বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

[ Top Tourist Spots Jammu Kashmir Tourism ]

SOME VALUABLE INFORMATIONS ABOUT J&K:-

             কাশ্মীরকে বলা হয় ভারতের ভূস্বর্গ। ভারতের সমস্ত ভ্রমণপিপাসুদের সবচেয়ে পছন্দের গন্তব্য ( Most Favourite Travel Destination ) এটি। শীতকালীন রাজধানী ( Winter Capital City ) জম্মু ( November - April ) এবং গ্রীষ্মকালীন রাজধানী ( Summer Capital ) শ্রীনগর ( May - October)। মোট আয়তন বা এলাকা ( Total Area in Square Kilometres ) হ'ল ২২২২৩৬ বর্গ কিলোমিটার। মোট লোকসংখ্যা ( Total Population ) ১২৫৪৮৯২৬ জন ( As Per 2011 Census )। প্রতি ১০০০ পুরুষ পিছু ৮৮৩ জন নারী ( Sex Ratio of Male and Female )। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) ৬৮.৭৪%। প্রধান ভাষা উর্দু ( Main Official Language is Urdu )। অন্যান্য ভাষাসমূহ হ'ল ( Other Languages are ) কাশ্মীরি, লাডাকি, ডোগরি, বালতি, পাঞ্জাবি, হিন্দী ও ইংরেজি। মাথাপিছু বাৎসরিক আয় ( Per Head / Per Capita Average Annual Income ) ৯৪৯৯২ টাকা।

WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-

          বেড়াবার উপযুক্ত সময় হ'ল মার্চের শেষ থেকে অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত। তবে অতি মনোরম আবহাওয়া অনুসারে এপ্রিল, মে, সেপ্টেম্বর ও অক্টোবর মাস হ'ল ভ্রমণের সবচেয়ে সেরা সময়। মে ও জুনে সাধারণ সোয়েটার হলেই যথেষ্ট কিন্তু মরশুমের অন্যান্য সময় মাঝারি উলেন্ এবং শীতে ভারী উলেন্ পোশাকের সঙ্গে ওভারকোট দরকার।

AVERAGE WEATHER OR CLIMATE:-

              গড় বৃষ্টিপাত ( Average Rainfall ) ১০৭ সে. মি.। মাসে মাসে নৈসর্গিক শোভা বদলায়। এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ১৩° থেকে ২৭° সেলসিয়াসের মধ্যে গড় তাপমাত্রা  ( Average Temperature ) ওঠানামা করে। কিন্তু, শীতে থাকে ০° থেকে ১২° সেলসিয়াসের মধ্যে। আর মাঝে মধ্যে তুষারপাতও ( Snowfall ) ঘটে। তখন ধ্বস্ নামে আর প্রচুর প্রাণহানির ঘটনাও ঘটে।

→ এখানকার মোট ২২টি জেলাকে ( Total Number of Districts is 22 ) তিনটি বিভাগে ( Three Divisions ) ভাগ করা হয়েছে।

১) জম্মু বিভাগ ( Jammu Division ) - কাঠুয়া ( Kathua  ), জম্মু ( Jammu ), সম্বা ( Samba ), উধমপুর ( Udhampur ), রিয়াসি ( Reasi ), রাজৌরি ( Rajouri ), পুঞ্চ ( Poonch ), ডোডা ( Doda ), রামবান ( Ramban ), কিষ্টবার ( Kishtwar )।

২)  কাশ্মীর উপত্যকা ( Kashmir Valley Division ) - শ্রীনগর ( Srinagar ), অনন্তনাগ ( Anantanag ), কুলগাঁও ( Kulgam ), পুলওয়ামা ( Pulwama ), সোপিয়ান ( Shopian ), বাড়গাঁও ( Budgam ), গন্ডেরবাল ( Ganderbal ), বান্দিপোরা ( Bandipora ), বারামুলা ( Baramulla ), কুপওয়ারা ( Kupwara )।

৩)  লাদাখ ( Ladakh Region ) - কারগিল ( Kargil ), লেহ্ ( Leh )।

→ IN DETAIL CONTACT ADDRESSES AND FAX/PHONE NUMBERS OF YOUR NEAREST JAMMU AND KASHMIR TOURIST OFFICES. ( ভ্রমণের আগে কোন খোঁজ খবর নিতে যোগাযোগ করতে পারেন )।

[New Delhi - M8, Green Park Extension, ND-16. Ph. (011) 26183958.]
[Mumbai - 25 North Wing, World Trade Centre, Colaba. Tel - (022) 22189040, Fax - 22186172]
[Chennai - 2nd Floor, 36/36-A, North Usman Road. Ph./Fax - (044) 28340958/59]
[Kolkata - 12 Jawaharlal Nehru Road. Ph. - (033) 22285791]
[Jammu - Tel Ph. 91 191 2520409, Fax 2548358]
[Srinagar - Tel Ph. 91 194 2502279, Tel/Fax 2502281]
[Leh - Tel 91 1982 252297/252094, Tel/Fax 91 1982 252297]
[Ahmedabad - Airlines House, 1st Floor, Lal Darwaza, Tel/Fax - (079) 25503551]
[Hyderabad - Chandra Vihar Complex, 5th Floor, Left Wing, MJ Road. Tel/Fax - (040) 24734806]

→HELPLINE & EMERGENCY ENQUIRY / CONTACT TELEPHONE NUMBERS WHEN YOU ARE TRAVELLING IN JAMMU, KASHMIR, LEH AND LADAKH. [ জরুরি অবস্থায় সাহায্যের জন্য  ]

[ The Directorate of Tourism, Jammu Tourist Reception Centre, Vir Marg ( 2548172 ), Railway Station ( 2476078/09419133766 ), Airport ( 2431917 )]
[ J&K Tourism Development Corporation ( JKTDC ) Regional Office - 2579554, Airport Office - 2531433 ]
[ Jammu Tawai Rail Station General Enquiry - ( 2531085/131), Reservation - 2543836(PP) ]
[ Police - 100 ]

Official Website of Tourism Department of Jammu & Kashmir Govt. - https://www.jktourism.jk.gov.in

J & K Govt. Official Portal - https://www.jk.gov.in


ALL TOTAL LIST OF 14 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-

(i) Lohri / Makar Sankranti Fair, (ii) Sri Rama Navami, (iii) Tulip Fest, (iv) Baishakhi ( Baisakhi ), (v) Hemis, (vi) Eid Al Adha, (vii) Eid Ul Fitr, (viii) Shikara ( Shikhara ) Festival, (ix) Sindhu Darshan, (x) Gurez, (xi) Holi, (xii) Purmandal Mela, (xiii) Jhiri Mela, (xiv) Food & Craft Fair etc.

এই কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com

[ TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN JAMMU AND KASHMIR, INDIA WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS. ]

(ক)  জম্মু -             এই রাজ্যের শীতকালীন রাজধানী এবং শ্রীনগরের প্রবেশদ্বার বলা হয় Jammu City - কে। সমতল ও পাহাড় মিলিয়ে  রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বড়ো  বানিজ্যকেন্দ্র। এখানে অনেক কিছু দেখার আছে। একে মন্দির ও দূর্গের  দেশও বলা হয়।  তাওয়াই ও চেনাব নদী ( Tawi and Chenab River ) শহরটিকে ঘিরে রেখেছে। প্রথমেই  বাহু দূর্গের ( Bahu Fort ) প্রসঙ্গে আসা যাক। শহর থেকে মাত্র ৪ কি. মি. দূরে তাওয়়াই নদীর বাম তীরে পাহাড়ের চূড়ায় ডোগরা রাজা বালুলোচনের তৈরি এটি। বাহু রাজাদের এই প্রাচীন দূূর্গে ঢোকার মুখে আকবরের তৈরি মসজিদ, দেবী মহালক্ষ্মীর মন্দির ( Mahalakshmi Mandir ) যাতে দেবী কালীরও মূর্তি রয়েছে। আর নীচে সুন্দর সাজানো বাগান  বাগ - ই - বাহু ( Bahu Fort Park Bag - E - Bahu ) আছে। সন্ধ্যায় এই বাগিচার সুন্দর লাইটিং আপনাকে মুগ্ধ করবেই। এর ঠিক উল্টো দিকে আছে মহারাজা হরি সিং এর মুবারক মান্ডি প্রাসাদ ( Mubarak Mandi Palace )। এই প্রাসাদ থেকে পুরো শহরটিকে খুব সুন্দর লাগে। শহরের উত্তরে রয়েছে রামনগর দূর্গ ( Ramnagar Fort ), গান্ধীভবনে ১৯৫৪ সালে স্থাপিত ডোগরা আর্ট মিউজিয়াম ( Dogra Art Museum ), ১৯০৭ সালে ফরাসি স্থাপত্যশৈলীতে গড়়া অমরমহল প্রাসাদ ( Amarmahal Palace )। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বাসস্ট্যান্ডের বিপরীতে একটি টিলার উপরে আছে রঘুনাথজীর মন্দির ( RaghunathJi Temple )। পাথরের তৈরি রাম - লক্ষণ - সীতার  মূর্তি হলেন এখানকার আরাধ্য দেবতা। আর রয়েছে হাজার শিবলিঙ্গের রাম বীরেশ্বর মন্দির ( Ram Bireshwar Mandir ), রনবীর খাল ( Ranbir Canal ), রাজেন্দ্র উদ্যান ( Rajendra Park ), হরি সিং জেনানা পার্ক ( Hari Singh Jenana Park ) ইত্যাদি দ্রষ্টব্য। সবকটিই শহর ও শহরতলিতে স্থিত। যদি চান তো এখান থেকে ১৩২ কি. মি. পূর্বে হিমাচল প্রদেশের  সীমান্তের কাছে বাসোলীও ( Basoli, Near Himachal Pradesh Border ) ঘুুরে আসতে পারেন। বাসোলী বিখ্যাত চিত্রশিল্পের জন্য। পাঠানকোট ও জম্মু থেকে কটুয়া হয়ে বাস যাচ্ছে।

                   ঘুরে আসতে পারেন জম্মু থেকে সার্ভিস বাসে করে ৮০ কি.মি. পূর্বের মানসর হ্রদ ( Mansar Lake )। যাকে এই রাজ্যের মানস সরোবরও বলা হয়। পাহাড়, পাইন ও দেবদারু বনে ঘেরা ২ কি. মি. পরিসরের মানসর লেকের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। এই লেকের পাড়েই আছে শেষনাগ ( Sheshnaag ), মানসরেশ্বর শিব ( Mansareshwar Shiva ), নৃসিংহদেব ( Nrisinghadev ), দূর্গা ( Durga ) প্রভৃতি দেবদেবীর মন্দির। এছাড়াও আছে ডিয়ার পার্ক ( Deer Park ), এর পান্না সবুজ জলে বোটিং অর্থাৎ নৌ বিহারের ব্যাবস্থা। থাকার জন্য আগে থাকতে যোগাযোগ করুন - J&KTDC - র Resort Mansar, Tel - 2543030; Tourist Hut and Cottage - Hotel Alpine, Kolkata Booking Tel - 22259639. মানসর থেকে বাসে ১৬ কিলোমিটার দূরে আরও এক সুন্দর প্রাকৃতিক হ্রদ সনাসরও ( Sanasar Lake ) বেড়াতে পারেন। এই হ্রদের মাঝে দ্বীপ আছে। থাকার জন্য J&KTDC - এর Resort Sanasar - এ আগে থাকতে বুকিং করে রাখবেন।

এখান থেকে কি কি কিনবেন ? What are The Things You Should Buy ( Marketing ) While Traveling Here?

                     Local Goods Marketing করতে চাইলে সিল্ক ও উলের পোশাক, এমব্রয়ডারি ( Embroidery ) করা ফেরান, উইলো ও ওয়ালনাট কাঠের আসবাবপত্র, আখরোট, বাদাম, নানান শুকনো ফল ( Dry Froots ) কিনতে পারেন Bahut Plaza, Residency Road - এর সরকারি আর্ট এম্পোরিয়াম ( Tel - 2542946 ) এবং জম্মুর বিভিন্ন দোকানপাট থেকে।

কোথায় থাকবেন? Where to Stay? Fooding & Lodging.

                      এখন আসছি থাকা খাওয়া প্রসঙ্গে। Where to Stay and Eat? শুধু রেলস্টেশন, বিমানবন্দর বা বাসস্ট্যান্ডই নয়, সমস্ত জম্মু জুড়ে ছড়িয়ে আছে বিভিন্ন দামের ও মানের হোটেল, লজ থাকা ও খাওয়ার সুবিধা সমেত ( Hotels, Lodges With Fooding and Lodging Facilities )। তবে প্রথমে একটু দরদাম করে নেওয়া উচিত, তাহলে খরচ কিছুটা কমলেও কমতে পারে।   প্রচুর সংখ্যায় আছে, তাই আগে থেকে বুকিং ( Room Booking ) না করলেও চলবে। ৪০০ টাকা থেকে আরম্ভ করে বিভিন্ন দামের রুম পেয়ে যাবেন আপনার সামর্থ্য ও রুচি অনুযায়ী। তবে পিক্ সিজনে এখানে ঘরের অভাব কিছুটা দেখা যায়। তাই একটু সময় হাতে নিয়ে ওখানে পৌঁছে আগেভাগে ঘর বুকিং করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই পেজের উপরের দিকে দেওয়া Trusted Website Link-এর মাধ্যমে বুকিং করতে পারেন।

কিভাবে যাবেন? How to Reach / Go Jammu?

                  মূল শহর থেকে মাত্র ৭ কি. মি. দূরে রেলস্টেশন ও বিমানবন্দর অবস্থিত। দিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগর পর্যন্ত অনেকগুলো বিমান রোজ যাতায়াত। Time Schedule ও Rate হিসাব করে দিল্লি হয়ে বিমানে যেতে পারেন।
                  যদি বাইক, গাড়ি কিংবা বাসে করে যেতে চান তাহলে Delhi এবং চন্ডীগড় হয়ে সড়কপথে যেতে পারেন। Road Condition অত্যন্ত ভালো।

              আর রেলপথে ভারতের যেকোন প্রান্ত থেকে সহজেই এখানে পৌঁছনো যায়। যেমন, কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে আছে জম্মু তাওয়াই এক্সপ্রেস ( Jammu Tawai Express ) ও হাওড়া থেকে হিমগিরি ( Himgiri Express ) এছাড়াও পুজো ও গ্রীষ্মের ছুটিতে কলকাতা থেকে বিশেষ ট্রেনেরও ব্যাবস্থা আছে। পুনে থেকে রয়েছে ঝিলম এক্সপ্রেস ( Jhilam / Jhelum Express ) যা ভুসুয়াল - ভূপাল - আগ্রা - নিউ দিল্লি - আম্বালা হয়ে যাচ্ছে। মুম্বই সেন্ট্রাল থেকে মুম্বাই জম্মু স্বরাজ এক্সপ্রেস কোটা - নিউ দিল্লি হয়ে যায়। ইন্দোর থেকে আছে মালোয়া এক্সপ্রেস। চেন্নাই থেকে আন্দামান এক্সপ্রেস। ম্যাঙ্গালোর থেকে ছাড়ে নবযুগ এক্সপ্রেস। কন্যাকুমারী থেকে ছাড়ে হিমসাগর এক্সপ্রেস - এই রেলপথই হ'ল ভারতের দীর্ঘতম রেলপথ, যার দৈর্ঘ্য ৩৭২৬ কি. মি.। নিউ দিল্লি থেকে ছাড়ে শালিমার এক্স. ও জম্মু - রাজধানী এক্সপ্রেস। গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি হয়ে যাচ্ছে লোহিত এক্স. ও অমরনাথ এক্সপ্রেস। হৃষিকেশ ও হরিদ্বার থেকে আছে হেমকুন্ত এক্সপ্রেস ( Hemkunt Express )। এছাড়াও ভারতের নানা প্রান্ত থেকে থেকে আরো বেশকিছু দূরপাল্লার ট্রেন রয়েছে।