-Liangmai ( Zeliang ).
HOW TO GET ILP & RAP EASILY? IMPORTANT OFFICE ADDRESSES, CONTACT TELEPHONE NUMBERS FOR EMERGENCY, WHEN YOU ARE TRAVELLING IN DIFFERENT PLACES IN NAGALAND / ESSENTIAL ADDRESSES OF GOVT. TOURISM OFFICES FOR ALL TOURISTS:-
নাগাল্যান্ডে যেতে Inner Line Permit ( ILP ) লাগে। ভারতীয়দের এখানে ঘুরতে যেতে কোন নিষেধাজ্ঞা নেই। খুব সহজেই ILP মেলে। নীচে উল্লিখিত আপনার নিকটবর্তী যেকোন একটি ঠিকানায় Voter Identity Card - এর Xerox এবং ৫০ টাকা সমেত নির্ধারিত ফর্মে আবেদন করলে সাত দিন বাদে ফর্মে উল্লিখিত জেলায় ৭ দিন বা দশদিনের জন্য ভ্রমণের অনুমতি মেলে।
(1) Deputy Resident Commissioner, Nagaland House, 11 Shakespeare Sarani, Kolkata - 71, Tel - (033) 22825247 / 1967.
(2) Guwahati. Tel - (0361) 2332158.
(3) Deputy Resident Commissioner, Nagaland House, 29 APJ Abdul Kalam Road, New Delhi. Tel - (011) 23012296.
(4) Mokokchung. Tel - (0369) 2226231.
ভারতীয় যারা মণিপুর ভ্রমণ সেরে নাগাল্যান্ডে ঘুরতে যেতে চান তারা SDO, Imphal - এর কাছ থেকে পারমিট করে নিয়ে সড়কপথে কোহিমা পৌঁছে ওখানকার DC - এর কাছ থেকে নতুন করে ILP করে নিতে পারবেন। আর বিদেশীদের ( For Foreigners ) Restricted Area Permit ( RAP ) - এর জন্য Name, Profession, Date of Birth, Permanent Address, Travel Purpose, Time Duration - সহ বিস্তারিত লিখিত জানিয়ে আবেদন করতে হবে নীচের ঠিকানায় -
[ Secretary, Ministry of Home Affairs, Govt. of India, North Block, New Delhi - 110001. ]
বিদেশিদের সাধারণতঃ ১০ দিন, প্রয়োজনে আরও দশ দিনের অনুমতি মেলে।
রাজধানী ( Capital City ) কোহিমা ( Kohima )। বড়ো শহর ( Largest City ) ডিমাপুর ( Dimapur )। Total Area বা আয়তন হলো ১৬৫৮০ বর্গকিলোমিটার বা ৬৪০১ বর্গ মাইল। মোট জনসংখ্যা ( Total Population ) ১৯৮০৬০০। জনঘনত্ব ( Population Density ) বা প্রতি বর্গ কি.মি.তে বাস করেন ১২০ জন। প্রতি ১০০০ পুরুষ পিছু নারীর সংখ্যা ৯৩১ জন ( Sex Ratio of Male and Female )। প্রধান সরকারি ভাষা ( Official Language ) ইংরেজি। কথোপকথনের ভাষাগুলি হল ( Other Languages ) আও, কোরিয়ার, অঙ্গামিরা, সীমা, লোথাল। কিন্তু, ডিমাপুরে বাংলা ভাষার প্রচলন উল্লেখযোগ্য। মাথাপিছু বার্ষিক রোজগার ( Per Head / Per Capita Yearly Income ) ১০২৫৮০ টাকা।
(1) AVERAGE WEATHER OR CLIMATE. (2) WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-
এই রাজ্যের আবহাওয়া সম্পর্কেও কিছুটা ধারণা থাকা দরকার আছে। এখানে শীতকালে ঠান্ডা এবং বর্ষাকালে বৃষ্টি দুটোই পড়ে অধিক পরিমাণে। ঘুরতে যাবার শ্রেষ্ঠ সময় হ'ল মার্চ থেকে মে মাস আর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। ফেব্রুয়ারির সেক্রেনি উৎসব ঘিরেও পর্যটকদের আগমন ঘটে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা থাকে ১৬° থেকে ৩১° সেলসিয়াসের মধ্যে। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাপমাত্রা থাকে ৪° থেকে ২৫° সেলসিয়াসের মধ্যে। গড় বৃষ্টিপাত ( Average Rainfall ) ২৫০ মি. মি.।
Government Official Portal -
https://www.nagaland.gov.in
Tourism Web Address -
http://www.tourism.nagaland.gov.in
১২টি জেলার ( The Number of Total Districts is Twelve ) নাম হ'ল - (1) Dimapur, (2) Kiphire, (3) Kohima, (4) Longleng, (5) Mokokchung, (6) Mon, (7) Peren, (8) Phek, (9) Tuensang, (10) Wokha, (11) Zunheboto, (12) Noklak.
ALL TOTAL LIST OF 19 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS (Tribal) :-
(1) Sekrenyi ( 25th February ),
(2) Moatsu ( 1st Week in May ),
(3) Sukhruhnye ( 15th January ),
(4) Tsukhenye ( 24th April ),
(5) Naknyulem ( 29th - 31st July ),
(6) Tsokum ( 1st Week October ),
(7) Mimkut ( 17th January ),
(8) Aoleang Monyu ( 1st Week April ),
(9) Bushu ( 27th January ),
(10) Tokhu Emong ( 7th November ),
(11) Monyu ( 1st Week April ),
(12) Yemshe ( 1st Week October ),
(13) Ngada ( 1st Week November ),
(14) Tuluni ( July ),
(15) Amongmong ( 1st Week September ),
(16) Metemniu ( 4th to 8th April ),
(17) Meileinyi ( February ),
(18) Hega ( March),
(19) Chegagadi ( October ),
এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com
TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN NAGALAND WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS:-
কোহিমা ( Kohima ):- প্রায় ১৫০০ মিটার উঁচুতে অবস্থিত বৈচিত্র্যে ভরা ইংরেজদের গড়া পাহাড়ি শহর কোহিমা হ'ল এই রাজ্যের সদরদপ্তর। এখানে দর্শনীয় অনেক কিছুই আছে। উত্তর-পূর্বাঞ্চলের এই গুরুত্বপূর্ণ স্থানেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের মুক্তি সংগ্রাম ঘটেছিল জাপানি সহযোগিতায় ও নাগাদের পৃষ্ঠপোষকতায়। এখানকার মূল আকর্ষণ হ'ল কোহিমা ওয়ার সিমেট্রি ( Kohima War Cemetery )। এই কবরস্থানে শায়িত রয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করা মিত্রশক্তির ১৪২১ জন ব্রিটিশ সৈনিক। লুথিয়েনসের নকশায় গড়া এই সিমেট্রির রক্ষনাবেক্ষন ব্রিটিশ কমনওয়েলথের হাতে। রাস্তার অপরপার্শ্বের ডেপুটি কমিশনারের বাংলোর টেনিস কোর্টও যুদ্ধে নিহত ব্রিটিশ সৈন্যদের কবরখানায় পরিনত হয়েছে।
ডাকবাংলো ছাড়িয়ে সামান্য এগোতেই পড়বে কোহিমা বাজার। পথের দুপাশে কাঠের একতলা বাড়ি। এগুলির মাঝে মাঝে আধুনিক বাড়িঘরও রয়েছে। বাড়িগুলোর নীচের তলায় আছে দোকানপাট। এই সমস্ত দোকানে নাগা, বাঙালি, পাঞ্জাবি ও মণিপুরিরা সামগ্রী সাজিয়ে বিক্রি করছে। নাগা দোকানিরা জাতীয় পোশাক পরে দোকানে বসেন। যদিও সংখ্যায় কম এরা। ক্রেতাদের মধ্যে আধুনিক পোশাক পরা নাগাদেরও দেখতে পাবেন। ভিক্ষাবৃত্তি নাগাবাসীরা একদমই পছন্দ করেন না।
স্থানীয় খাদ্য-পানীয় ( Local Foods and Drinks ):- নাগারা সাপ, ব্যাঙ, বাঁদর সবকিছুরই মাংস খান। রাইস বিয়ার অর্থাৎ মদ ও মধু এদের প্রিয় পানীয়। বাঁশের কোঁড় ও মাশরুম এদের প্রিয় খাদ্য। এখানে সেলস এম্পোরিয়ামের বিপরীতে ও সারা শহর জুড়ে প্রচুর খাবার হোটেল রেস্তোরাঁ রয়েছে। এইসব জায়গায় ভারতীয়, চীনাসহ দেশি-বিদেশি ও স্থানীয় জনপ্রিয় খাবারগুলো চেখে দেখতে পারেন।
ছোট পরিকল্পিত শহরটি ধাপে ধাপে গড়ে উঠেছে। সরকারি স্কুল থেকে শহর শুরু হয়ে শেষ হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন পার হয়ে। ৮ থেকে ১০ কিলোমিটারের মতো এর বিস্তৃতি। চাইলে একদিনেই শহরের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি সিটি বাস, অটোরিক্সা অথবা ট্যাক্সিতে চড়ে দেখে নিতে পারবেন। বাজারের পরেই রয়েছে বসতি এলাকা। রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ইনডোর গেমের ব্যবস্থা নিয়ে রয়েছে বেশ কিছু ক্লাব। এই ক্লাবঘরগুলিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসা বিভিন্ন জাতের মানুষের দেখা একসাথে পেয়ে যাবেন। এই পাহাড়ি শহরে শিক্ষকতার কাজে রয়েছেন বাঙালি ও অসমীয়া, প্রতিরক্ষায় পাঞ্জাবিরা। প্রবাসী বাঙালিদের উদ্যোগে এখানে দুর্গাপুজো ও কালীপুজো অনুষ্ঠিত হয়। দেশি-বিদেশি নানা রঙীন ফুলের সমারোহ এই জায়গার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এই শহর তথা সমস্ত রাজ্যের জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর।
মূল শহর থেকে ২ কি. মি. উত্তরে Upper Bayavu Hill-এ নাগা সংস্কৃতির সংগ্রহশালা স্টেট মিউজিয়াম ( Nagaland State Museum ) অবস্থিত। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের হাতে তৈরি সুন্দর সুন্দর মডেলে এখানকার সংস্কৃতির সাথে উপকথা, ইতিহাস ও সমাজজীবনের নিদর্শন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকেল ৩ টার মধ্যে দেখে নেওয়া যায়। চ্যাং কারেন্সির মুদ্রাও প্রদর্শিত হয়েছে এখানে। এই প্রাচীন মুদ্রার সাল-তারিখ সম্পূর্ণ অজানা। এছাড়া, বেসমেন্টে রয়েছে উত্তর-পূর্ব ভারতের জীবজন্তুর প্রদর্শন কক্ষ। এই কক্ষে একটি বাঁকা শিঙের অভিনব মিথুন মূর্তি আছে।
এরপরে চলে আসুন অঙ্গামি নাগাদের গ্রাম কোহিমা ভিলেজ বা বড়াবস্তিতে ( Kohima Village or Barra Basti )। এটি এশিয়ার মধ্যে বৃহত্তম, প্রাচীনতম ও ঘনবসতিপূর্ণ গ্রাম। প্রবেশপথে নাগা সংস্কৃতির ধারক তোরণ হয়েছে। আর আছে চিড়িয়াখানা ( Kohima Mini Zoo )। এখানে এসে মিথুন ও গোল্ডেন লাঙ্গুর দেখে নিতে পারেন। সোমবার ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টা ও দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঢোকা যায়।
আরাদুরা পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে থাকা উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম ক্যাথলিক ক্যাথেড্রাল গীর্জাটি ( Aradura Hill Cathedral Church ) অবশ্যই দেখে নেবেন। লাল টালির ছাদের এই চার্চটির গঠনশৈলী খুব সুন্দর।
এই পাহাড়ি রাজ্যে আধুনিকতার ছোঁয়া লাগলেও নাগারা ঝলমলে জাতীয় সাজসজ্জাই পছন্দ করেন। সমতল ভারতের মানুষদের উপর অনেকের রাগ আছে। তাই ঘুরে ফিরে সূর্যাস্তের আগে হোটেলে ফিরে আসুন।
কোহিমার কয়েক কিলোমিটার দক্ষিণে রয়েছে জাপফু চূড়া ( Japvo Peak )। এর মাথা থেকে শহর ও বরফে মোড়া শ্বেতশুভ্র হিমালয় পর্বতশ্রেণীর শোভা অপরূপ লাগে। এই চূড়ার পিছনের জুকো উপত্যকার ( Dzukou Valley ) দৃশ্যও খুব সুন্দর। বসন্তকালে লিলি ও রডোডেনড্রন ফুলের সৌজন্যে পুরো উপত্যকা আরও রমণীয় হয়ে ওঠে। ট্রেকিং করতে ইচ্ছুক যারা তাঁরা গাইড নিয়ে দিন কয়েকের মধ্যে Khonoma Nature Conservation and Tragopan Sanctuary ট্রেক করে নিতে পারেন।
কিভাবে যাবেন? How to go / reach?
রেলপথে ভারতের যেকোন প্রান্ত থেকে প্রথমে অসমের গুয়াহাটি পৌঁছতে হবে। তারপর ব্রডগেজে করে ডিমাপুরে নেমে সড়কপথে বাসে বা গাড়িতে করে যাওয়া যায়। এছাড়া ইম্ফল, গুয়াহাটি, ডিমাপুর থেকে নিয়মিত বাস সার্ভিস রয়েছে। বিমানে করে আসতে হলে গুয়াহাটি বা ডিমাপুর নেমে তারপর সড়কপথে যেতে হবে। কলকাতা থেকে ডিমাপুর সরাসরি প্লেন সার্ভিস রয়েছে। এখানে নেমে সড়কপথে Kohima যেতে হবে।
কোথায় থাকবেন? Where to Stay?
বাসস্ট্যান্ডের কাছে ও সারা শহর জুড়ে প্রচুর সরকারি ও বেসরকারি লজ, হোটেল, গেস্ট হাউস, রিসর্ট ও রেস্টুরেন্ট আছে। এখানে এসে থাকার জায়গা বুকিং করতে পারেন অথবা অনলাইনে বুকিং করেও আসতে পারেন।
কনডাকটেড ট্যুর পোগ্রাম ( Conducted Tour Programmes ):-
সরকারি ও বেসরকারি ট্রাভেল এজেন্টদের পরিচালনায় বিভিন্ন কনডাকটেড ট্যুর পোগ্রামের আয়োজন করা হয়। City Tour 1-এ Cathedral, War Cemetery, Gurtel Emporium, Local Market, Museum, Secretariat, Kohima Village দেখানো হয়। City Tour 2-এ সন্ধ্যাবেলায় দেখানো হচ্ছে Science College View Point, Cathedral, Kohima Village, Indira Gandhi Stadium, Heritage Building. শহর ঘুরিয়ে দেখানোর পাশাপাশি দিনে দিনে অথবা ১ রাত ২ দিনের নানারকম Village Tour ও Trekking-এ নিয়ে যাচ্ছে Nagaland Tourism Association, Krish Tours and Travels ইত্যাদি ভ্রমণ সংস্থাসমূহ।
মককচুং ( Mokokchung ):- আও নাগা সংস্কৃতির সাথে পরিচয় করতে ইচ্ছুক পর্যটকেরা ১৩২৫ মিটার উঁচু মককচুং-এ একটি রাত কাটিয়ে পরদিন বাসে করে তুয়েনসাং ( Tuensang ) ঘুরে আসতে পারেন। Mokokchung-এর অধিবাসীরা খ্রিষ্টান ধর্মাবলম্বী। বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে শহরের বিস্তার। চাইলে পায়ে হেঁটেও পুরো শহর ঘন্টা তিনেকের মধ্যে বেড়িয়ে নিতে পারেন। বাস স্ট্যান্ডের ডানদিকে রয়েছে Nagaland Sales Emporium. এখানকার বাজারে মেয়েরাই দোকানদার। এই জায়গাটি কমলালেবুর জন্যও যথেষ্ট বিখ্যাত। এখান থেকে Tuensang ছাড়াও আও নাগাদের প্রথম গ্রাম উঙ্গমাও, এছাড়া লংখাম, মোলুঙ্গ ইত্যাদি জায়গা বেড়িয়ে নিতে পারেন। মোলুঙ্গ-এ আছে ১৯৭৬ খ্রিস্টাব্দে গড়া আমেরিকান ব্যাপ্টিস্ট মিশন। কোহিমা, জোড়হাট, ডিমাপুর, ওখা, মরিয়ানি ইত্যাদি শহর থেকে বাসে বা ভাড়ার গাড়িতে করে এই জেলা সদরে চলে আসতে পারেন। নিকটতম রেলস্টেশন হ'ল মরিয়ানি। থাকা-খাওয়ার জন্য রয়েছে শহরের প্রাণকেন্দ্র টাউন পার্কের পাশের সরকারি ট্যুরিস্ট লজ ও ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশকিছু বেসরকারি হোটেল।
ওখা ( Wokha Town ):- এটি ওখা জেলার সদর শহর। খুব সুন্দর ও স্বাস্থ্যকর জায়গা। অপরূপা প্রকৃতির নৈসর্গিক শোভা ছাড়াও এখানে দেখার মতো আরও বেশ কিছু জিনিস আছে। কোহিমা ও মককচুং থেকে সমদূরত্বে অবস্থিত। দূরত্ব প্রায় ৮০ কি. মি.। প্রায় ৬০ কি. মি. দূরে অবস্থিত অসমের ফারকেটিং হ'ল নিকটতম রেলস্টেশন। এখানে লোথা প্রজাতির নাগারা অধিক সংখ্যায় বাস করেন। প্রতি বছর নভেম্বর মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত বর্ণময় লোথা নাচগানের উৎসব Tokhu Emong-এর যথেষ্ট নামডাক আছে। আর রয়েছে এদের তৈরি অত্যন্ত সুন্দর রঙীন নাগা শাল। Wokha বেড়াতে এলে স্মারক হিসেবে কয়েকটি কিনে নিয়ে যেতে পারেন। এখানকার আর একটি গর্বের বিষয় হ'ল Longzu. এটি সামাজিক প্রতিপত্তির প্রতিচ্ছবি স্বরূপ একটি শিলাস্তম্ভ। শিব ও দেবী দুর্গার দুটি প্রাচীন মন্দির রয়েছে এখানে।
জুনহেবোতো ( Zunheboto ):- মককচুং থেকে ৭০ কি. মি. এবং কোহিমা থেকে ১৫০ কি. মি. দূরে ১৮৭৪ মিটার উচ্চতায় ছবির মতো সুন্দর অনুচ্চ এক ঝাঁক টিলার ওপর এই Zunheboto শহরের ব্যাপ্তি। সব মিলিয়ে প্রায় লাখ খানেক সেমা প্রজাতির নাগার বাস। এরা যুদ্ধ ও নাচ-গানে খুবই পারদর্শী হন। এখানে জুলাই মাসে নতুন ফসল তোলার উৎসব টুলুনি খুব আনন্দের সাথে পালন করা হয়। এখানে থাকা-খাওয়ার জন্য একটি সার্কিট হাউজ আছে। জুনহেবোতোতে থাকার জন্য যোগাযোগ করুন (03867) 220338-এই নম্বরে।
তুয়েনসাং ( Tuensang ):- মককচুং থেকে NST বাসে করে এই জেলা সদরে আসতে পারেন। দূরত্ব মাত্র ১০৫ কিলোমিটার। খুব সুন্দর স্বাস্থ্যকর জায়গা। বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন। থাকা-খাওয়ার জন্য Tourist Lodge, Circuit House, PWD Rest House আছে Tuensang-এ। তবে এখানে ঘুরতে আসার আগে Directorate of Tourism, Govt. of Nagaland, A. G. Junction, Kohima - 797001 - এই ঠিকানায় যোগাযোগ করে সর্বশেষ পরিস্থিতি জেনে আসাই উচিত হবে।
মন ( Mon ):- কোহিমা থেকে সকালে বাসে করে গিয়ে মন বেড়িয়ে আবার বিকেলেই ফিরে আসা যায়। প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। এখানে কনিয়াক উপজাতির মানুষেরা বসবাস করেন। কনিয়াকদের মুখের উল্কি, পাখনার টুপি, কানের রিং খুবই আকর্ষণীয়। থাকা-খাওয়ার হোটেলের অভাব রয়েছে। Mon-এ সার্কিট হাউজ ও পি. ডাব্লিউ. ডি.-র রেস্ট হাউস আছে।
ফেক ( Phek ):- কোহিমা থেকে ১৩৫ কি. মি. দূরে এই অনিন্দ্যসুন্দর পাহাড়ি ভ্রমণস্থলটি অবস্থিত। ফেকে প্রধানতঃ চাকাছাঙ প্রজাতির নাগারা বসবাস করেন। এই জায়গাটি মূলতঃ এপ্রিল মাসের Aoling Festival ও নানাবিধ অর্কিডের জন্য বিখ্যাত। Phek-এও হোটেলের যথেষ্ট অভাব রয়েছে। তবে সার্কিট হাউজ ও পি. ডাবলু. ডি.র রেস্ট হাউস আছে।
বাসে করে কোহিমা থেকে ৭০ কি. মি. দূরে অবস্থিত আর এক সবুজে ছাওয়া অতি মনোরম পাহাড়ি শহর ফুটসেরোও ( Pfutsero ) ঘুরে আসতে পারেন। এখানে আপেলের চাষ করা হয়। বেশ কিছু আপেল বাগান রয়েছে।
নাগাল্যান্ড রাজ্যের অন্য পর্যটন আকর্ষণ ( Another Tourist Attraction in Nagaland ):- এই রাজ্যের অন্য প্রধান আকর্ষণ হ'ল এখানকার লোকনৃত্য। সারা বিশ্বজুড়ে যথেষ্ট সুখ্যাতি রয়েছে। তেমনই সারা বছর ধরে উৎসব লেগেই রয়েছে। ফেব্রুয়ারি মাসের শেষভাগে প্রায় ১০ দিন ধরে চলে অঙ্গামি নাগাদের সৌভাগ্যের উৎসব সেক্রেনি। সেমাদের ফসল ভালো হওয়ার উৎসব তুলুনি ৮ই জুলাই থেকে শুরু হয়ে ৫ দিন ধরে চলতে থাকে। আগস্ট মাসে অনুষ্ঠিত হয় আও নাগাদের ফসল কাটার সুনগ্রেম মঙ উৎসব। ডিসেম্বরে পালিত হয় রাজ্যের বৃহত্তম ও জগদ্বিখ্যাত হর্নবিল উৎসব। এতে নিজস্ব উপজাতীয় সজ্জায় বৈচিত্র্যপূর্ণ নাচ-গান-বাজনার ও খাবারের অনুষ্ঠান চলে। এর যথেষ্ট পর্যটন আকর্ষণ আছে। ঠিক এরকম উল্লেখযোগ্য আরও দুটি Festival-এর কথা না বললেই নয়। সেগুলি হলো রাজ্য পর্যটন দপ্তরের ব্যবস্থাপনায় মে মাসে ১০ দিনের সামার ফেস্টিভ্যাল ও অক্টোবরে ১০ দিনের অটাম ফেস্টিভ্যাল। এছাড়াও সবসময় ছোট বড়ো নানা উৎসবে মুখরিত হয়ে রয়েছে গোটা রাজ্য।
ডিমাপুর ( Dimapur ):- কোহিমা থেকে বাসে করে চলে আসুন এই পাহাড়ি রাজ্যের আর এক ব্যস্ত বাণিজ্যিক শহর ডিমাপুরে। এটি সমতলে অবস্থিত। এই শহরে সারা ভারতের সমস্ত রাজ্যের মানুষই দেখতে পাবেন। প্রচুর সংখ্যক বাঙালিও রয়েছে। সারা ভারতের সাথে গুয়াহাটি ও কলকাতা মারফত বিমান ও রেল যোগাযোগ রয়েছে। একমাত্র ফিজো বিমান ঘাঁটি রয়েছে এখানে। অসমের শিবসাগর থেকে ট্রেনে করে এখানে আসা যায়। ইম্ফল থেকে বাসে বা গাড়িতে করে আসতে পারেন। তবে, রবিবার গাড়ির সংখ্যা কম থাকে। নাগাল্যান্ড ও মণিপুর ভ্রমণ করতে হলে একরাত এখানে থাকা উচিত। নাগাল্যান্ড ভ্রমণের পারমিটও পেয়ে যাবেন এই শহর থেকে। অটো বা ট্যাক্সিতে করে শহরের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখে নিতে পারেন। প্যাডেল রিকশাও পেয়ে যাবেন। ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ আছে। অতীতে ১৩ থেকে ১৬ শতকের মধ্যে এটি দিমাসা কাছারিরাজদের রাজধানী ছিল। নাম ছিল হিড়িম্বাপুর। রেল স্টেশনের কাছে প্রাসাদের ধ্বংসাবশেষ, ভীমাকৃতি স্তম্ভ, খিলান দেখে নিন। ১৬ শতকে অহোমরাজাদের হাতে ধ্বংস হয় কাছারিরাজদের রাজ্যপাট। তারপর দেখে নিন ধানসিরি নদী, কিছুটা দূরের চা বাগান, নিউ মার্কেট, নাগা এম্পোরিয়াম।
কিছুটা দক্ষিণে রয়েছে বেবুন ও গিবনের একমাত্র বাসভূমি Ntanki National Park / Ntanki Wildlife Sanctuary. এই অভয়ারণ্যে জঙ্গল সাফারিতে এলে উপরি পাওনা হিসেবে হাতি, শম্বর, মিথুন, ভালুক, বাঘ, উড়ন্ত কাঠবিড়ালিসহ অন্যান্য জীবজন্তু ছাড়াও নানারকম সুন্দর সুন্দর পাখি দেখতে পাবেন।
Dimapur-এ বিভিন্ন মানের ও দামের থাকা-খাওয়ার জন্য প্রচুর হোটেল, লজ, রেস্টুরেন্ট রয়েছে। কাজেই আগে থেকে ঘর বুক করে না এলেও কোন অসুবিধা হবে না। রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের কাছে নাগাল্যান্ড ট্যুরিজমের Tourist Lodge আছে। কাছেই রয়েছে সরকারি সার্কিট হাউস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please, Don't Spam.
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷