বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

[ Go Hatibari Forest Bunglow-Subarnarekha River]

SOME VALUABLE INFORMATIONS ABOUT HATIBARI:-

→     আপনার কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে চান? তাহলে চলে আসুন কলকাতার ( Kolkata ) খুব কাছে ঝাড়খণ্ড ( Jharkhand ), উড়িষ্যা ( Odisha ) এবং পশ্চিম বাংলার ( West Bengal ) সীমান্ত ঘেঁষা হাতিবাড়িতে। ট্রেনে, বাসে, বাইকে অথবা নিজের চারচাকাতে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে দুই চারদিনের জন্য চলে আসুন অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে ভরা আরণ্যক পরিবেশের হাতিবাড়িতে। এটি বর্তমানে ঝাড়গ্রাম জেলায় অবস্থিত।

→   আপনার সপ্তাহান্তিক ছুটিকে আরো সুন্দর করে তুলবেই এই নির্মল কোলাহল মুক্ত জঙ্গল, টিলা, সুবর্ণরেখা নদী, বন্যজন্তু এবং আদিবাসী সমৃদ্ধ অতি সুন্দর মনোলোভা এই বনাঞ্চল।

WHERE IS LOCATED? HOW TO REACH OR GO? TRANSPORTATION BY BIKE / CAR / BUS / TRAIN / AIR LINES:-

→       কলকাতা ( Kolkata ) ও হাওড়া স্টেশন ( Howrah Station ) থেকে এই স্থানের দূরত্ব মাত্র ২০২ কি. মি.। ট্রেনে করে আসলে হয় আপনাকে খড়গপুর স্টেশন ( Kharagpur Station ) না হয় ঝাড়গ্রাম স্টেশনে ( Jhargram Station ) নেমে সেখান থেকে বাসে করে অথবা গাড়ি ভাড়া করে ফেকোঘাট ( Pheko Ghat ), গোপীবল্লভপুর ( Gopiballavpur ) হয়ে এখানে আসতে হবে। খড়গপুর স্টেশন থেকে দূরত্ব ১০০ কি. মি. এবং ঝাড়গ্রাম স্টেশন থেকে দূরত্ব ৬২ কি.মি.। আপনার আসা যাওয়ার পথের চারধারের দৃশ্যপটও অত্যন্ত মনোমুগ্ধকর। আর যদি নিজের বাইকে বা চারচাকাতে আসেন তবে প্রথমে NH-6, তারপরে NH-60 ধরে প্রথমে কেশিয়ারী ( Keshiary ) তারপর ভসরাঘাটের জঙ্গলকন্যা সেতু ( Jangal kanya Setu on Bhasra Ghat ), নয়াগ্রাম ( Nayagram ), খরিকামাথানীর ( Kharikamathani ) মোড়ের ডানহাতি রাস্তা ধরে সোজা গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়ে পৌঁছে বাম দিকের হাতিবাড়ি রোড ধরে আশুই ( Ashui ) মোড় পেরিয়ে ২০ কি. মি. গেলেই আপনার গন্তব্যে পৌঁছে যাবেন।

→        কিছুটা পাহাড় পাহাড় আরণ্যক পরিবেশের এই জায়গা। গাছগাছালির আড়ালের অচেনা পাখিদের কলকাকলি, দিনের বেলাতেও ঝি ঝি পোকার ডাক, রাতে জোনাকির মোহিনী আলোর খেলা, মনুষ্য বিরলতা, রাতে দূরে বা কাছে হাতি, শেয়াল ও অন্য বন্যপ্রাণীর ডাক, দূর থেকে ভেসে আসা মাদলের দ্রিমি দ্রিমি আওয়াজ আপনার শরীরে ও মনে এক আদিম অনুভূতি এনে দেবে। এই রিজার্ভ ফরেস্টে সাধারণতঃ শাল, পিয়াল, সেগুন, ইউক্যালিপটাস, আকাশমনি গাছ দেখা যায়। স্থানীয় আদিবাসীদের কাছে শুনেছি জঙ্গলের মধ্যে কোথাও কোথাও নাকি চন্দন গাছ দেখতে পাওয়া যায়।

WHERE TO STAY? PLACES FOR STAYING WITH FOODING AND LODGING:-

→          এখানে থাকার জন্য যে একমাত্র ফরেস্ট বাংলোটি আছে সেটিও দেখার মতো। এই বাংলোর ঠিক নীচ দিয়েই বয়ে চলেছে সুন্দরী স্রোতস্বিনী সুবর্ণরেখা ( Subarnarekha River )। আপনি চাইলে নৌকা ভাড়া করে নদীর বুকে আপন খেয়ালে ভেসে বেড়াতে পারেন। এই নদীতে প্রচুর মাছও পাওয়া যায়। ছিপ্  জোগাড় করে মাছ ধরতে পারেন। আবার স্থানীয় জেলেদের মাছ ধরাও দেখতে পারেন। আপনি চাইলে এবং খরচ করলে আপনার মনোরঞ্জনের জন্য সন্ধ্যায় ক্যাম্প ফায়ার, বার-বি-কিউ এবং আদিবাসী নৃত্যেরও ব্যবস্থা করে দেবেন বাংলোর ভারপ্রাপ্ত কর্মীরা। চাঁদনী রাতের হাতিবাড়ি আরো মায়াবী রূপ ধারণ করে। আমার নিজের বিশ্বাস আপনি বহু বছর ধরে সেই স্মৃতি বারবার রোমন্থন করবেন এবং এখানে আরও একটি বার অন্ততঃ আসতে চাইবেন। এর ১ কি. মি.-র মধ্যে অবস্থিত বাংলা - উড়িষ্যা সীমান্তের সদাব্যস্ত চেকপোস্ট জামশোলা ( Jamshola )। জামশোলাতে ভালো মানের হোটেল, দাবা, দোকানপাট পাবেন। তবে ফরেস্ট বাংলোর খাবারের স্বাদ ও মান মনে রাখার মতো। হাতিবাড়ি ফরেস্ট বাংলোয় ( Hatibari Forest Bunglow ) এসে কয়েক দিন থাকতে গেলে আগে থেকে এই নীচের ঠিকানায় অনলাইন বুকিং করে আসাই ভালো।
For Online Booking  -
DFO, Midnapore West, Jhargram - 721507, Phone - 03221 255010 .
কারণ, ফরেস্ট বাংলো ছাড়া আর কোন হোটেল ( Hotel ), লজ ( Lodge ), রিসর্ট ( Resort ), গেস্ট হাউস ( Guest House ) বা হোমস্টে ( Homestay ) পাবেন না।

WHICH PLACES TO VISIT NEAR THIS SPOT? NEAREST TOURIST ATTRACTIONS / BEST SIGHTSEEING :-

→           এর নিকটবর্তী অন্যান্য দর্শনীয় স্থান, যেগুলো এককথায় অনবদ্য এবং যা আপনি চাইলে এই এক Tour Programme - এই ঘুরে নিতে পারেন, সেগুলোর কয়েকটির হাতিবাড়ি ( Hatibari ) থেকে দূরত্ব সমেত তুলে ধরলাম -

(১) ঝিল্লি পাখিরালয় ( Jhilli Dam Pakhiralaya or Jhilli Bird Sanctuary )। দূরত্ব মাত্র ১০ কি. মি.।

(২) গোপীবল্লভপুর ( Gopiballavpur )। দূরত্ব ২০ কি. মি.।

(৩) রামেশ্বর মন্দির ( Rameshwar Temple )। দূরত্ব ৩৫ কি. মি.।

(৪) তপোবন আশ্রম ( Tapoban Ashrama )। মাত্র ৩৫ কি. মি.।

(৫) কেন্দুগেরিয়া ( Kendugeria )। পদ্ম ও শালুক ফুলের বিশাল পুকুরের জন্য বিখ্যাত ( Famous For Beautiful Lotus Pond )। ২৬ কি. মি. মাত্র।

(৬) বারিপদা ( Baripada in Odisha )

(৭) বাংরিপোশি ( Bangriposhi, Odisha )

(৮) সিমলিপাল ( Simlipal Tiger Reserve Forest, Odisha)

WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS BEAUTIFUL PLACE:-

→            এখানে সারা বছরই আসা যায়। কারণ, এক এক ঋতুতে এখানকার প্রকৃতি এক এক রূপের - গন্ধের অধিকারিণী হন। তার চাক্ষুষ এবং মানসিক স্বাদও এক এক ধরনের ও বর্ণনাতীত আবেগময়। তবে হ্যাঁ, যদি আপনি খুব একটা সাহসী এবং খুব একটা অভিযান প্রিয় না হন তাহলে বর্ষাকালের সময় বাদ দিয়ে অন্য যেকোন ঋতুতে আসুন। হাতিবাড়ি ( Hatibari ) আপনার অপেক্ষায় আছে।

Distance By Road -

1) Distance From Balasore ( Odisha ) is 102 K. M.

2) Distance Between Kharagpur and This Place is 67 K. M. 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, Don't Spam.

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷