মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯

[ Top Travel Destinations Madhya Pradesh Tourism ]

SOME VALUABLE INFORMATIONS ABOUT MADHYA PRADESH:-

               নামেই আছে এর অবস্থানের আভাস। অর্থাৎ, ভারতবর্ষের মাঝামাঝি জায়গায় এই রাজ্যটি অবস্থিত। আকারে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্য। বহু প্রাচীন কাল থেকে অনেক ইতিহাস ও রাজশক্তির উত্থান পতনের সাক্ষী এটি। ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই সমস্ত অতীতের সাক্ষীস্বরূপ স্থাপত্যগুলি কালের ভ্রুকুটিকে উপেক্ষা করে এখনও টিকে রয়েছে। আর্য ও আদিবাসীদের মিশ্রিত বসবাস এখানে। পর্যটন শিল্পের আরও বিস্তারের জন্য এখানকার সরকার সবসময় নতুন নতুন চিন্তা-ভাবনা-পরিকল্পনা ও তার সফল রূপায়ণ করে চলেছে। আর ঠিক এই কারণেই ভারতীয় পর্যটন মানচিত্রে এর অন্যতম স্থান রয়েছে। সম্প্রতি বেশ কয়েকটি অভিনবত্বযুক্ত প্যাকেজের রূপায়ণ করেছেন সরকারি পর্যটন দপ্তর। মোট এলাকার ৩৫% অংশই অরন্য অধ্যুষিত। দেশ-বিদেশের পর্যটকদের যথেষ্ট আকর্ষণ আছে এইসব অরণ্যাঞ্চলকে ঘিরে। জিপ, হাতি সাফারির পর সম্প্রতি জঙ্গলের বাফার এলাকায় সাইকেলে ঘোরার অনুমতি দিল পর্যটন এবং বন দপ্তর।

               রাজধানী ( Capital City ) ভূপাল ( Bhopal )। সবচেয়ে বড়ো শহর ( Largest City ) ইন্দোর ( Indore )। মোট এলাকা ( Total Area ) বা আয়তন হলো ৩০৮২৫২ বর্গকিলোমিটার অর্থাৎ ১১৯০১৪ বর্গ মাইল। মোট জনসংখ্যা ( Total Population ) ৭২৬২৪৮০৪। জনঘনত্ব ( Population Density ) প্রতি বর্গ কি.মি.তে ২৪০ জন। প্রতি ১০০০ পুরুষে নারী আছেন ৯৩০ জন ( Male Female Sex Ratio )। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) ৭০.৫০%। প্রধান ভাষা ( ( Main Language ) হিন্দি। অন্যান্য প্রচলিত ভাষা ( Other Languages ) হ'ল উর্দু এবং ইংরেজি। গড় বার্ষিক রোজগার ( Per Head / Per Capita Average Yearly Income ) ৯১০০০ টাকা। এই রাজ্যটি স্বীকৃতি পায় ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি। সম্প্রতি বর্তমান সরকার উদ্যোগ নিয়ে বিলাসবহুল ক্যারাভান ট্যুরেরও ব্যাবস্থা করেছেন, যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে মাইক্রোওভেন, ফ্রিজ, এল. সি. ডি. টিভিসহ অনেকরকম সুযোগসুবিধা রয়েছে। এই গাড়িতে করে চারজনের একটি দল রাজ্যের যে কোনও প্রান্তে ঘুরে বেড়াতে পারবে।

IMPORTANT OFFICE ADDRESSES, CONTACT TELEPHONE NUMBERS FOR EMERGENCY ENQUIRIES WHEN YOU ARE TRAVELLING DIFFERENT PLACES IN M. P. / ESSENTIAL ADDRESSES OF GOVT. TOURISM OFFICES, TRAVEL AGENCIES FOR ALL TOURISTS:-

Contact For Caravan Tour - Tel - ( 0755 ) 2775572. আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন - MPSTDC Paryatan Bhawan, Bhopal, Tel - ( 0755  ) 2774340 / 42 বা MPSTDC, Chitrakoot, Room No. 67, 6th Floor, 230-A, AJC Bose Road, Kol - 20, Tel - 03322875855.

বিভিন্ন প্যাকেজ ট্যুরের খোঁজ খবর বা তথ্য জানার জন্য -

            MP Tourism Development Corporation, Paryatan Bhawan, Bhadbhada Road, Bhopal - 462003, Tel - ( 0755 ) 2774340 / 42. Fax - ( 0755 ) 2779476.

Marketing Offices -

           Chitrakoot, Room No. 67, 6th Floor, 230A, AJC Bose Road, Kolkata - 700020. Tel - ( 033 ) 22833526, Telefax - ( 033 ) 22875855.

            Hotel Janpath, Room - 12, Ground Floor, 82 - 84 Janpath, New Delhi - 110001, Tel - ( 011 ) 23341185 - 87, Telefax - ( 011 ) 23347264.
                 
              45, World Trade Centre, Cuffe Parade, Colaba, Mumbai - 400005, Tel - ( 022 ) 22187603, Telefax - ( 022 ) 22160614.

          219, Supermall, 2nd Floor, CG Road, Ahmedabad - 380006, Tel - ( 079 ) 26462977, Telefax - ( 079 ) 26462978.

To Get Tourist Informations at Bhopal -

MPTDC:-
                                            TELEPHONE NUMBERS

Tours & Publications                2574289

Hotel Booking                            2774342

Transport Booking                    2555572

MP State Road Transport         2552645

IAC Booking & Enquiry             2550480

Airport Enquiry                          2521277

Tourism Informations               2554341

ROAD TRANSPORT:-

Hamidia Road Bus Stand          2540841

Jawahar Chowk                          2553640

Rail Enquiry                                 131

  "     Reservation                         133

DIVISIONS AND DISTRICTS IN MADHYA PRADESH:-

                  মোট ডিভিশন ( Total Number of Divisions is 10 ) আছে ১০ টি। যথা - (১) ভোপাল ( Bhopal ), (২) চম্বল ( Chambal ), (৩) গোয়ালিয়র ( Gwalior ), (৪) ইন্দোর ( Indore ), (৫) জব্বলপুর ( Jabalpur ), (৬) নর্মদাপুরম ( Narmadapuram ), (৭) রেওয়া ( Rewa ), (৮) সাগর ( Sagar ), (৯) সাহডোল ( Shahdol ), (১০) উজ্জয়িনী ( Ujjain )।

                    মোট জেলার সংখ্যা ( Total Number of Districts is 52 ) ৫২ টি। যথাক্রমে - (1) ভোপাল ( Bhopal ), (2) রায়সেন ( Raisen ), (3) রাজগড় ( Rajgarh ), (4) সেহোরে ( Sehore ), (5) বিদিশা ( Vidisha ), (6) মোরেনা ( Morena ), (7) সেওপুর ( Sheopur ), (8) ভিন্দ ( Bhind ), (9) গোয়ালিয়র ( Gwalior ), (10) অশোকনগর ( Ashok Nagar ), (11) শিবপুরী ( Shivpuri ), (12) দাতিয়া ( Datia ), (13) গুনা ( Guna ), (14) আলিরাজপুর ( Alirajpur ), (15) বারওয়ানি ( Barwani ), (16) বুরহানপুর ( Burhanpur ), (17) ইন্দোর ( Indore ), (18) ধর ( Dhar ), (19) ঝাবুওয়া ( Jhabua ), (20) খান্ডোয়া ( Khandwa ), (21) খারগোন্ ( Khargone ), (22) বালাঘাট ( Balaghat ), (23) ছিন্দওয়ারা ( Chhindwara ), (24) জব্বলপুর ( Jabalpur ), (25) কাটনি ( Katni ), (26) মান্ডালা  ( Mandla ), (27) নরসিংহপুর ( Narsinghpur ), (28) সেওনি ( Seoni ), (29) ডিন্ডোরি ( Dindori ), (30) বেতুল ( Betul ), (31) হারদা ( Harda ), (32) হোসাঙ্গাবাদ ( Hoshangabad ), (33) রেওয়া ( Rewa ), (34) সাতনা ( Satna ), (35) সিধি ( Sidhi ), (36) সিঙ্গরাউলি ( Singrauli ), (37) ছাতারপুর ( Chhatarpur ), (38) দামোহ্ ( Damoh ), (39) পান্না ( Panna ), (40) সাগর ( Sagar ), (41) টিকামগড় ( Tikamgarh ), (42) নিবারি ( Niwari ), (43) অনুপপুর ( Anuppur ), (44) সাহডোল ( Shahdol ), (45) উমারিয়া ( Umaria ), (46) আগর মালওয়া ( Agar Malwa ), (47) দেবাস ( Dewas ), (48) মান্দসৌর ( Mandsaur ), (49) নিমাচ ( Neemuch ), (50) রাতলাম ( Ratlam ), (51) সাজাপুর ( Shajapur ), (52) উজ্জয়িনী ( Ujjain )।

State Government Official Website - http://www.mp.gov.in

Tourism Department - http://www.mptourism.com

AVERAGE WEATHER OR CLIMATE. WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-

                  এই রাজ্যে শীত, গ্রীষ্ম ও বর্ষার আধিক্য একটু বেশি হলেও মোটামুটি সহনশীল। এপ্রিল থেকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বেশ ভালোই গরম পড়ে। জুনের তৃতীয় সপ্তাহ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি শীতকাল। তাপমাত্রা অনেকসময় ৯° সেলসিয়াসের কাছাকাছি নেমে আসে। সারা বছরই এখানে ঘুরতে আসা যেতে পারে। তবে সবদিক থেকে বিচার করলে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়ই হ'ল ভ্রমণের সেরা মরশুম। আবহাওয়াও থাকে উপযুক্ত।

ALL TOTAL LIST OF 23 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS:-

(i) Khajuraho Dance Festival, (ii) Pachmarhi Utsav, (iii) Navratri, (iv) Lokrang Samaroh Bhopal, (v) Malwa Utsav, (vi) Maha Shivratri, (vii) Tansen Music Festival, (Viii) Republic Day Celebration, (ix) Easter Festival, (x) Allauddin Khan Sangeet Samaroh, (xi) Ujjain Kumbh Mela, (xii) Akhil Bhartiya Kalidas Samaroh, (xiii) Ram Navami, (xiv) Eid Ul Fitr, (xv) Eid al Adha, (xvi) Dhrupad Samaroh, (xvii) Bhavbhuti Samaroh, (xviii) Bhagoria Haat Festival, (xix) Holi, (xx) Dussehra, (xxi) Nagaji Fair, (xxii) Diwali / Deepawali, (xxiii) Chethiyagiri Vihara Festival.

এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com

TOP PLACES TO VISIT OR MAJOR TOURIST ATTRACTIONS IN MADHYA PRADESH  WITH PROPER TOUR PLAN ON MAIN TRAVEL DESTINATIONS AND OTHER NEAREST BEAUTIFUL SPOTS:-

ভূপাল ( Bhopal ) - মধ্যপ্রদেশের রাজধানী শহরটি অত্যাধুনিক হলেও এর একটি প্রাচীন ইতিহাস আছে। শহর ঘুরলে ঐতিহাসিক নমুনাও বেশ কিছু মিলে যায়। পারমার রাজা ভূজের হাতে এই শহর নির্মাণ শুরু হয়। কথিত আছে যে, কুষ্ঠরোগে আক্রান্ত রাজা সাধুর আদেশে লেক কেটে স্নান করে রোগমুক্ত হন। এই লেকের তখন নাম রাখা হয় ভূজপাল। ধীরে ধীরে শহরও গড়ে ওঠে লেকের চারপাশে। এই শহরেরই নাম হয় ভূপাল। দর্শনীয় অনেক কিছু থাকলেও ৫২৫ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরে পর্যটকদের আনাগোনা যথেষ্ট কম। কেন্দ্রস্থলে দুটি লেক। ছোট লেকের চারিধারে রয়েছে পুরাতন শহর। তাই এই এলাকার পথঘাট যথেষ্ট চওড়া নয়। অনেকগুলো মসজিদ, প্রাসাদ, দোকানপাটে ঠাসা ঘিঞ্জি অঞ্চল। এর উত্তরদিকে কলকারখানা ও বস্তি আছে।

পশ্চিম দিকে বড়ো লেকের পাড়ে শ্যামলা পাহাড়ে সঠিক পরিকল্পনা অনুযায়ী নতুন করে গড়ে উঠেছে আধুনিক ভূপাল। এখানকার রাস্তাঘাট মসৃণ-চওড়া, গগনচুম্বী ঘরবাড়ি, পর্যাপ্ত গাছপালা রয়েছে এই নতুন অংশে। শহরের যাতায়াত ব্যবস্থা চালু আছে মিনিবাস, ভটভটি, ট্যাক্সি, অটো, রিকশা ও টাঙা ইত্যাদি যানবাহনের সাহায্যে। বড়ো লেকের পাড়ে সকাল-সন্ধ্যা প্রচুর মানুষ হাঁটতে আসেন। জলে বোটিং-এরও ব্যবস্থা আছে। এখান থেকে শহরটিকে দেখতে সুন্দর লাগে। রাতে লেকের জলে শহরের আলোর প্রতিবিম্ব অদ্ভুত সুন্দর লাগে দেখতে। পাড়ের শ্যামলা মার্গে স্থাপিত হয়েছে ভারত ভবন আর্ট গ্যালারি ( Bharat Bhawan Art Gallery, Shymala Road )। এখানে অনেকগুলো বিভাগ ও প্রদর্শনী রয়েছে। বহিরঙ্গ, অন্তরঙ্গ, রূপঙ্কর, কবিতার গ্রন্থাগার, অডিটোরিয়াম, ফাইন আর্টের ওয়ার্কশপ, লোকশিল্প ও উপজাতি গোষ্ঠীর মিউজিয়াম ও অন্যান্য অনেক কিছু নিয়ে দারুণ এক শিল্পকেন্দ্র এই ভারত ভবন আর্ট গ্যালারি। এই চত্বরেই খাদ্য-পানীয়ের সুবন্দোবস্ত আছে। সারা বছরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। প্রতি সপ্তাহের সোমবার ছাড়া প্রতিদিন দুপুর ১-২ টা থেকে সন্ধ্যা ৭-৮ টা পর্যন্ত যৎসামান্য মূল্যের টিকিট কেটে পুরো গ্যালারি এলাকা ভালো করে ঘুরে দেখে নেওয়া যায়। ভারত ভবনের বিপরীতেই রয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বাংলো। বাইরে থেকে দেখে দু-নয়ন সার্থক করে নিন। লেকের বাঁধ বরাবর পথ ধরে গিয়ে সোজা শ্যামলা পাহাড়ের মাথায় ( Top of The Shyamala Hill ) উঠে যান। চূড়া থেকে শহরের অতি মনোরম প্যানোরামিক দৃশ্য কিছুক্ষণের জন্য উপভোগ করে নিন।

নিকটস্থ লোয়ার লেকের দক্ষিণে আরেরা পাহাড়ে অবস্থিত বিড়লা মিউজিয়াম ( Birla Museum ) ও লক্ষ্মী নারায়ণ মন্দির ( Lakshmi Narayan Temple ) - এই দুটি পর্যটন আকর্ষণ না দেখলে আপনার ভূপাল ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এই মন্দির ও পুরাতাত্ত্বিক সংগ্রহশালা বিড়লা গ্রুপের তৈরি। দুটি স্থানই দেখার মতো। মিউজিয়ামের ভিতরে ঢুকে হরপ্পা, মৌর্য ও গুপ্তযুগের বিভিন্ন টেরাকোটা কাজের প্রাচীন বস্তু ও শিব-বিষ্ণুর ভাস্কর্য দেখে নিন। এই চত্বর বুধবার ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ১২ টা এবং দুপুর ২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে লেক, বিধানসভা ও শহরের পুরনো অংশকে ভারী সুন্দর দেখায়। শ্যামলা পাহাড়ের দক্ষিণে ৪০ হেক্টর জায়গা নিয়ে ট্রাইবাল মিউজিয়াম ( Tribal Museum ) আর এক অবশ্য দর্শনীয় স্থান। এই সংগ্রহশালায় ভারতের আদিবাসী মানুষদের জীবনযাত্রা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। সোমবার ছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকে।

শ্যামলা পাহাড়ের তলায় রবীন্দ্র ভবনের ( Rabindra Bhawan ) উল্টো দিকে বাণগঙ্গা রোডে স্টেট মিউজিয়াম ( State Museum ) রয়েছে। এখানে প্রত্নতত্ত্বের অনেক সামগ্রী আছে। সোমবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০-৩০ টা থেকে বিকেল ৫-৩০ টা অবধি খোলা থাকে। গান্ধী ভবনে ( Gandhi Bhawan Memorial ) দেখতে পাবেন গান্ধীজীর ছবি ও অন্যান্য স্মৃতি চিহ্ন। কমলা পার্কের  ( Kamla Park ) সৌন্দর্য দেখেও আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই সুন্দর উদ্যানটি রানী কমলাদেবীর স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করা হয়। তিনি অতীতে রাজ্য সরকারের সেক্রেটারিয়েট ও বিধর্মীদের হাত থেকে নিজের সম্মান বাঁচাতে লেকের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এছাড়া আছে অ্যাশ বাগ, নুর বাগ, ফহেরা তাফজা ইত্যাদি মনোরম স্থান।

যত যাই থাকুক না কেন এই শহরের মূল আকর্ষণীয় জায়গা হলো আপার বা গ্রেট ও লোয়ার লেক এলাকা। শুধু রাত-দিনের সৌন্দর্যই নয় শীতের অতিথি পরিযায়ী পাখিরাও লেকের সৌন্দর্যায়নে অনেকখানি ভূমিকা পালন করে। আপার বা গ্রেট লেকের মাঝে হজরত শাহ আলি শাহ দরগাহ ( Hazrat Shah Ali Shah Dargah ) সৌন্দর্যকে এক অন্যমাত্রা দান করেছে। প্রায় ৪৫০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে বন বিহার সাফারি পার্ক ( Van Vihar National Park, Bhopal ), যেখানে অল্প মূল্যের টিকিট কেটে প্রবেশ করে বাঘ, লেপার্ড, সিংহ, ঘড়়িয়াল, শম্বর, সাপ, কুমির ও অন্যান্য জীবজন্তু দেখা যায়। অভিয়ারি পাখিরালয়ে ( Aviary Bird Sanctuary ) দেশী ও পরিযায়ী পাখিদের দেখা পাওয়া যায়। বিভিন্ন রঙ ও ধরনের মাছের সংগ্রহ নিয়ে সুরজ নগরে তৈরি হয়েছে স্টেট অ্যাকোয়ারিয়াম ( State Aquarium )।

চক এলাকায় ঢোকার মুখে প্রাচীন গ্রিক ও ল্যাটিনের সাথে গথিক শৈলীর মিশ্রিত শিল্প সুষমায় নির্মিত হয়েছে শওকত মহল প্রাসাদ ( Shaukat Mahal Palace ) - আপনি এর স্থাপত্য দেখলে মুগ্ধ হয়ে যাবেন। দোকানপাটে ভর্তি ঘিঞ্জি চক এলাকার সদর মঞ্জিল দরওয়াজা ( Sadar Manzil Gate ) ও আপার লেকের পাড়ে অবস্থিত হিন্দু ও মোগল স্থাপত্যে নির্মিত খুদসিয়া বেগমের গওহর মহল ( Gauhar Mahal ) - এই দুটি ঐতিহাসিক স্থাপত্যও অবশ্যই দেখে নেবেন।

পুরাতন শহরে Taj Mahal Palace-এর উল্টোদিকে Motia Talab জলাশয়ের পাড়ে এশিয়ার বৃহত্তম তাজ উল মসজিদটি ( Taj Ul Mosque ) অবস্থিত। একে ক্রাউন অফ অল মস্ক ( Crown of all Mosque ) আখ্যায় সম্মানিত করা হয়েছে। চত্বরে ফোয়ারা ও জলাধার আছে। নামাজ পড়ার প্রার্থনা হলটিও খুব সুন্দর। এই Masjid-এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে চারটি ধনুকের আকারের খিলান, নয়টি চূড়া, সাতাশটি থামের উপরে ভর করে রয়েছে ছাদ, আঠারো তলা উঁচু আটকোণা মিনার, শ্বেত পাথরের তিনটি গম্বুজ, জাফরির সুন্দর কারুকার্য। চাইলে অনুমতি নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারেন। শুক্রবার ও অন্যান্য উৎসবের দিনগুলোতে অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। বর্তমানে একটি মাদ্রাসা বসেছে।

দোকানে ও মানুষের ভিড়ে ঠাসা চক বাজারে গওহর বেগম ওরফে খুদসিয়ার তৈরি করানো ১৮৩৭ খ্রিস্টাব্দের জুমা মসজিদটি ( Jama Mosque ) দেখে নেওয়া উচিৎ হবে। স্থানীয় ইতিহাস বলে যে, জনৈক হিন্দু রানীর তৈরি করানো সভা মান্দালা মন্দিরের উপর মিনার বসিয়ে এই Masjid-টি নির্মাণ করা হয়েছিল। এই অতীতের প্রমাণ স্থাপত্যেই মেলে। ধবধবে সাদা মসজিদটির চূড়োগুলো সোনায় মোড়া। চকের দক্ষিণ-পশ্চিম দিকে কিছুটা গিয়ে ট্রাফিক পয়েন্টের পূর্ব দিকে দিল্লির জামা মসজিদের অনুকরণে খুদসিয়ার মেয়ে সিকান্দার জাহান বেগম সুন্দর মোতি মসজিদ ( Moti Mosque ) তৈরি করান। আকারে কিছুটা ছোট। মাথায় সোনালি গম্বুজ নিয়ে দুইটি লাল মিনার আছে। নিকটের হাতিমহল বা হস্তি প্রাসাদটিও দেখার মতো। প্রতিটি থাম বা পিলার ১২ ফুট চওড়া মোটা মোটা হাতির পায়ের মতো। তাই এর নাম হয়েছে হাতিমহল ( Hati Mahal Palace )। মাথায় গম্বুজ রয়েছে। বহু অতীতে এখানে রাজসভা বসত। আর একটু উত্তরে আছে দরিয়া খানের সমাধিসৌধ। খুব সুন্দর কারুকার্য করা।

শহর থেকে ১২ কি. মি. দূরে উত্তরে Berasiya Road-এর উপর ইসলামনগরে সাজানো বাগান দ্বারা পরিবৃত হিন্দু-ইসলামিক স্থাপত্যে গড়া আফগান শাসক দোস্ত মহম্মদের দূর্গ প্রাসাদটিও ( Islamnagar Fort Palace ) অবশ্যই দেখে নেবেন। এছাড়া এই চত্বরে আছে Hamam, Rani Mahal, Sheesh Mahal, Chaman Mahal, Astabal, Picnic Spot ইত্যাদি।

প্রথম দিন শহর দর্শন সেরে দ্বিতীয় দিন খুব সকালে সাঁচী ও বিদিশার উদ্দেশ্যে ট্রেনে বা বাসে করে রওনা দিন। পথে রায়সেনে নেমে বাসস্ট্যান্ডের পাশের পাহাড় চূড়ায় অবস্থিত দূর্গটি ভালো করে দেখে নিন। স্ট্যান্ড থেকে প্রায় ১ কি. মি. দূরের দরগাহের কাছ থেকে পথ ধরে খাড়া পাহাড়ের মাথায় উঠে রায়সেন দূর্গটি ( Raisen Fort ) দর্শন করে আসুন। এই বিশাল দূর্গের এলাকার মধ্যে মন্দির, কয়েকটি কামান, তিনটি প্রাসাদ, পনেরটি জলাধার ও চল্লিশটি কুয়ো রয়েছে। তারপর এখান থেকে কুড়ি কিলোমিটার দূরের সাঁচী ( Sanchi ) শহর ভ্রমণে চলে যান। তার প্রায় দশ কি. মি. দূরের বিদিশাও  ( Vidisha ) দেখে নিন। এই দুটি জায়গাতেই দর্শনীয় অনেককিছুই আছে। রায়সেন দূর্গ দেখতে না চাইলে দেওয়ানগঞ্জ ( Dewanganj ) হয়ে অন্য বিকল্প পথে বিদিশা যেতে পারেন। এই পথে দূরত্ব অল্প কিছুটা কমে।

Madhya Pradesh State Tourism Development Corporation Ltd. অর্থাৎ মধ্যপ্রদেশ রাজ্য পর্যটন উন্নয়ন পর্ষদ ভূপাল ও তার আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলি সাধারণ পর্যটকেরা যাতে নিশ্চিন্তে ও অনেক কম খরচায় দর্শন করতে পারেন, সেই কথা মাথায় রেখে নিজেরাই কনডাকটেড ট্যুরের কতকগুলি প্যাকেজ প্রোগ্রাম চালু করেছেন ( Conducted Package Tour Programmes By MPTDC )। টিকিট পাবেন হোটেল পলাশ বা MPTDC, Paryatan Bhawan, Bhadbhada Road, Bhopal-462003 অথবা রেল স্টেশনে স্থাপিত এঁদের নিজস্ব দপ্তর থেকে। আপনি চাইলে অটো বা ট্যাক্সির সাথে চুক্তিবদ্ধ হয়ে এই ভ্রমণ সুন্দর ভাবে সম্পূর্ণ করতে পারেন। এপ্রিল, মে, জুন মাসের প্রচন্ড গরম এড়িয়ে বছরের যে কোন সময়েই এখানে ঘুরতে আসতে পারেন।

ভ্রমণের সময় কি কি কেনাকাটা করবেন? What are The Things You Should Buy ( Marketing ) While Traveling in Bhopal City?

                  ভ্রমণের স্মৃতিচিহ্ন হিসেবে জরি বসানো পোশাক, রুপোর অলঙ্কার, কারুকার্য করা বিভিন্ন হস্তজাত সামগ্রী এই শহরের চক এলাকার যেকোন দোকান থেকে দরদাম করে কিনে নিয়ে যান। চান্দেরি, তসর, মহেশ্বরী শাড়ি অথবা পুঁতির নানা জিনিস কিনতে পারবেন। অথবা শ্যামলা পাহাড়ের New Market থেকে। চক এলাকার দোকানগুলি সোম ও শুক্রবার দুদিন বন্ধ থাকে। আর শহরের বাদবাকি এলাকার বাজার দোকান বন্ধ থাকে শুধু সোমবার।

কিভাবে যাবেন? How to Reach / Go?

                       রেলপথ, আকাশপথ ও সড়কপথে ভারতের যেকোন শহর থেকে সহজেই এই শহরে পৌঁছতে পারবেন। এই রাজ্যের অন্যান্য শহর এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির সাথে বাস ও ট্রেন যোগাযোগ যথেষ্টই ভালো।

ভূপালেরর সুস্বাদু, জনপ্রিয় ও বিখ্যাত খাদ্য ও খাবার জায়গা। Which Tasty Foods are Very Famous and Popular in Bhopal?

                       এই শহরে প্রচুর বিখ্যাত ও ভালো মানের খাবার হোটেল আছে। যেমন, হামিদিয়া রোডের অঞ্জুরায় আমিষ পদগুলি বেশ ভালো। রঞ্জিত হোটেলের মেহফিল, জ্যোতি হোটেলের নিরামিষ খাবার, বাগিচা রেস্টুরেন্টেরও যথেষ্ট সুনাম রয়েছে। বিভিন্ন চীনা খাবারের জন্য বিখ্যাত ড্রাগনে গিয়ে চাইনিজ ডিশ পরখ করে দেখে আসুন। হামিদিয়া রোডের মালওয়া ডেয়ারিতে গিয়ে দুধের তৈরি নানা খাবার চেখে দেখে আসুন। Amaltas, Apsara ও Mughal Mahal-এর কোন জবাব নেই। সবকয়টিই খাদ্যরসিকদের প্রশংসিত স্থান। চা, কফি ও স্ন্যাক্স এর জন্য প্রসিদ্ধ হলো ভারত ভবন কাফে ও স্টেশন সংলগ্ন হামিদিয়া রোডের ইন্ডিয়ান কফি হাউস ( Indian Coffee House, Hamidia Road ) - এই জায়গা দুটি। হামিদিয়া রোডে রামার বিপরীতে অবস্থিত ইন্ডিয়ান কফি হাউস ভালো মানের দক্ষিণী নিরামিষ খাবারের ( South Indian Vegetarian Food Dishes ) জন্যও যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে। এছাড়াও আরও অনেক ভালো ভালো খাবার জায়গা ও খাবার ছড়িয়ে আছে সারা শহর জুড়ে।

কোথায় থাকবেন? Where to Stay?

                          সারা শহর জুড়ে বিশেষ করে রেল স্টেশন, বাসস্ট্যান্ড ও চক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে অনেক হোটেল, লজ, গেস্ট হাউস ইত্যাদি রয়েছে। তাই এই শহরে এসে থাকার জন্য কোন চিন্তার কারণ নেই। তবে, যদি আগে থাকতে অনলাইনে সমস্ত ব্যাবস্থা করে আসতে চান তাহলে এই পেজের উপরের দিকে দেওয়া বিশ্বস্ত ও জনপ্রিয় ওয়েবসাইট লিঙ্কগুলো বুকিং এর জন্য ব্যবহার করতে পারেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, Don't Spam.

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷