শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

[ Jhilli Birds Sanctuary at Jhargram West Bengal ]

SOME VALUABLE INFORMATIONS ABOUT JHILLI PAKHIRALAYA:-

→       আপনি কি কলকাতার ( Kolkata ) কাছে এমন কোন জায়গা খুঁজছেন যেখানে প্রকৃতির মাঝে নিরিবিলিতে দুই একদিন কাটাতে পারবেন আর তার সাথে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে পিকনিকের ( Picnic ) আনন্দ লুটেপুটে নিতে পারবেন এবং অরণ্যময় পরিবেশে স্বাধীনভাবে ঘুরতে পারবেন? তাহলে ঝাড়গ্রাম ( Jhargram ) জেলার ঝিল্লি পাখিরালয় ( Jhilli Pakhiralaya / Jhilli Birds Sanctuary ) হলো একটি আদর্শ স্থান।

→         এটি বাংলা-উড়িষ্যা বর্ডার ও হাতিবাড়ির খুবই কাছে অবস্থিত। ঝিল্লি নামটার সাথেই কেমন যেন এক নীরবতা এবং বন-জঙ্গল ভাবের গন্ধ জড়িয়ে আছে। হ্যাঁ, নামের সাথে জায়গাটির পরিবেশ ও সৌন্দর্যেরও অদ্ভুত মিল আছে।

WHICH PLACES TO VISIT NEAR THIS SPOT? NEAREST TOURIST ATTRACTIONS / BEST SIGHTSEEING :-

→            চারিদিকে আকাশমনি, আকাশিয়া, শাল, সেগুন, পলাশ ইত্যাদি গাছের বিস্তীর্ণ জঙ্গল। উচুঁ-নীচু লাল-কাকুড়ে ভূমিরূপ। আর আছে এক বিশাল প্রাকৃতিক জলাধার ( Jhilli Dam )। এই জলাধারে শীতকালে উত্তরের শীতকালীন দেশের পরিযায়ী পাখিরা চলে আসে। তখন সে এক দেখার মতো দৃশ্য। সারা জলাশয় জুড়ে শুধু নাম না জানা পাখি আর পাখি। আবার শীত কেটে গেলে ঐ সব পরিযায়ী পাখিরা ( Immigrated Birds ) দল বেঁধে উড়ে উড়ে যে যার নিজের দেশে ফিরে যায়। আর এই জলাধারের পাড়েই আছে গোপীবল্লভপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির দ্বারা নির্মিত ও পরিচালিত অতিথি নিবাস ( Guest House )। এখানে কয়েকটি কটেজ ( Cottage ) আছে। যার প্রতিটির এক দিনের ভাড়া খাওয়া বাদে ৮০০/- টাকা ( ২০১৯ সালের অক্টোবর মাস অনুসারে )। সবকটি ছিমছাম, পরিষ্কার ও সুদৃশ্য। এই চত্বরেই বাচ্চাদের জন্য একটি পার্ক আছে। আরও আছে একটি ওয়াচ-টাওয়ার ( Watch Tower )। যার উপর উঠে আপনি পুরো অঞ্চল এবং ঝিলে চড়ে বেড়ানো পরিযায়ী পাখিদের ভালো ভাবে দেখতে পারবেন। টাওয়ারের মাথায় বসে আপনার একান্ত প্রিয়জনের সাথে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে মনপ্রাণ ভরে উপভোগ করুন। ইচ্ছে করলে ফল ও ফুলের সাজানো গোছানো বাগানেও ঘুরে বেড়াতে পারেন। এ সবকিছু রক্ষনাবেক্ষন করার জন্য কয়েকজন কেয়ারটেকারও আছেন। আপনি এখানে থাকলে এরাই আপনার যত্নআত্তি, রান্নাবান্না সহ সবকিছুরই খেয়াল রাখবেন। বর্তমানে এখানে কোনরকম নিরাপত্তার অভাব নেই। খাবারের জন্য অবশ্য আপনাকে আলাদা দাম দিতে হবে। ঘর ভাড়ার সাথে ধরা থাকে না। যদি আপনি মাছ খেতে চান তাহলে এনারাই জেলে দিয়ে নৌকা করে জলাশয় থেকে মাছ ধরে আনিয়ে রন্ধন করে দেবেন। এই জলাশয়ের মাছ খেতে খুব সুস্বাদু। একবার চেখে দেখলে কেমন হয়? আপনি সচক্ষে মাছ ধরা দেখতে পারবেন।

WHERE TO STAY? PLACES FOR STAYING WITH FOODING AND LODGING:-

→           এখানে ধূমপান এবং মদ্যপানের উপর কোন নিষেধাজ্ঞা নেই। তবে সেটা হতে হবে সুশৃঙ্খল এবং ভদ্রভাবে। যদি এখানে এসে দুই একদিন থাকতে চান এবং পিকনিক করতে চান তাহলে অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন। এখানকার ঠিকানা ( Address ) এবং বুকিং মোবাইল ফোন নম্বর ( Mobile Phone Number ) হলো -
 JHILLI PAKHIRALAYA ( Jhilli Birds Sanctuary )
 BANGABURU S. H. G.
 GOPIBALLAVPUR - 1 PANCHAYAT SAMITY
 JHARGRAM ( W. B. )
Mob. - 9800712622 / 9800574317
এখানে থাকার জন্য অন্য কোন হোটেল ( Hotel ),  লজ ( Lodge ), রিসর্ট ( Resort ), গেস্ট হাউস ( Guesthouse ), হোমস্টে ( Homestay ) পাবেন না। তবে যদি মনে করেন তাহলে ২৩ কি. মি. দূরের গোপীবল্লভপুরে গিয়ে রাত্রি যাপন ( Night Stay ) করতে পারেন।

WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS BEAUTIFUL PLACE:-

→                 বছরের যে কোন সময়ই আপনি ঝিল্লিতে ( Jhilli Pakhiralaya / Jhilli Bird Sanctuary ) আসতে পারেন। তবে যদি আপনি পরিযায়ী পাখি ( Immigrated Birds ) দেখতে আগ্রহী হন বা আপনি কোন পক্ষীবিদ বা পক্ষীপ্রেমী হন তাহলে শীতকালে আসাই পুরোপুরি সঠিক সিদ্ধান্ত হবে।

WHERE IS LOCATED? HOW TO REACH OR GO? TRANSPORTATION BY BIKE / CAR / BUS / TRAIN / AIR LINES:-

→                    এখানে পৌঁছতে গেলে হাতিবাড়ি ফরেস্ট বাংলো মোড়ের ২ কি. মি. আগে হাতিবাড়ি রোডের ( Hatibari Road ) উপর ঝিল্লির মোড় দিয়ে বামহাতি রাস্তা ধরে গ্রাম, জঙ্গল, ঝিল্লি বাঁধ পেরিয়ে আরও ৫ কি. মি. গেলেই অতিথি নিবাস-এর গেটে পৌঁছে যাবেন। পুরো রাস্তাটাই পাকা এবং ঝকঝকে। গোপীবল্লভপুর থেকে মাত্র ২৩ কি. মি. দূরে অবস্থিত। ঝাড়গ্রাম ( Jhargram ) থেকে ৬৫ কি. মি. দূরে এই ঝিল্লি। একবার ঘুরে আসুন আর আপনার মনকে এক অপার্থিব সবুজ শীতল অনুভূতিতে রাঙিয়ে নিন। হাতিবাড়ি থেকে ( From ) ঝিল্লির ( To ) দূরত্ব ( Distance ) মাত্র ( Only ) ৭ কি. মি.। কলকাতা ( Kolkata ) এবং এই স্থানের মধ্যে ( Between ) দূরত্ব ( Distance ) ২০৫ কি. মি.।
                           

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, Don't Spam.

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷