সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

[ Visit Excellent Tourist Places in Tripura Tourism ]

PAST HISTORY & SOME VALUABLE INFORMATIONS ABOUT TRIPURA;-

          উত্তর-পূর্ব ভারতের বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য হলো ত্রিপুরা। এখানকার অধিবাসীরা মূলতঃ ইন্দো-মঙ্গোলিয়ান বংশোদ্ভূত উপজাতি সম্প্রদায়ের আর কিছু অংশ আছেন যারা স্বাধীনতার পরবর্তী সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আগত বাঙালি উদ্বাস্তু। ১৯ ধরনের উপজাতি সম্প্রদায়ের বসবাস এখানে।
      
          প্রাকৃতিক সম্পদে যথেষ্ট সম্পদশালী এই রাজ্য। পাহাড়, অরণ্য, দিঘি, প্রাচীন মন্দির এবং অপূর্ব নৈসর্গিক দৃশ্যের কারনে দেশ-বিদেশের পর্যটকেরা এই রাজ্যে ভ্রমণ করতে আসেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়ই রাজ্যের বর্তমান রাজধানী আগরতলায় যেতেন। রাজপরিবারের সাথে তাঁর খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিশ্ববিখ্যাত সঙ্গীত পরিচালক শচীন দেববর্মণ অর্থাৎ শচীন কর্তার পৈতৃক বাড়িও আছে এই রাজ্যে। তিনিও নাকি রাজ পরিবারের সদস্য। স্বাধীনতার পরে কিছুদিন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে থাকলেও পরে ১৯৭২ সালের ২১শে জানুয়ারি স্বতন্ত্র রাজ্যের স্বীকৃতি লাভ করে। শহরে সাধারনতঃ বাঙালি উদ্বাস্তুরাই বসবাস করেন। কিন্তু, উপজাতি সম্প্রদায়ের মানুষজন গ্রামাঞ্চলে, অরন্যে বাস করতে ভালোবাসেন। এঁদের ভাষা-সমাজ-সংস্কৃতি ভিন্ন ভিন্ন রকমের। এঁরা সাধারণতঃ ৫ থেকে ৫০ টি পরিবার নিয়ে এক একটি গ্রাম গড়ে থাকেন। গ্রামের বাড়িগুলো বাঁশের তৈরি। ত্রিপুরি মেয়েরা নিম্নাংশে পাছড়া ( Pachra ) অর্থাৎ লুঙ্গির মতো করে স্কার্ট আর বুকে রিষা ( Risha ) পরে।

      শিল্পবিমুখ এরাজ্যের জীবিকা ও অর্থনীতির বেশিরভাগটাই ( প্রায় ৬০% ) অরণ্য, কৃষি ও বাগিচা নির্ভর। ধান এখানকার প্রধান ফসল। প্রচুর চা ও রাবার বাগান আছে এখানে। সারা রাজ্যটাই আজ যেন এক বোটানিক্যাল গার্ডেনের ( Botanical Garden ) রূপ নিয়েছে। বেশ কয়েকটি রিজার্ভ ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে এই রাজ্যে।

               এখানকার ইতিহাসও বেশ সমৃদ্ধ। প্রাচীন ভারতের চন্দ্রবংশীয় রাজা যযাতির উত্তরসূরি মহারাজা ত্রিপুরের নামে এই রাজ্যের নামকরণ হয়। রাজপরিবারের স্বপ্নাদিষ্ট কুলদেবতা হলেন এই ত্রিপুর রাজার সুযোগ্যপুত্র ত্রিলোচন।

           ত্রিপুরাবাসীদের হাতের কাজেরও ( HANDLOOMS AND HANDICRAFTS ) যথেষ্ট সমাদর আছে বিশ্বের বহু দেশের শিল্পরসিকদের কাছে। নানা রঙের ও নানা রকমের ফ্যাব্রিক শাড়ি, শীতলপাটি, বাঁশ-কাঠ-বেতের রকমারি সম্ভার আপনাকে অবশ্যই মুগ্ধ করবে।

              এই প্রদেশ আজ সারা পৃথিবীর পর্যটকদের জন্যই উন্মুক্ত। ১৯৯৫ সালে RAP ( Restricted Area Permit ) এবং ILP ( Inner Line Permit ) প্রথা বিলুপ্ত হয়। কলকাতা থেকে খুব সহজেই বিমান, বাস বা ট্রেনে যাওয়া যায়।

Important Telephone Numbers for Emergency Contact -

Tourist Information - 2325930
Indian Airlines ( City ) - 2325470
Airport Booking / Enquiry - 2341902
Railway Booking Centre - 2325533

Information of Fairs, Festivals and Cultural Affairs With Name, Date / Time, Places ( ALL TOTAL LIST OF 18 VERY BIG, MOST POPULAR OR FAMOUS LOCAL FAIRS & MAJOR FESTIVALS ):-

(1) Nauka Baich Utsav - Rudrasagar, Melaghar - August.

(2) Deep Utsav - Matabari, Udaipur - November.

(3) Orange & Tourism Festival - Jampui Hills - November

(4) Autumn Festival - Agartala - November.

(5) Sanghati Utsav - Dimatali, Belonia - December.

(6) Neermahal Utsav - Neermahal, Melaghar -December.

(7) Pilak Utsav - Pilak, Belonia - January.

(8) Unakoti Festival - Unakoti, Kailasahar - January.

(9) Garia Puja, (10) Asokastami ( Kailashahar Unakoti ), (11) Pilak Utsav ( Jolaibari ), (12) Kharchi Fest ( Khayerpur, Old Agartala ), (13) Neermahal Festival ( Rudrasagar Lake, Rajghat Melaghar, Sepahijala ), (14) Diwali ( Main Place is Tripura Sundari Temple, Matabari ), (15) Pous Sankranti Fair ( Tirthamukh ), (16) Boat Race, (17) Durga Puja, (18) Orange and Tourism Festival etc.

              রাজধানী, সর্ববৃহৎ ও জনবহুল ( Largest, Most Papulated Capital City ) শহরটির নাম আগরতলা ( Agartala )। আয়তন বা Total Area ১০৪৯২ বর্গ কি.মি. ৪০৫১ বর্গ মাইল। মোট জনসংখ্যা ( Total Population ) ৩৬৭১০৩২। জনঘনত্ব ( Population Density ) অর্থাৎ প্রতি বর্গ কি.মি.তে বাস করেন ৩৫১ জন। প্রতি ১০০০ পুরুষে নারীর সংখ্যা ( Male Female Sex Ratio ) ৯৬০ জন। সাক্ষরতার হার ( Percentage of Literacy ) ৮৮%। প্রধান ভাষা ( Main Languages ) বাংলা, ইংরেজি, হিন্দি, ককবরক এবং মনিপুরী। মাথাপিছু বার্ষিক আয় ( Per Head / Per Capita Yearly Income ) ১০৫০৫০ টাকা। মোট জেলার সংখ্যা ৮ এবং সদরদপ্তরও ৮ টি ( Total Number of Districts and Headquarters is Equally 8 ) - Dhalai ( Ambassa ), Sipahijala ( Bishramganj ), Khowai ( Khowai ), Gomati ( Udaipur ), Unakoti ( Kailashahar ), North Tripura ( Dharmanagar ), South Tripura ( Belonia ), West Tripura ( Agartala ).
           
State Govt. Official Portal -
https://www.tripura.gov.in

Tourism Website -
http://www.tripuratourism.gov.in

WHEN SHOULD YOU GO THERE? / BEST TIME TO VISIT OR TRAVEL THIS STATE:-
         
            সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত হ'ল এখানে ঘুরতে আসার সেরা সময়। এইসময় সুন্দর আবহাওয়া থাকে। গ্রীষ্মকালে ঘুরতে গেলে সুতি বা হালকা পোশাক আর শীতে উলের গরম বস্ত্র সঙ্গে নিয়ে যাবেন।

AVERAGE WEATHER OR CLIMATE:-

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ে বেশ ভালো রকম ঠান্ডা থাকে। শীতকালে ৪° থেকে ২৭° এবং গ্রীষ্মকালে ১৬° থেকে ৩৮° সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করে। আর জুন থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকে বর্ষাকাল। এই সময় বেশ ভালোই বৃষ্টি হয়।

এই রাজ্যের যেকোন জায়গায় যাওয়া আসা, থাকা খাওয়ার ব্যাপারে আগে থাকতে অনলাইন বুকিং-এর জন্য নীচের বিশ্বস্ত ওয়েবসাইটগুলির মধ্যে এক বা একাধিক ব্যবহার করতে পারেন। [ FOR ONLINE BOOKING OF FOODS / FLIGHTS, TRAIN / RAILWAY RESERVATION, HOUSES ON RENT/ FLATS RENTAL / LODGES / RESORTS / HOMESTAYS / TENTS / HOTELS ROOMS IN ANY PLACE WITH DISCOUNT, CHEAP AIR TICKETS, BUS BOOKING, CAR HIRE ]:-
1. https://www.trivago.in
2. https://www.goibibo.com
3. https://www.makemytrip.com
4. https://www.yatra.com
5. https://www.cleartrip.com
6. https://www.tripadvisor.in
7. https://www.ixigo.com
8. https://www.zomato.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please, Don't Spam.

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷