বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

[ Wonderful Places to Tour Punjab Tourism ]

PAST HISTORY & SOME VALUABLE INFORMATIONS ABOUT PUNJAB:-

               পাঞ্জাব শব্দটির উৎপত্তি দুটি ফার্সি শব্দ থেকে। Panj বা পাঞ্জ্ মানে পাঁচ এবং Aab বা আব্ অর্থ হ'ল জল। এখানকার আদি বাসিন্দাদের বলা হয় পাঞ্জাবি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পাঞ্জাবিদের নাম স্বর্ণাক্ষরে চিরকাল লেখা থাকবে। এই রাজ্যের প্রধান ধর্ম শিখ। যার প্রবর্তক হলেন গুরু নানক। স্বতন্ত্র রাজ্যের স্বীকৃতি পায় ১৯৩৭ খ্রিস্টাব্দে। ৫ সংখ্যাটি পাঞ্জাবিদের কাছে অতি পবিত্র। সেই অনুযায়ী Five Kakkars হ'ল পুরুষদের অবশ্যই ধারণযোগ্য । এগুলি হল Kesh ( কেশ বা চুল ), Kanga ( কাঠ বা হাড়ের চিরুনি ), Kachchha ( কাচ্ছা বা পাগড়ি ), Kara ( স্টিলের কঙ্গন বা বালা ), Kirpan ( কৃপাণ বা অস্ত্র )। পুরুষদের পোশাক লুঙ্গি ও পাঞ্জাবি। মেয়েদের পোশাক শালোয়ার কামিজ, ব্যাগি ট্রাউজার্স এবং ওড়নি বা দুপাট্টা।

             রাজধানী চন্ডীগড় ( Capital City is Chandigarh )। সবচেয়ে বড়ো শহর লুধিয়ানা (  Largest City is Ludhiana )। মোট আয়তন ( Tatal Area ) ৫০৩৬২ বর্গ কি. মি. ( ১৯৪৪৫ বর্গ মাইল )। মোট জনসংখ্যা ২৭৭০৪২৩৪ ( Total Population as Per 2011 Census )। প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা ৮৯৩ জন ( Men and Women Sex Ratio )। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) ৭৬.৬৮%। প্রধান ভাষা পাঞ্জাবি ( Main Language is Punjabi )। মাথাপিছু গড় বাৎসরিক রোজগার ( Per Head / Per Capita Average Yearly Income ) ১৫৪৬০০ টাকা। প্রধান জনপ্রিয় লোকনৃত্য ( Folk Dance ) হলো ভাংরা ( Bhangra ) এবং গিদ্ধা ( Giddha )। Symbolic Bird বা পাখি বাজ ( Baaz বা Hawk )। কৃষি ও শিল্পে সারা দেশে এই রাজ্যের উল্লেখযোগ্য ভূমিকা আছে। এখানকার ঐতিহাসিক দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যেরও কোন তুলনা হয় না। বেশিরভাগ এলাকা সমতল হলেও উত্তর-পূর্ব দিকে রয়েছে শিবালিক পাহাড়।

WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-

                   সারা বছরই ভ্রমণ করা যায় এই রাজ্যে। তবে,  যদি জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষাকালের সময় এবং গ্রীষ্মকালের প্রচন্ড গরম বাদ দিয়ে ভ্রমণ করতে চান তাহলে অক্টোবরের শুরু থেকে মার্চ মাসের শেষ সপ্তাহ অবধি সময়সীমাই সবচেয়ে সেরা বা উপযুক্ত।

AVERAGE WEATHER OR CLIMATE:-

                ঠান্ডা ও গরম দুইয়েরই প্রাবল্য রয়েছে এখানে। মে-জুন মাসে দিনে তাপমাত্রা ৫০° সেলসিয়াসেও উঠে যায়। আবার নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ০° সেলসিয়াসের উপর-নীচে তাপমাত্রা ওঠানামা করে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে এখানে বর্ষাকাল।

Government of Punjab, India Official Website - http://www.punjab.gov.in

Punjab Tourism Official Web Portal - http://www.punjabtourism.gov.in

              মোট জেলার সংখ্যা ( Total Number of Districts is 22 ) ২২ টি। এগুলি হল - (1) অমৃতসর ( Amritsar ), (2) বার্নালা ( Barnala), (3) ভাটিন্ডা ( Bathinda ), (4) ফরিদকোট ( Faridkot ), (5) ফতেগড় সাহিব ( Fatehgarh Sahib ), (6) ফিরোজপুর ( Firozpur ), (7) ফাজিলকা ( Fazilka ), (8) গুরদাসপুর ( Gurdaspur ), (9) হোসিয়ারপুর ( Hoshiarpur ), (10) জলন্ধর ( Jalandhar ), (11) কাপুরথালা ( Kapurthala ), (12) লুধিয়ানা ( Ludhiana ), (13) মনসা ( Mansa ), (14) মোগা ( Moga ), (15) শ্রী মুক্তসার সাহিব ( Sri Muktsar Sahib ), (16) পাঠানকোট ( Pathankot ), (17) পাটিয়ালা ( Patiala ), (18) রূপনগর ( Rupnagar ), (19) সাহিবজাদা অজিত সিং নগর ( Sahibzada Ajit Singh Nagar ), (20) সাঙ্গরুর ( Sangrur ), (21) শহিদ ভগৎ সিং নগর ( Shahid Bhagat Singh Nagar ), (22) তারণ তারণ ( Taran Taran )।

ALL TOTAL LIST OF 40 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-

(I) Buddha Jayanti, (ii) Christmas, (iii) Holi, (iv) Lohri / Makar Sankranti, (v) Maghi Purnima, (vi) Basant Kite Festival, (vii) Vaisakhi, (viii) Teeyan, (ix) Diwali, (x) Dussehra, (xi) Rama Navami, (xii) Bandi Chhor Divas, ( xiii) Rakhi ( Raksha Bandhan ), (xiv) Eid-Ul-Adha, (xv) Eid-Ul-Fitr, (xvi) Eid-e-Milad-Un-Nabi, (xvii) Muharram, (xviii) Mela Chiragan, (xix) Rath Yatra Nabha, (xx) Hola Mohalla, (xxi) Baba Bakala, (xxii) Baisakhi National Fair, (xxiii) Birthday of Guru Nanak Dev Sahib, (xxiv) Dera Baba Nanak Gurdaspur, (xxv) Gurudwara Fatehgarh Sahib Jor Mela, (xxvi) Gurudwara Nanaksar Jagraon, (xxvii) Gurudwara Thumb Sahib of Maghi Kartarpur, (xxviii) Guru Gobind Singh Jayanti, (xxix) Guru Gobind Singh's Birthday, (xxx) Harballabh Sangeet Sammelan, (xxxi) Ludhiana Jarag Mela, (xxxii) Martyr's Day, (xxxiii) Prof. Mohan Singh Mela Ludhiana, (xxxiv) Mukatsar Maghi Fair ( Sri Muktsar Sahib ), (xxxv) Rauza Sharif of Sirhind Fatehgarh Sahib, (xxxvi) Rose Festival in Chandigarh, (xxxvii) Kila Raipur Sports Festival, (xxxviii) Guru Ramdas Jayanti, (xxxix) Sri Guru Granth Sahib, (xxxx) Baba Sodal Mela etc.

এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com


[ TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN PUNJAB, INDIA WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS. ]

(ক) চন্ডীগড় -       এটি একটি  কেন্দ্রশাসিত অঞ্চল এবং পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যের রাজধানী। অনেকগুলি সেক্টরে ভাগ করা এই শহর। প্রতিটি সেক্টরের মধ্যে বাস, অটো, রিকশা, ট্যাক্সির মাধ্যমে যোগাযোগ আছে। এখানকার দর্শনীয় স্থানগুলির মধ্যে যেগুলি প্রধান সেগুলি হলো সেক্রেটারিয়েট ভবন, উচ্চ ন্যায়ালয় বা মহাকরণ, বিধানসভা, স্টেট লাইব্রেরি, সুপার বাজার, শুকনা লেক, শান্তিকুঞ্জ, মুুুুনলাইট গার্ডেন, বোগেনভিলা গার্ডেন, রাজেন্দ্র পার্ক, মিউজিয়াম, বিশ্ববিদ্যালয়, রোজ গার্ডেন,  লিনিয়ার বা লেজার পার্ক, শহীদ স্মারক, জিওমেট্রিক হল, টাওয়ার অব্ শ্যাডো ইত্যাদি। খুবই সুন্দর, পরিষ্কার ও সাজানো গোছানো শহর হওয়ার কারণে UNESCO - এর ওয়ার্ল্ড হেরিটেজ সিটির শিরোপা পেয়েছে।  সিটি সেন্টার বা  সেক্টর ১৭ হ'ল মূল প্রানকেন্দ্র। এখানে আছে জেলা সদর, ISBT Bus Terminus, শপিং সেন্টার, প্যারেড গ্রাউন্ড, ব্যাঙ্ক, জেলা আদালত প্রভৃতি। এই শহর দিনের থেকে রাতে আরও বেশি সুন্দর লাগে। বিভিন্ন রঙের  আলোয় আলোকিত রাস্তা, বাড়ি, ফোয়ারা ও পার্কগুলি শহরের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে।

                      চণ্ডীগড়ের রক গার্ডেন ( Rock Garden of Chandigarh ) পর্যটন মানচিত্রে এক অনন্য স্থান করে নিয়েছে। ১০ হেক্টর জমির উপরে সেক্টর ১ - এ শহরের উত্তরে শুকনা লেকের পাশে এই অদ্ভুত সুন্দর যাদুপুরী গড়ে তোলা হয়েছে। এর স্রষ্টা হলেন PWD Road Inspector  নেক চাঁদ। শহরের জঞ্জাল, নদী নালা থেকে পাওয়া বিভিন্ন জিনিসের সাথে শিবালিক পাহাড়ের রঙীন নুড়িপাথর দিয়ে সাজিয়ে এই Fantasy of a Lost Kingdom গড়ে তোলা হয়েছে। মুক্তাঙ্গন থিয়েটার ও মিউজিয়াম, কৃত্রিম জলপ্রপাত, দরবার হল, প্যাভিলিয়ন রয়েছে এই Rock Garden - এ। বাইরে থেকে সেরকম আকর্ষণীয় না হলেও টিকিট কেটে ভিতরে ঢুকলে তারিফ তো করবেনই এমনকি সহজে বেরোতেও চাইবেন না। এর ঠিক পাশেই রয়েছে কৃত্রিম হ্রদ শুকনা লেক ( Sukhna Lake )। ৩ কি. মি. দৈর্ঘ্যের এই Sukhna Lake - এ শহরের স্থায়ী বাসিন্দারা এবং পর্যটকেরা সকাল ও সন্ধ্যা বেলায় হাঁটতে আসেন। শীতকালে দেশান্তর থেকে আসা পরিযায়ী পাখিরা ( Immigrated Birds ) এই হ্রদের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। বিভিন্ন বিনোদনেরও যেমন, বোটিং, রোয়িং, স্কেলিং, সেইলিং ও ওয়াটার স্কিয়িং এর ব্যাবস্থা আছে এখানে। এগুলো সোমবার বন্ধ থাকে।

                শহরের উত্তর-পূর্বে আছে দুধসাদা চন্ডীদেবীর মন্দির ( Chandidevi Temple )। শুকনা লেক থেকেই এই মন্দিরের চূড়া দেখা যায়। এই চন্ডী মাতার মন্দিরের ( Chandi Mata Mandir, Chandigarh ) নামেই এই শহরের নামকরণ হয়েছে। শহর থেকে এই মন্দির পর্যন্ত বাস সার্ভিস চালু আছে।

                     আর এক আকর্ষণীয় দ্রষ্টব্য হলো পাঞ্জাব ও হরিয়ানা উভয় প্রদেশের সেক্রেটারিয়েট ( Secretariat ), হাইকোর্ট ( High Court ) এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি ( Legislative Assembly ) বিল্ডিং ত্রয়ী। চিরাচরিত ধারার বদলে নানান আঙ্গিকে তৈরি করা এই তিন স্থাপত্য শহরের গর্ব। শুধু এই তিনটিই নয় এখানকার প্রতিটি স্থাপত্যেই আছে অভিনবত্বের ছোঁয়া। তেমনি Geometric Hill, Tower of Shadow - তেও আছে নতুনত্বের ছোঁয়া।

                এরপরে চলে আসুন লে করবুসিয়েরের সৃষ্ট মিউজিয়াম ও আর্ট গ্যালারি ( Museum and Art Gallery, Le Corbusier )।  সেক্টর নম্বর ১০ - এ পাশাপাশি অবস্থান এদের। মোগল - কাংড়া - রাজস্থানি মিনিয়েচার ছবি, মর্ডান আর্টের প্যানেল চিত্রের বিশাল সংগ্রহ এই গ্যালারিকে এক অন্য মাত্রা দিয়েছে। এর সাথে উপরিপাওনা হিসেবে রয়েছে অবনীন্দ্রনাথ, রোয়রিকের ছবি, স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ শিখ ক্যানভাস ছবিগুলো। পাশের মিউজিয়ামও ( Natural History Museum, Chandigarh ) দেখার মতো। এখানে প্রাচীন যুগের অনেক ঐতিহাসিক সংগ্রহ রয়েছে। নানান ফসিল, গান্ধার যুগ থেকে পরবর্তী সময়ের অনেক রকম ভাস্কর্য, টেরাকোটা দেখে নিতে পারেন। সেক্টর ১০-এই আছে ইভোলিউশন অব লাইফ মিউজিয়াম ( Evolution of Life Museum )। এখানে সিন্ধু সভ্যতার সময় থেকে আরম্ভ করে এই সময় পর্যন্ত নানান জিনিস রয়েছে। তেমনই, ১৭ সেক্টরের সেন্ট্রাল লাইব্রেরি ভবনের ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি ( National Portrait Gallery in Central Library Building ) ও সেক্টর ২৩ - এর বালভবনে ২৫ টি দেশের পুতুলের সংগ্রহ নিয়ে গড়ে ওঠা ইন্টারন্যাশনাল ডলস মিউজিয়ামও ( International Dalls Museum ) দেখে নিতে ভুলবেন না। রবিবার বাদে অন্যান্য দিন খোলা থাকে।

                    সেক্টর ১৪ - এ অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ( Punjab University ) ভবনও কম আকর্ষণীয় নয়। উঁচু নীচু পাহাড়ি এলাকা ও Building Area - র চৌহদ্দির মধ্যেকার অনেকগুলো পার্ক ও জলাশয় সমৃদ্ধ সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই বিল্ডিং চত্বরকে আরো রমণীয় করে তুলেছে। এখানকার গান্ধী ভবনের শোভা ক্যামেরাবন্দি করে নিতে ভুলবেন না। বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস মিউজিয়াম, লাইব্রেরী ভবন ও গোলাকার স্টুডেন্টস ভবন সত্যিই অভিনব। ঘুরতে ঘুরতে যদি খিদে পায় তাহলে স্টুডেন্টস ভবনের উপরতলার সস্তা ক্যান্টিনে স্বল্পমূল্যের সুস্বাদু খাবারে আপনিও উদরপূর্তি করতে পারেন।

                    সেক্টর ১৬ - এ ২৭ একর জমির উপর গড়ে তোলা এশিয়ার বৃহত্তম গোলাপ বাগান জাকির গোলাপবাগে ( Zakir Rose Garden, Chandigarh ) এসে দেখে নিন বিভিন্ন আকার ও বিভিন্ন রঙের গোলাপ ১৬০০ থেকে ২০০০ রকমের ৫০০০০ গাছে ফুঁটে আছে। সকাল থেকে সন্ধ্যা অবধি খোলা থাকে। এই বাগানের গায়েই রয়েছে স্টেডিয়াম। কাছে আছে ওষধি বৃক্ষের বাগান শান্তিকুঞ্জ ( Shantikunj )। সেক্টর ১০ - এ রয়েছে ফিটনেস ট্রেল ( Fitness Trail ), যেখানে ফুলবাগানের মধ্যে প্রাতভ্রমনের সাথে শারীরিক কসরত করেন আবালবৃদ্ধবনিতা সকলে। সেক্টর ৩-এ ২০ একরের বোগেনভিলা বাগিচায় ( Bougainvillea Park ) ১০০ - এর বেশি রকমের বোগেনভিলা ফুল দেখুন। এছাড়াও সেক্টর ২৩ এর চিলড্রেনস ট্রাফিক পার্ক ( Children's Traffic Park ), সেক্টর ৩৬ এর সুগন্ধি পার্ক ( Garden of Fragrance ), সেক্টর ১ -এ আছে রাজেন্দ্রপার্ক স্মৃতি উপবন ( Rajindra Memorial Park ), আর আছে শহর থেকে ১৫ কি.মি. দূরের জিরাকপুরে বিখ্যাত ছাটবীর জ্যুলজিক্যাল গার্ডেন ( M.C. Zoological Park, Chhat Bir Zoo, Zirakpur )। আশাকরি, আপনার চন্ডীগড় ভ্রমণ সুখের হবে।

Which is The Best Time to Visit?

                   চন্ডীগড় বেড়াতে যাবার সেরা সময় বসন্তকাল। গাছেদের নতুন কচি সবুজ পাতা ও রঙীন ফুলেরা শহরের আকাশ-বাতাসকে এক অনির্বচনীয় মাধুর্যে ভরিয়ে তোলে। ক্যাসিয়া ফুলের সৌন্দর্যের কোন তুলনা হয় না। চুক্তিতে অটো বা ট্যাক্সি নিয়ে একদিনেই পুরো শহর দেখে নেওয়া যায়।

এই শহরে ঘুরতে আসলে ( When You are at Chandigarh ) কতকগুলি অতি প্রয়োজনীয় ঠিকানা ( Address ) ও ফোন নম্বর ( Telephone Number ) অবশ্যই সঙ্গে রাখবেন:-

(1) Chandigarh Transport Undertaking ( CTU ) - 2700006,
(2) Haryana Roadways - 2704014,
(3) Himachal Roadways - 2668943,
(4) Punjab Roadways - 2704023,
(5) Pepsu Roadways ( PRTC ) - 2704128,
(6) Train Reservation Enquiry - 2653131,
(7) City Reservation Centre, Sector 17 - 2708573,
(8) Train Arrival or Departure - 131/132/2641651,
(9) Indian Airlines Reservation, Sec 34 - 2624943,
(10) Chandigarh Industrial & Tourism Development Corporation ( CITCO ), Sec 17-B - 2703839,
(11) Punjab Tourism Dev. Corp. ( PTDC ), Sec 8-c - 2699140,
(12) Haryana Tourism Corp. ( HTC ), Sec 17-B - 2704886,
(13) Himachal Pradesh Tourist Information Centre ( ISBT ) - 2708569,
(14) Uttar Pradesh Tourist Reception Centre ( ISBT ) - 2707649,
(15) Foreigners Regional Registration Office - 2741100 / Ext. 2259,
(16) CITCO's Tours & Travel Wing ( ISBT Room 84 ) - 2703839.

CITCO - এর প্যাকেজ ট্যুরে মাত্র ৫০ টাকায় একদিনে পুরো শহর ঘুরে দেখতে পারেন। তাছাড়া, চন্ডীগড়, পাঞ্জাব ও উত্তর ভারতের বিভিন্ন প্রান্তের ট্যাক্সিও এদের কাছ থেকে ভাড়ায় পাওয়া যায়। যোগাযোগের ঠিকানা - Tour & Travel Wing, ISBT, Room No. 84, Sector 17, Chandigarh. Tel - 4644484.

CITCO - র সদর কার্যালয় - SCO, 121 - 122, Sec - 17B, Chandigarh - 160017. Telephone - 2704761/2704356/4644430.

কলকাতায় এদের মার্কেটিং এজেন্ট - Diamond Tours & Travels, 30 Jadunath Dey Road, Kol - 700012, Dial - 22259639; Himalchura Travels & Tours, P-263, CIT, Scheme-4/M, Kol - 700010, Tel - 23708004.

কিভাবে যাবেন? How to Reach / Go?

                   রেলপথে ভারতের যেকোন প্রান্ত থেকে দিল্লি হয়ে এই শহরে পৌঁছনো যায়। বিমানপথে যেকোন প্রথম শ্রেণীর শহর থেকে সরাসরি অথবা দিল্লি হয়ে যাওয়া যায়। এছাড়া, উত্তর ভারতের বিভিন্ন শহরের সাথে সড়কপথে বাসেও যেতে পারেন।

কোথায় থাকবেন? Where to Stay? Fooding & Lodging.

                     এখানে থাকা খাওয়ার জন্য প্রচুর হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। আপনি এখানে পৌঁছে বেছে নিতে পারেন। অথবা, এই পেজের উপরের দিকে দেওয়া Trusted Website Link-এর মাধ্যমে বুকিং করতে পারেন আগে থেকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, Don't Spam.

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷